লেভেল ২ হতে আমার অর্জন By - @arafat-hasan6

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আসসালামুয়ালাইকুম / আদাব 🩵

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যগণ ভালো আছেন ।আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আমি লেভেল ওয়ান হতে লেভেল টু তে উন্নীত হয়েছি।লেভেল টু এর ক্লাস শেষে গতদিন ভাইভা দিয়ে আজকে লিখিত পরীক্ষা দিতে এসেছি।লেভেল টু এর ক্লাসে কি কি শিখেছি তার উপর আজকের লিখিত পরীক্ষা দিতে এসেছি।

1000005586.jpg


• Posting key এর কাজ কি ?

  1. পোস্ট ও কমেন্ট করা।
  2. পোস্ট ও কমেন্ট এডিট করা।
  3. আপভোট ও ডাউনভোট দেয়া।
  4. কোন পোস্ট রিস্টিম (Resteem) করা।
  5. কাউকে ফলো ও আনফলো করা।
  6. কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা।

• Active key এর কাজ কি ?

  1. ট্রান্সফারের কাজে এক্টিভ কি ব্যবহৃত হয়।
    2.পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
  2. SBD Steem কনভার্সন।
  3. উইটনেস ভোট দেয়া।
  4. কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া।
  5. প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন ।
  6. নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

• Owner key এর কাজ কি ?

  1. উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করা যায়।
  2. একাউন্ট রিকভার করতে পারবেন।
  3. ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবেন।

• Memo key এর কাজ কি ?

  1. এনক্রিপ্ট করা মেসেজ পাঠানো ।
  2. কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে মেমো কি ব্যবহৃত হয়।

• Master password এর কাজ কি ?

= মাস্টার পাসওয়ার্ড হচ্ছে অ্যাকাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী যেটি আপনি একাউন্ট খোলার সময় পেয়ে থাকেন অথবা আপনি নিজে জেনারেট করে থাকেন।মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। একাউন্ট রিকভার করতে মাস্টার পাসওয়ার্ড ব্যবহৃত হয়।

• Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

= মাস্টার পাসওয়ার্ড হচ্ছে সবগুলো পাসওয়ার্ডের মাঝে সব চাইতে সেন্সিটিভ পাসওয়ার্ড।এই পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণের জন্য মূলত এমন জায়গায় রাখতে হবে যেন কেউ সেই পাসওয়ার্ড চুরি করতে অথবা অন্য কেউ সে পাসওয়ার্ড নিতে না পারে। আমরা এর জন্য পাওয়ার্ডের পিডিএফটি প্রিন্ট করে নিজের কাছে নিজের গুরুত্বপূর্ণ কাগজের সাথে রাখতে পারি। আবার আমি যেই ইমেইল দিয়ে এ্যাকাউন্ট খুলেছি সেটি যদি ২ স্টেপ ভেরিফিকেশন করা থাকলে সেই মেইলের ড্রাইভে সেভ করে রেখে দিতে পারি। কোনো অপরিচিত লিংকে কখনো ক্লিক করব না।মুলত মাস্টার পাসওয়ার্ড যাতে চুরি না হয়ে যায় সেই জন্য সবরকম সতর্কতা অবলম্বন করতে হবে।

• পাওয়ার আপ কেন জরুরী?

= নিজের ওয়ালেটে বেশি স্টিম পাওয়ার (SP) থাকলে ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার যায়। মুলত নিজের উন্নতির জন্য বেশি পরিমাণ রিওয়ার্ড পাওয়ার জন্য পাওয়ার আপ জরূরী।

• পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

= ওয়ালেট এক্টিভ কি দিয়ে লগইন করলে ওয়ালেটের অবস্থা দেখা যাবে।Steem ব্যালেন্স এর পাশে ড্রপ ডাউন ম্যানুতে ক্লিক করলে কিছু অপশন দেখা যায় সেখানে পাওয়ার আপ বাটন আছে।সেখান থেকে পাওয়ার আপ অপশনে ক্লিক করলে একটি অপশন আসবে।
সেখানে কত স্টিম পাওয়ার আপ করবো সেই এমাউন্ট দিয়ে পাওয়ার আপ অপশনে ক্লিক করলে পাওয়ার আপ হয়ে যাবে।

• সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

= ৩ দিন।

• মেমো ফিল্ড এর কাজ কি?

= যখন কারো কাছে কোন স্টিম পাঠানো হয় তখন স্টিমের এমাউন্ট লেখার নিচে একটা মেমো নামের পর খালি ঘর থাকে যেখানে কী জন্য স্টিম পাঠিয়েছেন তা লিখা হয়।

• ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

= ৫ দিন পর ।

• ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

= ৩০০ এস.পি লিখতে হবে ।

সকলে ভালো থাকবেন।সবাই সবার জন্য দোয়া করবেন।সকলের জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ সবাইকে 🩵


Posted using SteemPro Mobile</center

Sort:  
 2 months ago 

আপনার অর্জন দেখে খুশি লাগলো। আশা করি সব নিয়ম ঠিকভাবে মেনে আরো এগিয়ে চলবেন। ধন্যবাদ।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।আপনাদের কমেন্ট আমার মত নতুন ব্লগারদের অনেক উৎসাহ যোগায়।দোয়া করবেন যেন খুব দ্রুত নিজে একজন ভেরিফাইড হতে পারি।আপনার জন্য শুভকামনা রইলো।

 2 months ago 

লেভেল দুই একজন স্টিমিট ব্লগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। লেভেল দুই এর মধ্যে স্টিমিট একাউন্টের সকল ধরনের নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়। আপনি আজকে লেভেল দুই এর লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি দুই এর সকল বিষয় বস্তু সমূহ খুবই সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। আসলে ক্লাসের মধ্যে মনযোগ সহকারে ক্লাস করলে এই বিষয় গুলো একটু সহজ মনে হয়।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার এবং এত সুন্দর কমেন্ট করার জন্য।আপনদের কমেন্টই আমাদের মত নতুন ব্লগারদের আরো উৎসাহ যোগায়। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 months ago 

• ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

এই প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে। ঠিক করে দিন

 2 months ago 

আচ্ছা দাদা

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57258.35
ETH 3065.68
USDT 1.00
SBD 2.33