বৃষ্টির আগমনে পরিবেশে স্নিগ্ধতা ফিরে এসেছে | |

in আমার বাংলা ব্লগ4 months ago (edited)

আসসালামুয়ালাইকুম / আদাব 🩵

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যরা ভালো আছেন ।আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছি।
টানা কিছুদিনের তীব্র তাপদাহের ফলে মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছিল। মানুষের খুব কষ্ট হয়েছে অনেকে ভীষন অসুস্থ্য হয়ে পড়েছিল। তবে সৃষ্টিকর্তার আশীর্বাদে বৃষ্টি শুরু হয়ে গেছে।মানুষ এই বৃষ্টিকে খুব উপভোগ করছে।সাথে সাথে জনজীবনে আবার সেই চাঞ্চল্যতা ফিরে এসেছে।বৃষ্টির এক ফুটা মানুষকে কত যে আনন্দ দেয় অনেকে হয়ত এই বিষয়টা এইবার এই তীব্র গরমের কারণে বুঝতে পেরেছে। আমাদের এইদিকে গতকাল রাতে বৃষ্টি হয়েছে।বেশ ভারী বৃষ্টিই হয়েছিল।রাস্তায় হালকা পানিও জমে গেছিল।তবে এতে মানুষজন মুটেও বিরক্ত হয়নি,বেশ খুশিই হয়েছে।





ছবিটি গতকাল রাতে বৃষ্টি আসার পূর্বে তুলেছিলাম আমার বাসার বারান্দা থেকে।আকাশ কালো মেঘে ঢেকে গেছিল প্রায়।তারপরই নামে ঝুম বৃষ্টি।বৃষ্টির সাথে কিছুক্ষণ শিল ও পড়েছিল।তবে পরিমাণে কমই ছিল।আসলে শিলাবৃষ্টি মানুষ ও প্রকৃতি সবার জন্যই ক্ষতিকর।মানুষের ঘরবাড়ি জানমালের সাথে প্রকৃতির ও অনেক ক্ষতি হয়।
তবে এখন বিশেষ করে আজকের আবহাওয়া যা ছিল অসম্ভব সুন্দর।সকাল থেকেই রোদ কম ছিল,সাথে ছিল হালকা হালকা বাতাস।আমি দুপুরের দিকে ভার্সিটিতে যেয়ে দেখি ভীষণ বাতাস চালাচ্ছে।আমার ছয় নাম্বার ফ্লোরে ক্লাস ছিল।সেখানে দুপুরের পরে বাতাসের দাপটে মনে হচ্ছিলো বাতাস আমাদের তার সাথে সাথে নিয়ে চলে যাবে।আর আমার ভার্সিটির চারদিকে বেশ খালি জায়গা আছে।তাই বাতাস আরো বেশি আসে ক্যাম্পাসে। ক্যাম্পাসের চারদিকে বেশ অনেক গাছ আর ফুলগাছ আছে।এই বৃষ্টির কারণে বিশেষকরে কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো ফুটে গাছ ভরে আছে।এত সুন্দর লাগছিল আজকে গাছগুলোকে।তাই ক্যাম্পাসের আজকের সৌন্দর্যের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।

1000005111.jpg



Device - Pixel 7 pro
সবাই আজকে এত সুন্দর আবহাওয়া পেয়ে মাঠে খেলতে নেমে গেছে অনেকে।আমাদের ক্যাম্পাসের মাঠটাও বেশ বড় এবং সুন্দর। নয়ত বেশ কয়েকদিন যে গরম গেছে মাঠে মানুষ খুঁজে পাওয়া ছিল বিরল ব্যাপার।কিন্তু আজকে সবাই আনন্দের সাথে খেলতে নেমে গিয়েছে মাঠে।আমার ক্লাস বিকাল ৪.৩০ এ শেষ হয়েছিল।তাই খেলার সময় পাই নাই।তবে আমাদের যাদের ক্লাস ছিল সবারই ইচ্ছে ছিল আজকে খেলার।বৃষ্টির আগমনে যেন মানুষের সাথে সাথে প্রকৃতিও আপন খেলায় মেতে উঠেছে।গাছগুলো ফুলে ফুলে ভরে উঠছে।গাছের পাতাগুলো যেন বৃষ্টি পেয়ে আরো সজীব হয়ে গাঢ় সবুজ রং ধারণ করছে।দেখতে বেশ সুন্দরীই লাগছিল আজকের প্রকৃতির রূপ।বলা যায় যে বৃষ্টির আগমনে পরিবেশে স্নিগ্ধতা ফিরে এসেছে।
সবাই ভালো থাকবেন।সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে।আমি একজন নতুন ব্লগার তাই যতটুকু পেরেছি নিজেরমত করে সাজিয়ে লেখার চেষ্টা করেছি।আশা করি পোস্টটি সবার ভালো লাগবে।সবার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ সবাইকে 🩵

Sort:  
 4 months ago 

ঠিক বলেছেন আপনি, গত কয়েকদিন ধরে যে পরিমাণের তাপদাহ চলছিল, এতে করে জনজীবন অবস্থায় খারাপ হয়ে গিয়েছিল। তবে আপনার পোস্টে বিশেষ করে কমা এবং দাড়ির অনেক সমস্যা রয়েছে, এগুলো ঠিক করে নেবেন। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

নিশ্চয় আপু।আপনকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।আমি আসলে বাংলায় খুব কমই লিখেছি তাই একটু সমস্যা হচ্ছে।তবে এখন থেকে আরও বেশি যত্নশীল হবো নিজের লেখার প্রতি।আপনার জন্য শুভকামনা রইলো।

 4 months ago 

আপনার লেখায় বৃষ্টির পরের পরিবেশের সুন্দর বর্ণনা ও ছবিগুলো অসাধারণ লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি ব্লগ লেখার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ার এবং কমেন্ট করার জন্য। দোয়া করবেন যেন আরো বেশি বেশি পোস্ট আপনাদের উপহার দিতে পারি।আপনার জন্য শুভকামনা রইলো।ভালো থাকবেন।

 4 months ago 

প্রচন্ড গরমের কারণে মানুষ অতিষ্ঠ ছিল তাই শান্তিতে নিজের কাজ বা খেলাধুলা করতে পারত না। তবে শীতল এই বাতাসের কারণে আজকে শান্তিতে অনেকেই অনেক কিছু করতে পারছে। এদিকে খেলাধুলায় একপ্রকার স্বস্তি ফিরে পেয়েছে। বেশি ভালো লাগলো আপনার সুন্দর এই ব্লগ দেখে।

 4 months ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার এবং কমেন্ট করার জন্য। জ্বি বৃষ্টিতে মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।সবাই এতে বেশ আনন্দিত হয়েছে।
আপনার জন্য শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58836.39
ETH 2494.30
USDT 1.00
SBD 2.44