ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ | |

in আমার বাংলা ব্লগ22 days ago

আসসালামুয়ালাইকুম / আদাব 🩵

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।তবে খুব বেশি ভালো নেই।

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে জনজীবনে দূর্ভোগ নেমে এসেছে। আমরা উপকূলীয় অঞ্চল থেকে অনেক দূরে বিধায় আমাদের জন মালের ক্ষতি হয় নি।তবে আমাদের চারপাশে বিভিন্ন গাছপালা বেঙেছে। যার ফলে কারেন্টের তার এবং লাইন বিভিন্ন জায়গায় ছিঁড়েছে।গত ২৬ শে মে রাতের ১০/১২ টার নাগাত আমাদের ময়মনসিংহ অঞ্চলে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে। ঝড়ের শক্তি খুব যে বেশি ছিল তা নয়।তবে সারাদিন সারারাত হালকা হালকা বৃষ্টি আর সাথে বাতাসের বেগ ছিল প্রবল।যার ফলে আমাদের অঞ্চলে জান মালের ক্ষতি না হলেও উপকূলীয় অঞ্চলে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে।


1000007035.jpg


1000007037.jpg



ছবিগুলো তুলেছিলাম ঝড় চলা কালীন।ছবি দেখলে বুজতেই পারবেন সেই দিন বাতাসের বেগ কেমন ছিল।বাতাসে গাছপালা নুয়ে পড়েছে।আমাদের দিকে খুব বেশি ক্ষতি হয় নি।তবে অনেক গাছ বেঙেছে।আমাদের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে কারেন্টের লাইনে ।বিভিন্ন গাছ কারেন্টের লাইনে বিভিন্ন গাছ / গাছের ডাল পরে তার ছিঁড়েছে, অনেক জায়গায় কারেন্টের খুঁটি ভেঙে গেছে।আমাদের আজকে নিয়ে তিনদিন হয়ে যাচ্ছে কারেন্ট নেই।যেইগুলো জায়গায় আগে আগে লাইন মেরামত করতে পারতেছে সেই জায়গাগুলোতে কারেন্ট সরবরাহ করছে।তবে আমাদের এলাকায় এখনো আসে নাই।

কারেন্ট না থাকায় সবচাইতে ঝামেলা হচ্ছে পানি সংকট।বর্তমানে গ্রামেও সব বাড়িতে সাবমারসেবল মোটর লাগানো।আগর মত আর এত চাপ কল নেই।যার ফলে যেই দুই একটা চাপ কল আছে সেই গুলোর উপরে খুব চাপ যাচ্ছে।দূর দূর থেকে পানি নিয়ে আসতে হচ্ছে।তবে আল্লাহর রহমতে আমাদের কারো জনের , বাড়িঘরের ক্ষতি হয় নাই।ঝড় একটান বলেতে গেলে প্রায় দুই দিন স্থায়ী ছিল।কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার চিন্তা করে নাই। মোবাইলে যা চার্জ ছিল তা ২৬ সে মে রাতেই শেষ হয়ে যায়।ঝড় থামলে ২৮ সে মে তারিখে সন্ধ্যায় মোবাইল চার্জ দিতে পারি।তাও অনেক দূর থেকে চার্জ দিয়ে নিয়ে আসতে হয়।

তবে উপকূলীয় এলাকাগুলোর অবস্থা খুব খারাপ।নদীর বাধ ভেঙে মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।খবরে আজকে দেখতে পেলাম কয়েক জায়গায় মানুষও মারা গেছে।তাদের খবরের কোন ব্যবস্থা নেই। মানুষের বাড়ি ঘরে পানি ডুকে সব শেষ করে দিয়েছে। সৃষ্টিকর্তা যেনো তাদের দুঃখ লাগব করে দেয় এবং এই দুর্বিষহ অবস্থায় যেনো তাদের জানমালের ক্ষতি না হয় এই দোয়া রইলো।

সবাই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা তাদের কষ্টটা কিছুটা লাঘব করে দেয়।সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন।

ধন্যবাদ সবাইকে 🩵

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64928.52
ETH 3525.30
USDT 1.00
SBD 2.36