"মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশাল হ্যাংআউটে আমার অনুভূতি"

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১৭ই ডিসেম্বর, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



Pixabay

আমি আছি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। গতকালকে আমাদের মহান বিজয় দিবস ছিলো তাই এই বিশেষ দিনে আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি বিশেষ হ্যাংআউটের আয়োজন করেছিলো। আমাদের কমিউনিটিতে মাঝেমধ্যেই এরকম স্পেশাল হ্যাংআউটের আয়োজন করা হয় সত্যি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ স্পেশাল হ্যাংআউটে অন্যান্য হ্যাংআউটের তুলনায় অনেক বেশি মজা হয়।

গত বৃহস্পতিবারের সাপ্তাহিক হ্যাংআউটে জানতে পেরেছিলাম যে, এবারের বিজয় দিবসে আমার বাংলা ব্লগ কমিউনিটি স্পেশাল হ্যাংআউটের আয়োজন করবে। আর সেই দিন থেকেই মনটা অধীর অপেক্ষায় ছিলো স্পেশাল হ্যাংআউট উপভোগ করার। আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার থেকে শুরু করে এডমিন, মডারেটরদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মহান বিজয় দিবসের দিনে স্পেশাল হ্যাংআউটটি আয়োজন করার জন্য। আজকে আমি মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশাল হ্যাংআউটে আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করবো।

[ডিসকোর্ড থেকে স্ক্রিনশট নেওয়া]

আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু। প্রতি সপ্তাহের হ্যাংআউটের আমরা যেমনটা সুন্দর সময় অতিবাহিত করি তেমনি মাঝেমধ্যে বিশেষ দিনগুলোতে স্পেশাল হ্যাংআউটে অনেক বেশি সুন্দর মুহূর্ত উপভোগ করি। মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশাল হ্যাংআউট হবে এটা নিয়ে বেশ খুশি ছিলাম। এই খুশির ভিতর হঠাৎ করে আমার বাংলা ব্লগ কমিউনিটি শ্রদ্ধেয় মডারেটর রূপক ভাই আমাকে ডিএম করে। ভাই আমাকে ডিএম এ স্পেশাল হ্যাংআউটে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলো। আমিও ভাইয়ের এই সুন্দর আমন্ত্রণে রাজি হয়ে যায়।

সত্যি বলতে এরকম একটি সুন্দর দিনে সবাইকে গান শোনানোটা সত্যি ভাগ্যের ব্যাপার। ভাই আমাকে এটাও বলেছে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য প্রিপারেশন নেন। যদিও আমি খুব একটা দেশাত্মবোধক গান করি না, লালন গীতি আর বিচ্ছেদ গান বাদে তারপরেও দেশাত্মবোধক গান আমি অনেক পছন্দ করি। তারপর বেশ কয়েকটি দেশাত্মবোধক গান ডাউনলোড করলাম অনেকগুলো দেশাত্মবোধক গানের ভিতরে "এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে" এই গানটা আমার কাছে ভালো লাগলো তাই স্পেশাল হ্যাংআউটে এই গান গাওয়ার প্রস্তুতি নিতে থাকলাম।

গতকালকে স্পেশাল হ্যাংআউট শুরুর আগে অ্যানাউন্সমেন্ট চ্যানেলে দেখি আমাদের শ্রদ্ধেয় মডারেটর রূপক ভাই যারা স্পেশাল হ্যাংআউটে পারফর্ম করবে তাদের নাম প্রকাশ করেছে। এই সময়টাতে সত্যি অনেক বেশি খুশি ছিলাম আমি। তারপর কাঙ্ক্ষিত সময়ে শুরু হয়ে গেলো স্পেশাল হ্যাংআউট। আমাদের বিজয়ের মাসে বিজয়ের দিনে স্পেশাল হ্যাংআউটে সবার উপস্থিতি দেখতে পেরে বেশ ভালো লাগছিলো। প্রথমে শুভ ভাই আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার দাদার কাছ থেকে অনুমতি নিয়ে হ্যাংআউট শুরু করে। তারপর আমাদের শ্রদ্ধেয় মডারেটর রূপক ভাই মহান বিজয় দিবস উপলক্ষে বেশ কিছু সুন্দর সুন্দর কথা বলে।

