সময়কে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করা যায়? ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

images (23).png
সূত্র

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রিয় আমার বাংলা ব্লগ এর বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই জানেন ২৪ ঘন্টার একটি দিন এই পৃথিবীর সকল মানুষের জন্য, কিন্তু কিছু মানুষ কেন অন্য সবাইকে ছাড়িয়ে পৃথিবীর বুকে নিজেকে গড়ে তুলতে পেরেছে অনন্য আর বাকি সবাই কেন অনন্য হতে পারেনি?

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আজ আমরা এই পোস্ট এর মাধ্যমে এই বিষয়ে জানবো ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

সময় :

এই জিনিসটা আমাদের প্রতিটি মানুষের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পারলাম না নিজেকে যখন প্রশ্ন করি কেন? তখন আমরা বলি সময় ছিলো না।

আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পরলাম না !

কেনো?


সময় কম ছিলো তাই পড়তে পারিনি !

কিন্তু এই সময়ের ধারনাটা কিন্তু একেক জনের মাথায় একেক রকম।

যেমন :

কেউ সকালে একটা কাজ করে ফলে দুপুরে সে অন্য কোনো কাজ করতে পারে না। আবার এমনও মানুষ আছে যারা কিনা প্রতি ৫ মিনিট পর পর আলাদা আলাদা কাজ করে। ১১:২৫ এ একটা কাজ দেয় ১১:৩০ এ একটা মিটিং দেয় আবার ১১:৩৫ এ একটা কল দেয় ১১:৪০ এ দেখা যায় সে অন্য একটি কাজ করছে।

তো যে সময়টাকে সে বেশি মূল্যায়ন দেয় সে কিন্তু সে বিষয়টাকে সবচেয়ে বেশি নিজের কন্ট্রোলে রাখতে পারে।

তো আমিও বেশ কিছদিন ধরে আমার সময়কে কিভাবে কাজে লাগাতে পারি সে চিন্তা করতেছি

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তো আমি সময় নিয়ে অনেক ব্লগ পড়লাম ভিডিও দেখলাম তো একটা জিনিস কমন ছিল সবগুলো ব্লগে সবগুলো ভিডিওতে সে টেকনিকটা আমি আজকে জানাতে যাচ্ছি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমাদের একটি নোটবুক দরকার এবং এই নোটবুকে পরের দিনের যে কাজগুলো আছে লিখে রাখতে হবে ১,২,৩, ৪ । অনেকে বলবে লিখে রাখার কি দরকার আমার মাথায় তো আছে! "না" লিখে রাখতে হবে কারণ লিখে রাখলেই একটা সুবিধা আছে ।আমরা সবাই আমাদের ব্রেইনকে বেশি চাপ দেই আমরা ভাবি যে আমাদের ব্রেইনে এগুলা থাকবে আসলে কিন্তু মনে থাকে না সবাই স্যারের লেকচার বা ম্যাডামের লেকচার শোনার সময় মনে হয় আচ্ছা এটা তো মনে থাকবে নোটে লেখার কি দরকার আছে কিন্তু একটা সময়ে পরীক্ষার আগে মনে আসে যে কি লেখা যাবে তো এর থেকে বোঝা যায় আসলে কিছুই মনে থাকেনা তো মনে রাখবেন সবসময় লিখে রাখা টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় । কখন কোনটা করতে হয় লিখে রাখলে কয়েকটা বেনিফিট আছে।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

০১. সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের সবগুলো কাজ আমাদের চোখের সামনে ভাসবে আজকে আমাদের দিনটা কেমন হবে সহজেই বোঝে যাচ্ছি ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

০২. আমাদের যখনই একটা কাজ শেষ হয় আমরা কাজটা কিন্তু কেটে ফেলবো কাজ একটা করার পর কেটে ফেলা হয় এটা যে কি একটা আনন্দ পাওয়া যায় এটা আসলে বলে বোঝানো মুশকিল । অনেক সময় আমি একটা কাজ লিখতে ভুলে গিয়েছিলাম তারপরও আমি করার আগে কাজটা আমি লিখি লিখেই আবার কলম দিয়ে কেটে দেই !

কেনো?

