You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৭

in আমার বাংলা ব্লগ4 months ago

অনুগল্প:
সময়টা ছিল ২০১৪ ফুটবল বিশ্বকাপ। আমাদের এলাকাতে কারেন্ট ছিল না তাই আমরা বিশ্বকাপের খেলা গুলো আমাদের পাশের গ্রামের বাজারে চায়ের দেকানে দেখতাম। ২০১৪ বিশ্বকাপের খেলা গুলো মধ্যে রাতে হতো। আমাদের পাড়া থেকে কয়েকজন ইয়াং ছেলে পেলে আরেকজন মধ্যবয়সী ব্যক্তি আমাদের সাথে রাতে খেলা দেখতে যেতো। সেদিনে ছিল পর্তুগাল আর জার্মানির মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আমরা সবাই চায়ের দোকানে বসে ফুটবল খেলা দেখছি হঠাৎ করে আকাশে মেঘ লেগে দমকা বাতাস শুরু হয়ে গেল আর কারেন্ট চলে গেল তাই আমাদের খেলা দেখা বন্ধ হয়ে গেল। তখন সবেমাত্র বাতাস শুরু হয়েছে তাই তাড়াতাড়ি করে সবাই মিলে জোর পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমরা মাঝ পথে আসতেই শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড় রাস্তার আশেপাশে কোন বাড়ি না থাকায় আমরা দিলাম দৌড় আর আমাদের ইয়াং জেনারেশনের সাথে সেই মধ্যবয়সী ব্যক্তি ও দৌড়াতে শুরু করলো। আমরা কালবৈশাখী ঝড়ের ভেতরেই বৃষ্টি নামার আগে শেষ পর্যন্ত বাড়ির কাছে এসে পৌছালাম। এসে দেখি আমাদের দলের সেই মধ্যবয়সী ব্যক্তিটি নেই। কারণ বয়স হয়ে যাওয়ার কারণে দৌড়ে পিছে পড়ে গেছে, কারণ ঝড়ের ভেতরে দৌড়ে সময় কারোরই পিছিয়ে তাকানোর কথা স্মরণে ছিল না। তারপর কিছুসময় আমরা অপেক্ষা করার পর মধ্যবয়সী ব্যাক্তিটি এসে হাজির হলো তখন তিনি এসে বলল যে, এই কারণেই ইয়াং জেনারেশনের সাথে কোথাও যেতে নেই, আমাদের আর এখন দৌড়ানোর বয়স নেই। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো কালবৈশাখী ঝড়ের ভেতরে দৌড়াতে দৌড়াতে আমার জীবন শেষ।😎 তারপরের দিন থেকে আমাদের সাথে আর ফুটবল বিশ্বকাপেরফুটবল বিশ্বকাপের খেলা দেখতে যেত না 😍

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44