"TFC Chess Tournament-2023" প্রথম রাউন্ডে আমার এবং সাইফুল ভাইয়ের মধ্যকার ম্যাচের রিভিউ
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ০৭ ই জুন, বুধবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগেই আমাদের শ্রদ্ধেয় দাদার Tron Fan Club কমিউনিটি থেকে একটি পোস্ট করা হয় দাবা খেলার টুর্নামেন্টের আয়োজন করা নিয়ে। দাবা খেলার এরকম সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমাদের শ্রদ্ধেয় বড় দাদা এবং ছোট দাদা সহ Tron Fan Club এর সকল মোডারেটরদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গত মাসের জুনের ২৫ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টে অংশগ্রহণের শেষ তারিখ ছিলো। আমিও এই দাবার টুর্নামেন্টে খেলার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। আমাদের শ্রদ্ধেয় বড় দাদা সহ এই টুর্নামেন্টে মোট ১৬ জন অংশগ্রহণ করেছিলেন। আমাদের শ্রদ্ধেয় বড়-দাদার অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগছিল নিজের কাছে।
দাবা খেলার টুর্নামেন্ট বিষয়ক পোস্টটি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম কারন আমি ছোটবেলা থেকেই দাবা খেলা খুবই পছন্দ করি। আর আমার দাবা খেলাটার হাতেখড়ি আমার বাবার কাছ থেকে। ছোটবেলায় যখন আমার বাবা বাড়িতে অন্যদের সাথে দাবা খেলতো তাদের দাবা খেলা দেখেই মূলত আমার আস্তে আস্তে দাবা খেলাটা শেখা। এজন্য দাবা খেলাটা কতটা ছোট থেকে শিখেছি এটা আমি নিজেও জানিনা।
আমাদের Tron Fan Club এর শ্রদ্ধেয় মডারেটর লাবিব ভাই দাবা টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে। সূচিতে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড এবং ফাইনাল রাউন্ড রাখা হয়। ১৬ জন অংশগ্রহণকারী হওয়ায় সূচিটি বেশ সুন্দর হয়েছিল। এই টুর্নামেন্টের দাবা খেলাটি ছিল একজন বনাম একজন। দাবার টুর্নামেন্টের এই পুরো সূচি ছিলো নকআউট সিস্টেম। যে ব্যক্তি একটি ম্যাচ হারবে সে ব্যক্তি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তাই এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনেক জনপ্রিয়।
আমাদের দাবার এই টুর্নামেন্ট টি সম্পূর্ণ ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী খেলা হবে। রাজা ব্যতীত প্রতিটি গুটিতে আলাদা আলাদা করে পয়েন্ট থাকবে। কারণ ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী দাবা খেলা কখনো ড্র হলে, যে ব্যাক্তির পয়েন্ট সবথেকে বেশি থাকবে সেই বিজয়ী বলে গণ্য হবে। আমাদের এই টুর্নামেন্টের সকল ম্যাচগুলো পরিচালিত হবে Tron Fan Club এর ডিসকোড চ্যানেলে।
আমাদের এই দাবা টুর্নামেন্টটি শুরু হয়েছিল এই মাসের ৫ তারিখ থেকে। এই মাসের ৫ তারিখে প্রথম ম্যাচ খেলা হলেও দ্বিতীয় ম্যাচ বিদ্যুতের সমস্যার কারণে পোস্টপেন্ড করা হয়েছে। গতকালকেও দুটি ম্যাচ ছিলো, আমার এবং Tron Fan. Club এর শ্রদ্ধেয় মডারেটর সাইফুল ভাইয়ের ম্যাচটি ছিল রাত সাড়ে দশটার দিকে। সাইফুল ভাই যেহেতু অনেক ভালো মানের একজন দাবা খেলোয়াড় তাই তার সাথে খেলতে আমার একটু ভয় কাজ করছিল। জীবনে কখনো এরকম টুর্নামেন্টে আমি দাবা খেলিনি।
মনের ভিতর আলাদা রকম ভয় কাজ করলেও নিজের প্রতি আত্মবিশ্বাসী ছিলাম। এই টুর্নামেন্টে খেলার জন্য উদগ্রীব হয়ে ছিলাম কয়েকদিন ধরে। কালকে খেলা শুরু হওয়ার ১০ মিনিট আগেই নিয়ম অনুযায়ী আমি Tron Fan Club এর ডিসকোড চ্যানেলে যুক্ত হয়েছিলাম। তারপর সাইফুল ভাই, লাবিব ভাই, সাগর ভাই আরো অনেকেই ডিসকোড চ্যানেলে যুক্ত হয়।
তারপর সবার উপস্থিতিতে খেলাটা শুরু করা হয়। দাবা খেলা শুরুটা আমরা দুজনেই বেশ ভালোভাবেই করি। দুজনেই সমপর্যায়ে ৩০ মিনিট মত খেলার পরে discode এর একটি সমস্যার কারণে খেলা প্রায় ৪৫ মিনিট মতো অফ থাকে। উপরের এই ছবিটি আমার ফোনের স্ক্রিনশট থেকে নিয়েছিলাম এই পর্যায়ে এসে এই খেলাটি বন্ধ হয়ে ছিলো ।
