শিক্ষার মাঝে শায়িত অশিক্ষা

IMG20210811143913.jpg

পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের দুইটি কাছে। শিক্ষা ও অশিক্ষা। পৃথিবীটা এখন এই দুই জিনিসের উপরে ভাসছে।পৃথিবীটা এখন এমন হয়েগেছে যে কোথাও স্থল খুঁজে পাওয়া যায় না। যেদিকে তাকাবেন জল আর জল। এখানে জল দিয়ে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে চারিদিকে খারাপ জিনিসে ভরপুর, স্বার্থপরতায় ভরপুর ভরপুর ও বিবেকহীনতায় ছাওয়া কাটার গাছ।

আজকে আমি দুইটি বিষয় নিয়ে কথা বলবো

১. শিক্ষাঃ
মানুষকে সৃষ্টি করার পরে খোদাতালা শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন।মানুষকে সৃষ্টি করার পরে খোদাতালা যদি শিক্ষার ব্যবস্থা নাই করতো তাহলে মানুষ আর পশুর মাঝে কোন তফাত থাকতো না। শিক্ষার মাঝে যে বিষয়গুলো নিহত আছে যেমনঃ বিবেক, অন্যকে কষ্ট না দেওয়া, বিপদে মানুষের পাশে দারানো, অন্যের জন্য শুভ কামনা করা ইত্যাদি। যদি একজন ভালো মানুষের সংজ্ঞা দিতে চাই তাহলে এককথায় সঙ্গা হয়ে যায়, তার বিবেক-বুদ্ধি প্রখর সে কখনো বিবেকহীন কাজ করে না।

২. অশিক্ষাঃ
শিক্ষা হীন মানুষ এবং পশুর মাঝে কোন তফাৎ থাকে না।অশিক্ষিত মানুষদের কিছু বিশেষ গুণ আছে তারা না বুঝাই কিছু কথা বলে।তাদের মাঝে বিবেকের ছিটেফোঁটা থাকে না এবং তারা সব কথায় সব জায়গায় জিততে চায়।অশিক্ষিত মানুষের প্রধান কাজ হচ্ছে মিথ্যা কথা বলা অর্থাৎ আর বেশি কথা বলতে ভালোবাসে।জীবনে পশুত্ব নিয়ে বেঁচে থাকার চেয়ে একাকীত্ব ভাবে একটি ঘরে আবদ্ধ হয়ে থাকা সবচেয়ে বেশি উত্তম বলে আমি মনে করি।

**শিক্ষিত- অশিক্ষিত দুই শ্রেনীর মানুষ সমাজে বসবাস করেন আপনি কাদেরকে বেশি প্রাধান্য দিবেন?সত্যি কথা বলতে শিক্ষিতদের বেশি প্রশ্রয় দিলে তারা সমাজকে নষ্ট করে দিতে কিঞ্চিত পরিমানও ভাববে না। কারণ তাদের হাতে সমাজকে গড়া এবং ভাঙ্গার হাতিয়ার আছে তাই সহমত না দিয়ে নিজের মতামত যাচাই করার ক্ষমতা বাড়াতে হবে।সমাজ কারো হাতে তুলে দিয়েন না। নিজের কাছে রাখেন নিজের মতামত দিতে শিখুন তাহলে সমাজ অনেক ভালো থাকবে।

Sort:  
 3 years ago 

শেষের দিকের কথা গুলো খুবই যুক্তি সঙ্গত ছিল ।

আপনাকে ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43