কাটার যেই আনন্দটা আছে বা সেটিস্পেকশন টা আছে সেটা পরবর্তী কাজের জন্য ইন্সপায়ার্ড করে ।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

০৩. আমি মনে করি এটা আমাদের সবার হয় আমাদের অনেক সময় আমাদের মাথায় বিভিন্ন আইডিয়া থাকে বা একটা প্রজেক্ট করার চিন্তা আসে বা একটা প্রপোজাল থাকে তবে সেটা আমাদের করা হয় না, অনেকদিন পর আমরা বুঝতে পারি তিন বছর আগে আমার একটা আইডিয়া ছিলো তবে সেটা করা হয়নি ! কিন্তু এখন তোমার একটা কাজ লিখা থাকলে তুমি আজকে কাজটা করলা না তুমি দেখতে পাচ্ছো যে কাজটা করা হয়নি পরবর্তী দিনের নোটে কাজটা চলে যায়। পরবর্তী দিনে করা না হলে দেখতে পাচ্ছো পরবর্তী নোটবুকে লিস্টে চলে যায় তো এভাবে ১০ দিন কাজটি করলে না কিন্তু দেখা যায় ১১ দিনের মাথায় তোমাকে রিমাইন্ডার করছে যে তোমার তো কাজটা করার ছিলো তুমি তো এখনো করোনি।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

তো এই যে রিমাইন্ডারটা এটা মূলত তোমাকে বার বার বলবে বা তোমাকে ইনস্পায়ার করবে কাজটা যেনো করা হয়ে থাকে।

তো তোমরা যারা এরকম আছো যারা একটা প্রজেক্ট বা আইডিয়া নিয়ে কাজ করবে বলে এখনো করোনি তারা এই টেকটনিকটা অনুসরণ করতে পারো ! রাতে নোটবুকে লিখে রাখো এবং রিমাইন্ডার অনুযায়ী কাজ করো এতে সয়মকে তুমি খুব সহজে কাজে লাগিয়ে তোমার সেই ১,২,৩,৪ বছরের কাজকে নিমিষেই শেষ করতে পারবে।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

@arafatyeasin

Sort:  
 3 years ago 

অসাধারণ ভাবে আলোচনা করেছেন আপনি। প্রতি ৫ মিনিটের উদাহরণ টা সেই ছিল। আসলে অল্প সময়ে অনেক কিছু করা যায় যদি সেটাকে আমরা গুছিয়ে নেই। অগুছালো কাজে সময় চলে যায় ঠিক কিন্তু লাভ হয় না তেমন। তাই সময়ের গুরুত্ব দিতে হবে সময় থাকতে। সময় ফুরিয়ে গেলে বুঝতে পারলেও লাভ হবে না।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

ব্যক্তিজীবনে মানুষের সবথেকে বড় সম্পদ হচ্ছে সময় ।এই সময়কে কাজে লাগিয়ে মানুষ সফলতা সর্বোচ্চ চূড়ায় উঠতে পারে আবার সময়ের অপব্যবহারের মাধ্যমে ধ্বংসের সর্বনিম্ন পর্যায়ে যেতে পারে ।আপনি সময় নিয়ে, সময় ব্যবহার নিয়ে ,সুন্দর ভাবে আমাদের মাঝে আলোচনা করেছেন। আমরা যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের জীবনে তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করব এবং সেই সফলতা থেকে আমাদের কেউ ফেরাতে পারবে না। কিন্তু আমরা সময়ের সঠিক ব্যবহার করি না । সময়ের কাজ সময়ে করা উচিত ।আমাদের সেই কাজ করি না যার ফলে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি, সমাজ পিছিয়ে যাচ্ছে, দেশ পিছিয়ে যাচ্ছে ।আমাদের সবার উচিত সময়ের সদ্ব্যবহার করা ।সুন্দর লিখেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সময়ের মূল্য নিয়ে সুন্দর একটি ব্লগ লিখেছেন ভাই। পৃথিবীর সব মানুষের জন্য একই সময় নির্ধারিত। কিন্তু এই নির্ধারিত সময়ে কেউ সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, আবার কেউবা বিফল হয়। এর প্রধান কারণ হলো সময়কে সঠিকভাবে কাজে লাগাতে না পারা। সব মিলে আপনার পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য ও শুভকামনা রইলো ভাই ।

 3 years ago 

আপনি কপিরাইট আইন লংঘন করেছেন । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

এটা প্রথম সতর্কবার্তা।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন:
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://ideainsides.com/tag/%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AF/

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59705.02
ETH 2619.44
USDT 1.00
SBD 2.39