"দেড়শ বছরের ঐতিহ্যবাহী ব্যাংগাড়ীয়া মহাশ্মশানের শ্রী শ্রী কালী পূজা"

in আমার বাংলা ব্লগ4 months ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২২ই মার্চ, শুক্রবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। মূলত আমার ঢাকা থেকে বাইরে বাড়িতে আসার কারণ ছিল আমাদের ব্যাংগাড়ীয়া মহাশ্মশানের শ্রী শ্রী মা কালী পূজা ও মহানাম যজ্ঞ অনুষ্ঠানের জন্য। আমি যেদিন ঢাকা থেকে এসেছিলাম সেদিন রাতেই ব্যাংগাড়ীয়া মহাশ্মশানে শ্রী শ্রী মা কালীর পূজা হয়েছিল। ব‌্যাংগাড়ীয়া মহাশ্মশানে শ্রী শ্রী মা কালীর পূজার সুন্দর মুহূর্ত এখন আমি আপনাদের সাথে শেয়ার করব।

ব্যাংগাড়ীয়া মহাশ্মশানে কালী পূজার দিনে ঢাকা থেকে আসতে আসতে আমার প্রায় রাত আটটা বেজে গিয়েছিল। আমি অবশ্য বেশ কয়েকদিন আগেই প্লানিং করে রেখেছিলাম যে, পূজার দিনে বাড়ি যাব। বাড়িতে আসার পরে ফ্রেশ হয়ে বন্ধু আর ছোট ভাইদের কে নিয়ে চলে যায় ব্যাংগাড়ীয়া মহাশ্মশানে শ্রীশ্রী কালীপূজা দেখতে। ব্যাংগাড়ীয়া মহাশ্মশানের কালী পূজা আমি জীবনে মাত্র একবার মিস করেছি। গতবার আমার নিজস্ব কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি শ্রী শ্রী মা কালী পূজাতে আসতে পারছিলাম না। গতবছরে আসতে না পেরে আবার ভীষণ মন খারাপ হয়েছিল। কারন ছোটবেলা থেকে আমি ব্যাংগাড়ীয় মহাশ্মশানের শ্রী শ্রী কালীপূজা ও মহানাম যজ্ঞ দেখে আসছি।

তাই এ বছর শ্রী শ্রী কালী পূজার দিনে আমি বাড়িতে চলে এসেছিলাম পূজা দেখার জন্য। প্রতিবছর শ্রী শ্রী কালীপূজা ও মহানাম যজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক সুন্দর ভাবে সাজসজ্জা করা হয়। অন্যান্য বছরগুলোর তুলনায় এবারে সাজসজ্জাটা একটু বেশি হয়েছে। প্রায় দেড়শ বছরের পুরনো এই ব্যাংগাড়িয়া মহাশ্মশানে প্রতিনিয়ত উন্নয়ন ঘটছে। গেট থেকে শুরু করে শ্রী শ্রী ব্যাংগাড়ীয়া মহাশ্মশান পর্যন্ত ঝলমলে আলোতে ভরেছিল পথ। মেইন রাস্তা থেকে আমাদের মহাশ্মশানের দূরত্ব মোটামুটি ২০০ মিটার মতো আর এই ২০০ মিটার পুরো রাস্তা আলোক সজ্জিত থাকে।

ব্যাংগাড়ীয়া মহাশ্মশানে মহানাম যজ্ঞ কে কেন্দ্র করে অনেক সুন্দর ভাবে মঞ্চ সাজানো হয়েছে। এখানেই প্রতিবছর মহানামযজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। ব্যাংগাড়ীয়া মহাশ্মশানের বয়স দেড়শ বছরের পুরনো হলেও এখানে মহানাম যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে ৪৫ বছর ধরে। অনেক আগে অবশ্য এই জায়গাটিতে শুধুমাত্র মৃতদাহ করা হতো তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে এখানে শ্রীশ্রী মা কালী পূজা ও নাম যজ্ঞ শুরু হয়। অন্যান্য বছরগুলোর তুলনায় এ বছরের মহানাম যজ্ঞের মঞ্চ অনেক ও বেশি সুন্দর করে সাজানো হয়েছিল।

