করোনা ছাড়বে না আমাদের পিছু

করোনা ছাড়বে না আমাদের পিছু

IMG_20210821_192548.jpg

কিছুদিন আগে, করোনা মহামারীর কারণে পুরো দেশ লকডাউনে ছিল। কিন্তু হঠাৎ করে লকডাউন খোলার ফলে সারা দেশে ট্রাফিক জ্যাম এবং ট্রাফিক জ্যাম বৃদ্ধি পেয়েছে, যা আরও করোনা সংক্রমণের দিকে নিয়ে যেতে পারে। যাইহোক, বাংলাদেশের মানুষের মধ্যে করোনা নিয়ে খুব একটা ভয় নেই। কিন্তু এটা এত ভয়ঙ্কর যে মানুষকে বোঝানো কঠিন। যে কারণে সারা দেশের মানুষ বারবার লকডাউন তুলে নেওয়ার কথা বলছে। আজ বিকেলে বগুড়া সাতমাথা ছবির সামনে। এখানে মানুষ সাহসী এবং জনগণ নির্ভয়ে চলাফেরা করছে। এখানে আসলে করোনা বলে কিছু নেই কিন্তু করোনা মহামারী দিন দিন বেড়েই চলেছে এই অসচেতন মানুষ এবং মানুষের কার্যকলাপের কারণে। করোনা মহামারী নির্মূল করতে আমাদের সচেতনতা বাড়াতে হবে। করোনা মহামারী নিয়ন্ত্রণ করা সরকারের একার পক্ষে সম্ভব নয়।

বাঙালি জাতি হিসেবে আমরা সত্যিই লজ্জিত। কারণ আমরা পেটের জন্য সবকিছু করতে পারি এমনকি মারাও যেতে পারি, এটা আমাদের জন্য লজ্জার। আমাদের মধ্যে সচেতনতা বলে কিছু নেই। যেখানে আজ পৃথিবীর সমস্ত স্থবির আন্দোলন থেমে গেছে, সেখানে আমরা বাঙ্গালী জাতি কোন খবর রাখি না কিন্তু প্রতিবাদ করি এবং সরকারকে বারবার অপমান করি। যাইহোক, সর্বোপরি একটি জিনিস , আমরাবাঙালি জাতি হিসেবে লজ্জিত, আমাদের সচেতনতা বলতে কিছুই নেই।আমাদের মধ্যে যে শিক্ষা, এই শিক্ষার কোন মূল্য নেই। আমরা যদি না বোঝার ভান করি, তাহলে যেমন সাফল্য নেই, তেমনি আমাদের শিক্ষা নিয়েও কোনো সাফল্য নেই। কারণ আমরা শিক্ষিত মানুষরাই দরিদ্র মানুষকে ঠকাই

Sort:  
 3 years ago 

অবশ্যই এটা হবার একটা সম্ভাবনা আছে যে করোনা পুরোপুরি যাবে না, থেকেই যাবে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলা ছাড়া কোন উপায় নাই। কিন্তু বাংলাদেশীরা আসলেই এব্যাপারে অসচেতন।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62904.22
ETH 2571.38
USDT 1.00
SBD 2.76