[ডিসকোর্ড থেকে স্ক্রিনশট নেওয়া]

এভাবেই আমার বাংলা ব্লগের শ্রদ্ধেয় এডমিন মডারেটররা শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারপর আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার দাদা মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেন। আমাদের শ্রদ্ধেয় দাদা যে প্রচন্ড জ্ঞানী সেটা জানতাম কিন্তু দাদা যে, আমাদের বাংলার ইতিহাস নিয়ে এতটা জানে সেটা কালকেই জানতে পারলাম। সবশেষ দাদা আমাদের কমিউনিটি নিয়েও কিছু আলোচনা করেন। সবমিলিয়ে শ্রদ্ধেয় ফাউন্ডার দাদার কথাগুলো কালকে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।

তারপরে হ্যাংআউটের কুইজ সেগমেন্ট শুরু করা হয়। সত্যি বলতে হ্যাংআউটের এই কুইজ সেগমেন্টটি আমার কাছে বেশ মজার লাগে। কুইজ সেগমেন্টে প্রথমে মোট ১০ টি প্রশ্ন করা হয়। গতকালকের কুইজে আমি অবশ্য বেশ কয়েকটি পেরেছিলাম সত্যি বলতে এই সময়টাতে অনেক ভালো লাগছিল। গতকালকের কুইজ গুলো ছিলো মুক্তিযুদ্ধ আর বাংলার ইতিহাস নিয়ে। তারপর প্রতিটি কুইজ বিজয়ীদের সাথে সাথে ৫ স্টিম করে পুরস্কার দেয়া হয়। তারপরে শুরু হয় আমাদের শ্রদ্ধেয় দাদার স্পেশাল কুইজ। দাদা বেশ কয়েকটি কুইজ করলো আরে মাত্র দুটি কুইজে সঠিক উত্তর দেয়া সম্ভব হলো। আসলে দাদার কুইজগুলো পারা অতটা সহজ নয়।

আমাদের শ্রদ্ধেয় দাদার কুইজ সেগমেন্ট শেষে শুরু হয় কবিতা আর গানের সেগমেন্ট। এই সেগমেন্টটি আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রথমে সবাই সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে শোনায়। তারপর শুরু হয় দেশাত্মবোধক গান। আমাকে যেহেতু স্পেশাল হ্যাংআউটে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিলো তাই আমিও চেষ্টা করেছি সুন্দর ভাবে দেশাত্ববোধক গান গেয়ে আপনাদেরকে শোনানোর জন্য। মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশাল হ্যাংআউটে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরে সত্যিই অনেক বেশি খুশি ছিলাম।

আর গতকালকে বিজয় দিবস উপলক্ষে স্পেশাল হ্যাংআউটে ছিলো শ্রদ্ধেয় এডমিন সুমন ভাইয়ের টিপসের বন্যা। স্পেশাল হ্যাংআউটের শেষের দিকে শ্রদ্ধেয় সুমন ভাই সবাইকে গিভওয়ে চ্যানেলে যেতে বলেন এই সেগমেন্টটা আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লাগে। শ্রদ্ধেয় এডমিন সুমন ভাই গিভওয়ে চ্যানেলে মোট দুটি এয়ার ড্রপ দেয় ৯০ স্টিমের সময় ৫ সেকেন্ড করে। যদিও আমি এয়ার ড্রপ ধরতে পারিনি তবে সেই সময়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পেরেছিলাম।

তারপর সবশেষ আমাদের বাংলাদেশের জাতীয় সংগীত শোনার পরে স্পেশাল হ্যাংআউটটি সমাপ্ত করা হয়। গতকালকে মহান বিজয় দিবস উপলক্ষে স্পেশাল হ্যাংআউটে আমি অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছি।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44