আমাদের বাড়ি থেকে বেশ কয়েকজন গেছিলাম ব্যাংগাড়ীয়া মহাশ্মশানের শ্রীশ্রী কালী পূজা দেখতে। আমাদের এলাকার প্রায় বিশটি গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকেরা মিলে ব্যাংগাড়ীয়া মহাশ্মশানে শ্রী শ্রী কালীপূজা ও মহানাম যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন। আগে অবশ্য আমাদের এলাকাগুলোতে অনেক বেশি পরিমাণে হিন্দু সম্প্রদায়ের লোক ছিল কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবাই ইন্ডিয়াতে পাড়ি জমিয়েছে। কিন্তু এখনো ব্যংগাড়ীয়া মহাশ্মশানের এই ঐতিহ্যবাহী কালী পূজা ও মহানাম যজ্ঞ অনুষ্ঠান আগের থেকেও বেশি জাঁকজমকপূর্ণ পূর্ণ ভাবে হয়ে যাচ্ছে।

ব্যাংগাড়িয়া মহাশ্মশানের কালী পূজা দেখতে বেশ ভক্তবৃন্দের সমাগম ঘটেছিল। আমাদের বাড়ি থেকে বেশ কয়েকজন শ্রী শ্রী কালী পূজা দেখতে গিয়েছিল তাদের ভেতরেও উল্লেখযোগ্য ছিল আমার ছোট ভাই স্বার্থক। অনেক ছোট হলেও আমাদের সাথে রাত জেগে পূজা দেখতে গিয়েছিল। সত্যি বলতে এত ছোট অবস্থায় ওর ধর্মপরায়ণতা দেখতে ভীষণ ভালো লাগে। আমরা যে যেই ধর্মই পালন করি না কেন আমাদের ছোটবেলা থেকে সেই ধর্মের চর্চা করা উচিত এবং সেই ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান আহরণ করা উচিত। আমার ছোট ভাই সার্থক শ্রীমদ্ভাগবতগীতা শ্লোক ও ভগবান শ্রীকৃষ্ণ-রাধা রানীর প্রণাম মন্ত্রসহ বেশ কয়েকটি মন্ত্র পারে।

প্রায় বছর দশেক আগে ব্যাংড়াড়ীয়া মহাশ্মশানের শ্রী শ্রী কালী পূজার প্রতিটি আমাদের বাড়িতেই মাটি দিয়ে তৈরি করা হতো। আমাদের বাড়িতে মহাশ্মশানের শ্রী শ্রী কালী মূর্তি তৈরি করা আমি অনেক ছোটবেলা থেকে দেখে আসছি। যখন থেকে এই শ্রী শ্রী মা কালীর মূর্তি তৈরি করা হতো তখন থেকেই মনে ভীষণ আনন্দ উল্লাস কাজ করতো। সত্যি বলতে এই ভালোলাগার অনুভূতি বলে শেষ করা যাবে না। প্রায় দশ বছর হচ্ছে আমাদের বাড়িতে শ্রী শ্রী কালী মায়ের মূর্তি তৈরি করা হয় না। কারণ হলো বর্তমানে যে, মূর্তিটা রয়েছে এটা পাথরের তৈরি মূর্তি। শ্রীশ্রী মা কালীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করার পরে এই একই মূর্তি প্রায় ১০ বছর ধরে পূজা করা হচ্ছে।

ব্যাগাড়ীয়া মহাশ্মশানে ভক্তবৃন্দরা প্রায় রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করার পরে শ্রী শ্রী কালী পূজার সমাপ্ত হয়। এখানে প্রতিবছর রাত্রিবেলাতেই শ্রী শ্রী মা কালীর পূজা হয়ে থাকে। তারপর পূজা শেষে সবাইকে প্রসাদ দেওয়া হয়। শ্রী শ্রী মা কালী পূজার এই প্রসাদ আমার ভীষণ প্রিয়। এবারে শ্রী শ্রী মা কালী পূজায় প্রায় ৫০ জন মত ভক্ত হয়েছিলো। ব্যাংগাড়ীয়া মহাশ্মশানের কালী পূজাতে আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।



পোস্টের ছবির বিবরন

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
তারিখ১৯ ই মার্চ ২০২৪ খ্রিঃ
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64599.25
ETH 3467.96
USDT 1.00
SBD 2.55