আবেগ কাটিয়ে বাস্তবতায় ফেরা
আমাদের দেশের তরুণ ছেলেমেয়েগুলোর প্রধান কিছু সমস্যার মধ্যে একটি হল আবেগ। অতিরিক্ত আবেগ এর ফলে তারা অনেক ভুল সিদ্ধান্ত নেয়। আবেগের বশে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যার মাশুল তারা কখনো দিতে পারে না। এই বয়সে আবেগ থেকে দূরে থাকতে হলে সব সময় কাজ কর্মের মধ্যে থাকা উচিত।
বর্তমান যুব সমাজের বেশিরভাগ ছেলেমেয়েগুলো আবেগের বশে বিভিন্ন ধরনের আসক্তিতে পড়ে যায়। সিগারেট সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন সাধারণত তারা আবেগ থেকেই শুরু হয়। এছাড়াও বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এই আবেগ থেকেই। বিভিন্ন ধরনের আসক্তির ফলে তারা ধীরে ধীরে নষ্টের পথে চলে যায়। তাদের দৈনন্দিন কাজকর্ম থেকে তারা দূরে সরে যেতে থাকে। পড়াশোনা,ধর্মচর্চা, সামাজিক মূল্যবোধ তখন তাদেরকে আর তেমন একটা টানে না। তাদের যে বিষয়ের উপর আসক্তি চলে আসে ওটা নিয়েই তারা সব সময় পড়ে থাকতে চায়। এই সময় তাদের ভালো-মন্দ বোধ টুকু পর্যন্ত থাকেনা। আমাদের সবার উচিত আবেগ থেকে দূরে চলে আসা। আবেগকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে ঠেলে দেওয়া যায় আমাদের বাস্তব জীবন ততোই মঙ্গলকর হয়। কারণ বাস্তবতা আমাদের সকল খারাপ কাজ কর্ম থেকে দূরে থাকতে সহায়তা করে। তরুণ ছেলে মেয়ে গুলো যখন আবেগ কাটিয়ে বাস্তবতায় ফিরে তখন তারা জীবনের মর্ম অনুভব করে তাদের নিজ কাজের প্রতি মনোযোগী হয়ে ওঠে।
আমাদের জীবনের উন্নয়নের স্বার্থে আবেগকে না বলা শিখতে হবে, ফিরে আসতে হবে বাস্তবতায়। আবেগ একটি জীবনকে নষ্ট করে দেয়, আর বাস্তবতা জীবনকে সুন্দর করে তোলে। সুন্দর জীবন দেশ ও জাতির জন্য মঙ্গলকর কিছুই বয়ে আনে।
ভাই আপনি ঠিক বলেছেন ৷ বতমান জোগেব় ছেলে মেয়ে অতি আবেগ প্রোত যে
কোনো বিষয়ে আবেগ প্রোত হয়ে যায়৷ এটি একটি বড় সমস্যা৷বিষয়টি অনেক সুন্দব় ছিল৷ ধন্যবাদ ভাই
গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আবেগ থাকা ভাল কিন্তু অতি আবেগ ভাল না। পিতা-মাতাদের এ ব্যাপারে দৃষ্টি রাখার জরুরী বাচ্চারা কোথায় কি করছে।
একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অনেক সুন্দর লিখেছেন ভাই।অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
কথাটা সত্য তবে যারা বোকা তারাই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে।
আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।