"সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু"

in আমার বাংলা ব্লগ8 months ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৪ই ডিসেম্বর,বৃহস্পতিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের বাঙালি জাতিকে শত শত বছর পিছিয়ে দেয়ার জন্য পাকিস্তানিরা আমাদের দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিলো। এ সকল শহীদ বুদ্ধিজীবীদের ঋণ আমরা কখনই শোধ দিতে পারব না। তাই বাঙালি জাতি হিসেবে আমাদের সবার উচিত এইসব শহীদ বুদ্ধিজীবীদের উপর সম্মান শ্রদ্ধা প্রকাশ করা। আমি আছি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে থেকে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তাই আমি সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করবো।

Pixabay

সবাই বলে "ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকতো এক্সামিনেশন"। আমি জানিনা পরীক্ষা দিতে কার কেমন লাগে তবে আমার কাছে যে খুব একটা খারাপ লাগে এমনটা নয়। বরঞ্চ প্রতিদিন ক্লাস করার থেকে আমার কাছে পরীক্ষা দিতেই বেশি ভালো লাগে। ‌ কারণ হলো ইউনিভার্সিটিতে ক্লাস হলে সারাদিন ক্লাস হয় অনেক কষ্ট নিতে হয়। আর পরীক্ষা নিলে সেটা তো ২-৩ ঘণ্টার ভেতরেই শেষ হয়ে যায় সারাদিনের কষ্টটা আর নিতে হয় না।

কিন্তু বর্তমানে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, কয়েকদিন আগেই আমার ডান হাতের তর্জনী আঙ্গুলের একটা অপারেশন করিয়েছি তাই এখনো পুরোপুরিভাবে সুস্থ হতে পারিনি। আবার এদিকে কয়েকদিন আগেই হঠাৎ করে জানতে পারলাম যে, সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। যদিও অনেকে ইউনিভার্সিটি এ বছরে আরো আগেই পরীক্ষা নিয়ে শেষ করে দিয়েছে। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে সেমিস্টার ফাইনাল শুরু হচ্ছে আজকে থেকে।

আসলে বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রিপারেশনও ভালোভাবে নিতে পারেনি। পলিটেকনিকে বাংলা মিডিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ইউনিভার্সিটিতে এসে ইংলিশ মিডিয়ামে পড়াটা সহজ মনে হচ্ছে না। আসলে এটা যে আমার কাছেই শুধু কঠিন মনে হচ্ছে এমনটা নয়! আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা তাই বাংলাটা আমাদের সহজ সবার কাছে বোধগম্য বেশি হবে এটাই স্বাভাবিক।

তবে বাংলা ব্যাকরণের ভাষা হিসাব করলে দেখা যায় ইংলিশ অনেক সোজা। আজকের পরীক্ষাটা নিয়ে বেশ টেনসনে আছি কারণটা হল সাধারণত আমরা কলম দিয়ে লেখার সময় মেইন ভাবে বৃদ্ধাঙ্গুল আর তর্জনী আঙ্গুল ইউজ করি কিন্তু অপারেশন করানোর জন্য আজকে পরীক্ষা দেয়ার সময় তর্জনী আঙ্গুল দিয়ে কলম ধরে লিখতে পারবো না। আজকে আমাকে পরীক্ষা দেয়ার সময়ই বৃদ্ধা আঙ্গুল আর মধ্যমাঙ্গুল দিয়ে কলম ধরে লিখতে হবে। এই চ্যালেঞ্জটা আমার জন্য আরও একটি পরীক্ষা।

যদিও এর আগে বৃদ্ধাঙ্গুল আর মধ্যমা আঙ্গুল দিয়ে কলম ধরে পরীক্ষা দেওয়ার খুব একটা অভিজ্ঞতা ছিল না। কিন্তু গত সপ্তাহের একটি প্রাকটিক্যাল পরীক্ষায় কুইজ টেস্ট দিয়েছিলাম এভাবেই। তাই আজকেও আশা করি একটু কষ্ট হলেও বৃদ্ধাঙ্গুল আর মধ্যমা আঙ্গুল দিয়ে কলম ধরে পরীক্ষা দিতে পারবো। যদিও লেখাটা অতটা ভালো হবে না আবার লেখার গতি একটু স্লো হবে তারপরও আজকে আমাকে পরীক্ষা দিতেই হবে।

সবাই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেনো এবারের সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা ভালোভাবে শেষ করতে পারি।



পোস্টের বিবরন

পোস্ট ধরনজেনারেল রাইটিং
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
তারিখ১৪ ই ডিসেম্বর ২০২৩
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

যেহেতু আঙুলে অপারেশন করা হয়েছে তাই লিখতে গিয়ে একটু কষ্ট তো হবেই। আর হ্যাঁ হঠাৎ করেই বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে বদলে আসলে তার জন্য একটু ঝামেলা মনে হবে স্বাভাবিক।

Posted using SteemPro Mobile

 8 months ago 

হ্যাঁ বন্ধু বাংলা মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামে কষ্ট হবে এটাই স্বাভাবিক ব্যাপার। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60950.68
ETH 2607.83
USDT 1.00
SBD 2.65