"শারদীয়া কনটেস্ট-১৪২৯"|| "বিজয়া দশমীর ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ - ২০ ই আশ্বিন ‌||১৪২৯ বঙ্গাব্দ||বুধবার

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর ফাউন্ডার , এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।

20221005_182320.jpg

আজকে আমি আপনাদের সামনে ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। "শারদীয়া কনটেস্ট-১৪২৯" এ আজকে আমার শেষ পোস্ট। বিজয়া দশমীর দিনে আমি কোথাও বেড়াতে যাই না কারন আমি গ্রামের পূজায়, আমার পরিবার এবং পাড়ার লোকজনের সাথে বিজয়া দশমী উপভোগ করি। তাহলে চলুন দেরি না করে আজকের বিজয়া দশমীর ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি।

ষষ্ঠীতে আগমন মাগো বিজয়াতে বিসর্জন।
ঘটকে আগমন মাগো নৌকাতে গমন।

সোনার কোমল ভাসাইয়া জলে,
মা বুঝি আজ কৈলাসেতে যায়।



20221005_153448.jpg

মন্দির থেকে বের করার আগে মা দুর্গার ফটোগ্রাফি।



20221005_153507.jpg

মা দুর্গার একক ফটোগ্রাফি।



20221005_153457.jpg

সেনাপতি কার্তিকের ফটোগ্রাফি।



20221005_153500.jpg

বিদ্যার দেবী মাতা সরস্বতীর ফটোগ্রাফি।



20221005_153503.jpg

মহিষাসুরের ফটোগ্রাফি।



20221005_153511.jpg

গণপতি গণেশের ফটোগ্রাফি।



20221005_153509.jpg

ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর ফটোগ্রাফি।



20221005_153515.jpg

মা দুর্গার বাহন সিংহের ফটোগ্রাফি



20221005_154105.jpg

20221005_154452.jpg

মা দুর্গাকে বিসর্জনের আগে মন্দির থেকে বের করার মুহূর্ত।



20221005_155852.jpg

20221005_155901.jpg

মা দুর্গাকে বাইরে নিয়ে সবাই মায়ের সামনে আনন্দ উল্লাসে মেতে রয়েছে।



20221005_161734.jpg

20221005_161737.jpg

জয় ডাক বাজিয়ে মায়ের সামনে আনন্দ উল্লাস।



20221005_180439.jpg

20221005_180445.jpg

বিসর্জন এর আগে মায়ের সামনে ধনুচ্ছি নিত্য।



20221005_180714.jpg

প্রথমে গণেশ এবং মা লক্ষ্মীর মূর্তিকে সাত পাক ঘুরিয়ে বিসর্জন।



20221005_181003.jpg

20221005_181536.jpg

বিদ্যার দেবী সরস্বতী এবং কার্তিকের মূর্তিকে সাত পাক ঘুরিয়ে বিসর্জন।



20221005_182315.jpg

20221005_182325.jpg

সবশেষে মা দুর্গার মূর্তিকে সাত পাক ঘুরিয়ে বিসর্জন।

মা দুর্গার বিসর্জন দিয়ে এবারের পূজা সমাপ্ত হলো। বিজয়ার দিনে যেমন আনন্দ হয় তেমন কষ্ট লাগে। কারণ একটি বছর মায়ের জন্য অপেক্ষা করতে হবে।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে আবার চলে আসবে মায়ের পূজা। আসছে বছর আবার হবে পূজা।



উপরোক্ত সকল ছবির বিবরণ:

ফটোগ্রাফার: @aongkon
ডিভাইস: samsung j7 pro
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
লোকেশন: মামদানিপুর সার্বজনীন দুর্গাপূজা মন্দির।
তারিখ: ২০ ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ, বুধবার ।



প্রিয় বন্ধুরা,
এখন এ পর্যন্তই আপনাদের সাথে আমার "শারদীয়া কনটেস্ট ১৪২৯"এ অংশগ্রহণের মাধ্যমে দুর্গাপুজোর বিজয়া দশমীর ফটোগ্রাফি শেয়ার করলাম। আমার বিজয়া দশমীর ফটোগ্রাফি ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোন ধরনের ভিন্ন পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



standard_Discord_Zip.gif

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64198.11
ETH 2759.09
USDT 1.00
SBD 2.66