"কিছু তথ্য জানার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে গিয়েছিলাম"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ-২৩ ই জুলাই, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। যে কোন সময় মানুষকে সাহায্য করতে আমার ভীষণ ভালো লাগে। আসলে মানুষকে সাহায্য করার ভেতরেও আলাদা একটি শান্তি ও আনন্দ খুঁজে পায়। আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্যের প্রতিদান পাওয়ার চেষ্টা করি না। এক কথায় আবার সাহায্যটা সম্পূর্ণই নিঃস্বার্থ। আমি যদি কাউকে সাহায্য করি আর সেই ব্যক্তির থেকে থেকে প্রতিদান পাওয়ার আশা করি, তারপর সেই প্রতিদান যদি আমি তার থেকে না পাই তাহলে মনে কষ্ট লাগবে। তাই এটা ভেবেই আমি কখনো সাহায্য করলে কিরো থেকেই প্রতিদানের আশা করি না। মানুষ হয়ে মানুষকে সাহায্য করতে পারাটাই তো গর্বের। এবছরের এপ্রিল মাসের দিকে "কিছু তথ্য জানার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে গিয়েছিলাম"।
আমার বন্ধুর বোনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিফট ট্রান্সফারের জন্য কোন নিয়ম আছে কিনা সেটা জানার জন্য আমাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যেতে বলেছিলো। আসলে সেকেন্ড শিফটে ক্লাস করতে বন্ধুর বোনের অনেক সমস্যা হচ্ছিলো, কারণটা সেকেন্ড শিফটে ক্লাস কম হচ্ছিলো, তারপরে আবার রাত হয়ে যায়। আমার বাসা থেকে তিন কিলোমিটার দূরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এর আগেও আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে কয়েকবার গিয়েছিলাম তাই জায়গাটা মোটামুটি চেনা।
আসলে বন্ধু আমাকে যে, সময়টাতে যেতে বলেছিলো তখন আমার পরীক্ষা চলছিলো তারপরও একদিন সময় করে সকালে চলে গেলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে। যেকোনো কাজের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে যাওয়ার ভালো সময় হলো সকাল। কারণটা সকালবেলাতে ভীড় কম থাকে এবং যে, কোনো কাজ করাটাও সহজ হয়।
তারপর সেখানে গিয়ে দুই নাম্বার ভবনের হেল্প ডেক্সে গিয়ে সমস্যার কথা বললাম। আর জানতে চাইলাম এই সমস্যা সমাধানের জন্য আমাকে কোথায় যেতে হবে! হেল্প ডেক্স থেকে আমাকে বলল যে, দুই নাম্বার ভবনের পাঁচতলায় রেজিস্ট্রেশন ও অ্যাফিলিয়েশন শাখায় কথা বলতে।
তারপর আমি এই দুই নাম্বার বিল্ডিং এর পঞ্চম তলায় গিয়ে রেজিস্ট্রেশন এফিলিয়েশন শাখায় কথা বললাম। আর এখানে আমার সমস্যার কথা সব কিছু বললে তারা বললো যে, শীফট ট্রান্সফার না হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি তারপরেও আপনি এই বিল্ডিংয়ের, সাত তলায় কারিকুলাম শাখার ৭০১ নাম্বার রুমে গিয়ে কথা বলতে।
আবার পাঁচ তলা থেকে লিফটে করে আমি সাত তালায় কারিকুলাম শাখায় গেলাম। সাততলা 701 নম্বর রুমে গিয়ে দেখি অফিসার নেই। তারপর দেখি কারিকুলাম শাখায় কনফারেন্স রুমে বড় একটি মিটিং হচ্ছে। তারপর আমি মিটিংয়ে শেষ পর্যন্ত অপেক্ষা করতে করলাম।
তারপর মিটিং শেষ হলে ৭০১ নম্বর রুমের অফিসার রূপক কান্তি বিশ্বাস আসলেন। তখন আমি অফিসে ঢুকে স্যারকে সম্মান জানিয়ে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শীফট ট্রান্সফার হওয়া যায় কিনা এ বিষয়ে ভালো করে জানতে চাইলাম! তখন স্যার আমাকে বলল যে, বর্তমানে এরকম কোন নিয়ম নেই। স্যার আরো বললো যে, পলিটেকনিক ট্রান্সফারের নিয়ম আছে কিন্তু শিফট ট্রান্সফারের নিয়ম এখনো আসেনি। তারপর আমি সবকিছু জেনে স্যারকে সম্মান জানিয়ে অফিস থেকে বের হয়ে সরাসরি বাসায় চলে আসলম। তারপর বন্ধুকে ফোন করে কারিকুলাম শাখার রূপক কান্তি স্যার যা যা বলেছে সবকিছু জানিয়ে দিলাম।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরাম্যান | @aongkon |
---|---|
ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
তারিখ | ৩ ই এপ্রিল |
লোকেশন | আগারগাঁও,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon
কাউকে যদি সহযোগিতা করতে গিয়ে তার বিনিময়ে যদি তার কাছ থেকে কিছু চাওয়া হয় তাহলে সে সহযোগিতা করার চেয়ে না করাই ভাল। তবে আপনার কাজটি আমার অনেক ভালো লেগেছে আপনি নিঃস্বার্থভাবে বন্ধুর বোনের শিফট চেঞ্জ করার জন্য গেলেন কিন্তু সম্ভব হলো না। শেষ পর্যায়ে অনেক অপেক্ষা করলেন অনেক পরিশ্রম করলেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনেক তথ্য ও খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম ধন্যবাদ।
হ্যাঁ আপু সহযোগিতা করে যদি তার প্রতিদান চাওয়া হয় তবে সেই সহযোগিতা না করাই ভালো। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।