"শুভ দীপাবলীতে শ্রীশ্রী শ্যামাকালী পূজায় ফটোগ্রাফি ও ঘুরাঘুরি"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ-২৪ই অক্টোবর,২০২২ খ্রিষ্টাব্দ,সোমবার

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর ফাউন্ডার , এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



শুভ দীপাবলীতে শ্রী শ্রী মাতা শ্যামাকালী পূজায় আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন।আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ব্লগিং শেয়ার করব। আজকে শুভ দীপাবলীতে শ্রী শ্রী মাতা শ্যামাকালী পূজাতে ফটোগ্রাফি ও ঘুরাঘুরি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে আমি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেই এবং আজ সকাল সাতটার দিকে আমার গন্তব্যে পৌঁছেছি। কিন্তু কালকে রাতে যখন থেকে বাসে উঠেছি তখন থেকেই খারাপ আবহওয়ার কারণে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল। আজ যেন বৃষ্টি আরো বেশি। আজকে সারাদিন বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারি নাই। কিন্তু পূজা দেখার প্রবল ইচ্ছার কারণে ঘুরে ঘুরে বৃষ্টির ভিতরে ভিজতে পিসিমনিদের বাসার পাশের একটি মন্দিরে গিয়ে শ্রী শ্রী মাতা শ্যামাকালীর দর্শন করেছি।

প্রণাম মন্ত্র-

‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা।

ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী
ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে, ওঁ ক্রীং কালিকয়ে নমো নমঃ।

প্রথম আলোকচিত্র

20221024_213907.jpg

শ্রী শ্রী মাতা শ্যামাকালীর প্রতিমা। শ্রী শ্রী মা শ্যামা কালীর ডান পাশে রয়েছে ডান যুগনী এবং বাম পাশে রয়েছে যুগনী।

দ্বিতীয় আলোকচিত্র

20221024_212810.jpg

মন্দিরের প্রান্তরে ঢুকতে গেটে এই ব্যানারটি ছিল।

তৃতীয় আলোকচিত্র

20221024_212718.jpg

শ্রী শ্রী মাতা শ্যামাকালীর কালীর মন্দিরের এক পাশ থেকে ছবিটি তুলেছি।

চতুর্থ আলোকচিত্র

20221024_213147.jpg

মন্দিরের পুরোহিত শ্রী শ্রী মাতা শ্যামা কালীর সাজানো এবং মন্দির সাজানোয় ব্যস্ত রয়েছে।

পঞ্চম আলোকচিত্র

20221024_213204.jpg

শ্রী শ্রী মাতা শ্যামা কালীর মন্দিরের সম্মুখ থেকে নেয়া আলোকচিত্র।

ষষ্ঠ আলোকচিত্র

20221024_213410.jpg

শ্রী শ্রী মাতা শ্যামা কালী মন্দিরের সামনে দানের জন্য একটি পাত্র রাখা হয়েছে। এই দানের পাত্রে আমার ছোট ভাই দ্বীপ আমার থেকে টাকা চেয়ে নিয়ে সেখানে দান করেছে। তার এই দান করা দেখে আমার খুবই ভালো লাগছিলো।

সপ্তম আলোকচিত্র

20221024_185500.jpg

মন্দিরের পুরোহিতগণ মায়ের সাজশয্যার কাজে ব্যস্ত রয়েছে।

অষ্টম আলোকচিত্র

20221024_185449.jpg

মন্দিরের দুই পাশে কাপড় দিয়ে সুন্দর করে এরকম ডিজাইন দেখে খুবই ভালো লাগছিল।

নবম আলোকচিত্র

20221024_191506.jpg

শ্রী শ্রী মাতা শ্যামা কালী পূজার জন্য অনেক উপকরণ এই জায়গায় রাখা হয়েছে।

দশম আলোকচিত্র

20221024_191437.jpg

শ্রী শ্রী মাতা শ্যামাকালীর পূজার জন্য অনেকগুলো বেলপাতা একসাথে করে রাখা হয়েছে।

একাদশ আলোকচিত্র

20221024_213739.jpg

শ্রীশ্রী মাতা শ্যামা কালী পূজার জন্য অনেকগুলো লাল শাপলা একসাথে করে রাখা হয়েছে। এই লাল শাপলা গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমার। এতটা সুন্দর লাল শাপলা আমি এর আগে কখনো দেখি নাই।

আজকে অতিরিক্ত বৃষ্টির কারণে একটি মন্দিরে পূজা দেখতে পেরেছি। আরো কয়েকটি মন্দিরে শ্রীশ্রী মা শ্যামা কালীর পূজা হচ্ছিলো, কিন্তু বৃষ্টির কারণে আসলে সেগুলো আর ঘুরে দেখা হয়নি, খুবই খারাপ লাগছিল। সারাদেশে ঘূর্ণিঝড়ের জন্য আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। শেষমেষ সবাই মিলে বৃষ্টির ভিতরেই বৃষ্টি ভিজতে বাসায় আসি।



সকল আলোকচিত্রের বর্ণনা

ফটোগ্রাফার: @aongkon
ডিভাইস: samsung j7 pro
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ২৪ ই অক্টোবর,২০২২ খ্রিস্টাব্দ,সোমবার
স্থান: দিরাই, সুনামগঞ্জ, সিলেট।
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
লোকেশন:



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

শুভ দীপাবলীর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ দীপাবলীতে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করছেন দেখে খুব ভালো লাগলো। পূজা আয়োজন খুব সুন্দর ভাবে সম্পূর্ণ করছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। অনেক ধরনের ফল সংগ্রহ করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আমার বাংলা ব্লগে আপনার ব্লগিং শুভ হোক।

 2 years ago 

এই কমিউনিটিতে আসার পর থেকে আমার না জানা অনেক বিষয়গুলো জানতে পেরেছি তার সাথে না দেখা অনেক জিনিস গুলো দেখতে পেরেছি। এই দীপাবলি বলি সম্পর্কে আগে আমার কোন ধারণা ছিল না। কিন্তু এই কমিউনিটিতে আসার পর থেকে সবকিছু প্রতিধার না একটু হলেও পেরে গেছে । আপনার তোলা দীপাবলীর ফটোগ্রাফির নতুন সুন্দর হয়েছে।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনার মত আমিও এই কমিউনিটিতে যোগ হওয়ার পর অনেক বিষয়গুলো শিখতেও বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামত প্রদান করার জন্য।

 2 years ago 

শুভ দ্বিপাবলির শুভেচ্ছা রইলো।আপনি অনেক দারুন দারুন ফটোগ্রাফি করেছেন শ্যামাকালি পুজয়।এবং দারুন করে গুছিয়ে উপস্থপনা করেছেন শুভ কামনা এবং ভাল বাসা রইলো আপনার জন্য।এগিয়ে যান ভাই।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আমার বাংলা ব্লগে আপনার ব্লগিং জার্নি শুভ হোক।

 2 years ago 

শুভ দীপাবলির শুভেচ্ছা রইল। আজকের যে আবহাওয়া পরিস্থিতি তাতে করে আর বাইরে বের হওয়া হয়নি তাই মায়ের মুখ দর্শন করতে পারিনি। আপনার পোস্ট টি দেখে খুবই ভালো লাগলো মায়ের মুখ দর্শন করতে পারলাম।আপনি খুব সুন্দর করে মায়ের পুজোর প্রতি সামগ্রী এবং মায়ের মুর্তির ফটোগ্রাফি শেয়ার করেছেন যা সত্যিই অসাধারণ হয়েছে। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65