আসলে সমস্যাটা হচ্ছিল এই যে, সাইফুল ভাইয়ের রানী ওয়ান রাঙ্কের ডি ফিইলে ছিলো সেখান থেকে সাইফুল ভাই টু রাঙ্কের ডি ফাইলে চাল দিয়েছিল। কিন্তু আমাদের এখানে রানী ওয়ান রাঙ্কের ডি ফাইলেই শো করছিল। উপরের এই ছবিটা সাইফুল ভাইয়ের কম্পিউটারের স্ক্রিনশট। এখানে দেখা যাচ্ছে যে সাইফুল ভাইয়ের কম্পিউটারে রানীটি আগের অবস্থান থেকে মুভ করেছে। কিন্তু আমি এবং অন্য সকল মোডারেটরগণ রানীর এই মুখ করাটা দেখতে পাচ্ছিলাম না। আমরা এটা দেখছিলাম যে রানী আগের অবস্থানেই রয়েছে।
উপরের এই ছবিটি শ্রদ্ধেয় ভোটার সাগর ভাইয়ের কম্পিউটারের। সাগর ভাইয়ের কম্পিউটারেও
রানীটি আগের অবস্থানই ছিলো। সেটা এমন হয়ে গিয়েছিল যে এভাবে আর এই গেমটা পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। এই খেলাটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা দুজনেই যেখান থেকে আবার নতুন করে গেম খেলাটা দুজনের জন্যই কষ্টকর হয়ে যেত।তারপর সবার সিদ্ধান্তের ভিত্তিতে একই পজিশনে সকল গুটি রেখে নতুন করে আরো একটি গেম সাজানো হয়। তারপর আমাদের খেলাটা আবার চলতে থাকে।
আমাদের এই খেলাটা অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রায় তিন ঘন্টা পরে খেলাটি শেষ হয় কিন্তু ড্র হয় তখন রাত দেড়টা বাজে এবং ইন্টারন্যাশনাল দাবা খেলার নিয়ম অনুযায়ী পয়েন্টের ভিত্তিতে এই খেলাতে আমি জয়লাভ করি। আমি নিজে জয়লাভ করলেও সাইফুল ভাইয়ের প্রতি সম্মান দেখে বলতে চাই তিনি অনেক ভালো একজন খেলোয়ার। কারন আমি জীবনে কখনো এত ভালো খেলোয়াড়ের সম্মুখীন কোনদিন হয়নি। আর এতটা লং টাইম ধরে দাবা কখনো খেলিনি। তবে সাইফুল ভাই মতো দাবা খেলোয়াড়ের সাথে খেলতে পারাটা আসলে গৌরবের।
প্রথম রাউন্ডে জয়লাভ করতে পেরে বেশ ভালো লাগছিল। এখন পরের ধাপে দ্বিতীয় রাউন্ডে শ্রদ্ধেয় মডারেটর সাগর ভাইয়ের সাথে আমার খেলা আছে। এত ভালো ভালো খেলোয়াড়ের ভেতরে দ্বিতীয় রাউন্ড খেলতে পারাটা আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার। আরো বেশি মানুষ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলে খেলাটা আরো জমজমাট হতো। আর খেলায় দর্শকের সংখ্যা যত বেশি হবে খেলা তত বেশি মজা দেওয়া হবে। তাই আমি চাইবো পরবর্তী ম্যাচ থেকে যাতে আরো বেশি দর্শক হয়। আর সবাইকে অনুরোধ করবো দাবা খেলার টুর্নামেন্টের সকল ম্যাচগুলো দেখার জন্য। আর সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেনো দাবা টুর্নামেন্টটি সুন্দরভাবে শেষ করতে পারি।
পোস্টের ছবির বিবরন
স্ক্রিনশট | Tron Fun Club |
---|---|
ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
তারিখ | ৭ ই ও ৮ ই জুন |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon
আপনাদের ম্যাচ চলাকালীন আমি ঢুকেছিলাম একবার। কিন্তু কিছুই বুঝিনি। মানে আমি দাবা খেলা বুঝিনা। তবুও বাসে বসে অনেক্ষন দেখেছি। আপনি জিতেছেন জেনে ভালো লাগলো। শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই।
হ্যাঁ ভাই আসলে দাবা খেলা অনেকেই বোঝেনা। দাবা খেলা অনেক মজার একটি খেলা। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি দাবা টুর্নামেন্টে প্রথম রাউন্ড জিতেছেন সেজন্য। দাবা খেলা আমি মোটামুটি পারি। তবে তেমন ভালো খেলতে পারি না। যাইহোক আশা করি পরবর্তী রাউন্ড আরো বেশি জমজমাট হবে। চেষ্টা করবো পরবর্তী ম্যাচ গুলো দেখার জন্য। এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাই দোয়া রাখবেন যাতে একটু টুনামেন্টে ভালো কিছু করে দেখাতে পারি। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।