প্রাণের বগুড়া শহর

received_284129346914110.jpeg

received_376757167269284.jpeg

বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হল বগুড়া। শুধু প্রাণকেন্দ্র বললে ভুল হবে, উত্তরবঙ্গের প্রবেশপথও বগুড়া শহর। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের মুখরিত হয়ে ওঠে প্রাণের এই বগুড়া শহর। বগুড়া শহরে রয়েছে ঐতিহাসিক স্থান এবং ঐতিহ্যবাহী কিছু খাবার। যে সকল উপাদান গুলোর জন্য বগুড়াকে সবাই চিনতে পেরেছে।

বগুড়ার সবচেয়ে ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ স্থান হল মহাস্থানগড়। এটি বগুড়াকে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। বিশ্বের অনেক প্রান্ত থেকে লোকজন ঘুরতে আসে মহাস্থানগড় দেখার জন্য। এর গুরুত্ব বিবেচনায় এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষিত হয়েছে। এর পূর্ব নাম ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। বগুড়ায় রয়েছে ঐতিহাসিক সাতমাথা। এই সাতমাথায় সাতটি রাস্তা একত্রে এসে যুক্ত হয়েছে। ঐতিহাসিক স্থান ছাড়াও কিছু কিছু দর্শনীয় স্থান রয়েছে প্রাণের এই শহরে। মম-ইন, নাচ গার্ডেন, পৌর পার্ক, ইকোপার্ক সহ আরো অনেক রকম দর্শনীয় স্থান রয়েছে এই বগুড়ায়। আর বগুড়ার কিছু কিছু খাবার পুরো দেশব্যাপী প্রচলন রয়েছে। দই তার মধ্যে অন্যতম। বগুড়ার দই সবাই এক নামে চেনে। এছাড়াও এশিয়ার মিষ্টি, কোয়ালিটির বিরিয়ানি, চুন্নুর চাপ, মহাস্থানগড়ের কটকটি ইত্যাদি খাবারেরও বেশ জনপ্রিয়তা রয়েছে। সারা বাংলাদেশের মধ্যে শিক্ষা ব্যবস্থায় রাজশাহী বোর্ডের অবস্থান শীর্ষে। রাজশাহী বোর্ড শিক্ষা দীক্ষায় এত উন্নত হওয়ার পেছনে যে শহরের সবচেয়ে ভূমিকা রয়েছে তা হলো এই বগুড়া শহর। বগুড়ায় স্কুল কলেজের অভাব। অনেক বিভাগীয় শহরের সঙ্গে শিক্ষা-দীক্ষায় টক্কর দেয়ার মত ক্ষমতা রাখে বগুড়া জেলা। বগুড়ার লোকজনও খুব আন্তরিক।

প্রাণের এই শহরে থাকতে বড্ড ইচ্ছা করে। এই শহর ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছা করে না। এই শহরের আবহাওয়া, শহরের প্রকৃতি সবাই যেন আপন করে নিয়েছে আমার এই আমি সত্ত্বাটিকে।

received_663287527969665.jpeg

received_2940381636177623.jpeg

Sort:  

আপনি আপনার পোস্টে বগুড়া শহরের অনেক তথ্য উপস্থাপন করেছেন।আপনার বগুড়া শহরের অনেক গুলো দর্শনীয় স্থান রয়েছে।দর্শনীয় স্থান গুলো সম্পর্কে জানতে পারলাম।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনারা বগুড়া শহর অঞ্চলটি সত্যি অনেক সুন্দর । অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপনা তুলে ধরেছেন। আপনি আপনার পোষ্টের সৌন্দর্য বাড়াতে আপনি মার্কডাউন একটু ভালোভাবে ব্যবহার করতে পারেন। পিকচারের নিচে লোকেশন কোড ব্যবহার করবেন

 3 years ago 

আপনি আপনার শহর সম্পর্কে খুব সুন্দর একটি পোস্ট করেছেন খুব সুন্দর ভাবে আপনার শহরের বর্ণনা করেছেন আপনার শহরের সবচেয়ে বিখ্যাত খাবার দই।

 3 years ago 

আপনি বগুরা নিয়ে বেশ ভালো লিখেছেন।বগুরার দই দেশের নাম করা।এছাড়াও বগুরা শহর আমার খুব ভালো লাগে আমি ২০১৯ সালে সেখানে এক বার গিয়েছিলাম।ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপন করেছেন।

 3 years ago 

শুনেছি বগুড়া শহরটা অনেক সুন্দর। বাংলাদেশের অন‍্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিমের বাড়ি এই বগুড়া। এবং মহাস্থানগড় তো খুবই জনপ্রিয় জায়গা। বৃষ্টির মধ্যে ছবিটি খুব ভালো হয়েছে।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65885.06
ETH 3440.60
USDT 1.00
SBD 2.65