~পরিষ্কার নিশ্বাস চাই~
~পরিষ্কার নিশ্বাস চাই~
সত্যিই আমরা অনেক দুঃখিত কারণ আমরা পরিবেশ বুঝিনা। আমরা এখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি কিন্তু আমাদের প্রাইমারি লেভেল থেকেই শেখানো হয় যে এখানে সেখানে প্রস্রাব পায়খানা ও থুতু ফেলবে না। আমরা দিন দিন বেড়ে উঠতেছি কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তন হচ্ছে না।
পরিষ্কার নিঃশ্বাস নেওয়ার জন্যআমাদের সচেতনতা বাড়াতে হবে পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে সেটা আমাদের বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে এবংআমরা বাইরে চলাফেরা সময় দেখতে পাবো মানুষেরা বিভিন্ন ধরনের খোসা এবং কাগজ মাটিতে এখানে সেখানে ফেলি যেটা আমাদের আদৌ ঠিক না। একটা বিষয় মাঝেমাঝেই মাথা নাড়া দিয়ে ওঠে যে আমরা বাঙালিরা অনেক সচেতন এবং পরিশ্রমী কিন্তু আমাদের খাবারের উপদ্রব্য জিনিসটি সেটাই আমরা ভালভাবে সংরক্ষণ করতে পারিনা। আমরা অন্য জায়গায় ফেলি যেটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ।
আর একটা বিষয় যেটি আমরা নাগরিক হিসেবে আমাদের নিজেদের পরিচয় করিয়ে দেই একটি দেশের সঙ্গে এবং জাতির সামনে।আচ্ছা ধরা যাক একটি নাগরিকের দায়িত্ব একটি নাগরিকের দায়িত্ব বলতে শুধু আমরা চারটি মৌলিক অধিকার পাওয়াকে বুঝাইনা। আমাদের অনেক দায়িত্ব আছে যেসব আমরা পালন করিবা না। অনেক সময় দেখা যায় রাস্তায় রাস্তায় মিছিল মিটিং এর আয়োজন করা হয় যে আমাদের অধিকার চাই কিন্তু তার কোন সার্মম আমি এখনো খুজে পাইনি। (তার কারন হিসাবে আমি বলতে পারি যে আমাদের আগে দায়িত্ব নিতে হবে তাহলে অধিকার আদায়ের আনদোলনে করতে হবে না। অধিকার দায়িত্বের সঙ্গে সম্পর্কিত।
তাই এখন এই টার্নিং সময়ে আমাদের পরিবেশ সংরক্ষণ করা খুব জরুরি। আর এটা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!