মন ছুটে যায় মাটির কাছে

মন ছুটে যায় মাটির কাছে

বন্ধুরা আজকে আমি আমার বাংলা ব্লগে নতুন এক অনুভূতি প্রকাশ করবো। কিছু অব্যক্ত কথা মনের মাঝেই থেকে যায় আর মনের মাঝে আসে হরেকরকম প্রশ্ন যার উত্তর মেলেনা কোথাও। গরিব মানুষের কিছু কথা অপ্রকাশিত থেকে যায়, যা ধনী শ্রেণির মানুষদের কাছে বিরক্তিকর মনে হয়।

received_292763372650882.jpeg

শহরের সাথে সম্পর্ক কাদের অধিক পরিমাণে থাকে কখনো কি ভেবে দেখেছেন? বা এমন প্রশ্ন কি কখনো মনের জেগেছিল? জি আমার মনে অনেক রকমের প্রশ্নের উদ্ভব ঘটে বার বার। আমি দারিদ্র্যতা খুব ভালো বাসি কিন্তু কেনো ভালো বাসি তার উত্তর দিতে গেলে জীবনের খাতায় লিখতে হবে নতুবা অপ্রকাশিতই থেকে যাবে।

প্রতি ঈদে ও পূজা পার্বণের উৎসবে রাস্তাগুলো কেমন জানি ব্যস্ততায় পরিয়ে যায়। কারণ প্ললিগ্রামের অনেক গরিব মানুষ তাদের জীবনের তাগিতে শহরের বুকে পারি জমায়। তারা এই সময় বারিতে ফেরার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েন! তাদের সম্পর্ক শহরের সাথে নয়, সম্পর্ক গ্রামের সাথেই। তাদের অভিব্যক্তি এমন যে, তারা বাড়িতে ফিরতে পারলে মনের মাঝে শক্তি সঞ্চয় হয় অর্থাৎ রিচর্য হয়। তারা বাড়িতে ফিরে হয়তো কোনো পুকুর পারে বসে বা ভাঙ্গা চালের বারান্দায় বসে বাবা মায়ের সঙ্গে বসে গল্প করে অথবা গ্রামের কোনো টংগে বসে চা খেতে খেতে তাদের সুখ-দুঃখের গল্প ভাগাভাগি করে নেয়। তারা এসবের মাঝেই সুখের পায়রা খুজে নেয়। এই সব গরিব মানুষদের প্রানের ও আত্মার সম্পর্ক গ্রামের মাটির সাথেই। তা এখানে এসবের মাঝেই নিজেদের মানিয়ে নেয়।

অন্যথায়,
শহরের মানুষেরা এতে বিরক্ত বোধ করে। তারা মনে করে বাসাই ২ দিনের জন্য না গেলেই ভালো হয় তাতে তাদের কাজের ব্যঘাত ঘটবে না! যারা গ্রাম থেকে শহরে যায় তাদের ছাড়তে না চাওয়ার কারোন তাদের কাজের মানুষ পাবে না তারা। সত্যি কথা বলতে শহরের মানুষদের সম্পর্ক শহরের সাথেই খাটি হবে এটাই স্বাভাবিক। আর শহরে থাকতে গেলে অনেক কিছুরি প্রয়োজন হয় যেটা একটা গ্রামের মানুষের পক্ষে যোটানো সম্ভবপর হয় না।

গরিব মানুষেরা অল্পতেই সন্তুষ্টি লাভ করতে পারে এবং ভালো থাকতে পারে। তাদের কোটি পতি হওয়ার সাধ যাগে না।বিত্তশালী হওয়ার জন্য অধিক পরিমাণে টাকার পিছুও ছোটে না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63643.10
ETH 2582.85
USDT 1.00
SBD 2.75