বন্ধুত্বের বন্ধন

FB_IMG_1632727519580.jpg

FB_IMG_1632727529108.jpg

বন্ধুত্বের সম্পর্ক গুলো মনের মিলের ভিত্তিতে গড়ে ওঠে। সবাই সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে পারে না। যাদের মন মানসিকতা এবং আচার-আচরণ সবদিক থেকে আপনার সঙ্গে মিলে যায় তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব গড়ে উঠবে। আর মনের মিল এর ভিত্তিতে গড়ে ওঠা বন্ধুত্ব গুলো আজীবন টিকে থাকে।

জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব পুরনো সম্পর্ক তৈরি হয়। এই বন্ধুত্ব গুলোর মধ্যে কিছু কিছু বন্ধুত্ব ক্ষণস্থায়ী, আবার কিছু কিছু বন্ধুত্ব সারা জীবন ধরে টিকে থাকে। যাদের সঙ্গে সারাজীবনের জন্য বন্ধুত্ব টিকে থাকে তাদের সঙ্গে জীবনের সবকিছু শেয়ার করা যায়। তারা বিপদ-আপদ, সুখে-দুখে সকল সময়ে আমাদের পাশে থাকে। আমাদের মনের কথাগুলো না বলতেই তারা বুঝে ফেলে। আমাদের যখন মন খারাপ থাকে তখন এরাই আমাদের মন ভালো করে দেয়। আবার যখন মন ভাল থাকে তখন এরা পাশে থাকে। অর্থাৎ হাসি-কান্না সুখ-দুঃখ সবসময়ের সঙ্গী হলো আমাদের দীর্ঘস্থায়ী বন্ধু গুলো, যারা কখনো ছেড়ে চলে যায় না । যেকোনো ধরনের আড্ডা, গল্প-গুজব, হাসি-ঠাট্টা, খুনসুটি এসব বন্ধু-বান্ধবদের ছাড়া জমে ওঠে না। সব বন্ধুদের সঙ্গে এমন কথাগুলো শেয়ার করা যায় তার পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করা যায় না।

FB_IMG_1632727543049.jpg

Sort:  
 3 years ago 

আপনার পোষ্টের সৌন্দর্য বাড়াতে আপনি কিছু মার্কডাউন করতে পারেন এবং পোষ্টের লোকেশন কোড ব্যাবহার করতে পারেন। আসলেই বন্ধুত্ব এমন একটা জিনিস যা আমরা যখন দুঃখ কষ্টে থাকি তখন আমাদের বন্ধুত্ব প্রয়োজন হয় তারাই হঠাৎ করে মন ভালো করে দেয় কোন বিপদে পড়লে তারা সহায়তা করে কিন্তু সবাই বন্ধু হতে পারে না। কিছু বন্ধু ক্ষণস্থায়ী অনেক ভালো কথা বলেছিলেন আমাদের নিজের মনের সাথে যদি আরেকজনের মনের মিল হয় তবে বন্ধুত্বটা তৈরি হয় না।আসলে বন্ধুত্ব এক জায়গায় থাকলে অনেক আড্ডা মজা দেওয়া যায় বিকাল টাইমটা অত্যন্ত সুন্দর কাটে খুবই ভালো লাগলো। আপনার বন্ধুত্বের অনেক গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছেন। বন্ধুত্ব জীবনের অংশ

 3 years ago 

সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং বন্ধুত্ব নিয়ে সুন্দর আলোচনা করেছেন।
পরবর্তীতে অবশ্যই w3w link দিতে ভুলেন না।

 3 years ago 

আপনার লেখাটি সম্পূর্ণ পড়েছি। আসলেই কথাগুলো গুরুত্বপূর্ণ। পৃথিবীর অন্যতম একটি সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের বন্ধন।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23