"ম্যাচে স্পেশাল খাবারের আয়োজন করে একসাথে ভোজন"

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ০৫ ই জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি প্রশ্নে হাজির হয়েছি। আপনারা সবাই আমি ঢাকায় একটি ম্যাচে থেকে বিএসসি লেখাপড়া করি। আমাদের মেসে মাঝে মাঝেই সবাই মিলে একসাথে স্পেশাল খাবারের আয়োজন করতাম এবং একসাথে খাওয়া দাওয়া করতাম। মেসে সবাই মিলে বসে একসাথে খাওয়ার মাঝে সুন্দর আনন্দ উপভোগ করা যায়। আমার কাছে ম্যাচ লাইফ মানেই একটি ছোট্ট পরিবারের মত। ম্যাচের সবার সাথে থাকতে থাকতে ভালো বোঝাপড়া এবং খুবই প্রিয় হয়ে ওঠে সবাই।

20230105_101650.jpg

ম্যাচে থাকা মানেই একটু কষ্ট এবং একটু বাড়তি প্রেশার কিন্তু আমাদের ম্যাচটা সম্পূর্ণ ভিন্ন। কারণ আমরা যারা এই ম্যাচে থাকি প্রত্যেকেরই মন মানসিকতা এতটাই ভালো যে মেসে আছি বলে মনে হয় না। আর ঠিক এই কারণেই আমাদের ম্যাচ আমাদের কাছে পরিবারের মত মনে হয়।

20221023_153800.jpg

আর এই সুন্দর পরিবার থেকে যদি কেউ চলে যায় তাহলে তো খুবই খারাপ লাগে তাকে বিদায় জানাতে। আমরা সবাই লেখাপড়া করার উদ্দেশ্যে মেসে থাকি কিন্তু সেই লেখাপড়া যখন শেষ হয়ে যাই তখন আর মেসে থাকার প্রয়োজনীয়তা হয় না আবার অনেক সময় নিজের সুবিধার্থে ম্যাচ পরিবর্তন করতে হয়। আমাদের মেসে আমরা আট জন একসাথে থাকতাম । আমাদের ভেতর চারজনের কলেজ আমাদের ম্যাচ থেকে একটু দূরে হয় তাই আর কি তারা ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের ম্যাচটি ছেড়ে দিতে বাধ্য হয়।

20221023_153813.jpg

আসলে সুন্দর পরিপাটি করে গোছানো ম্যাচ ছেড়ে দিতে সবারই কষ্ট হয়। যাইহোক তারা ম্যাচ ছেড়ে দেয়ার আগে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে একসাথে একদিন ভালো একটা খাবারের আয়োজন করে একসাথে বসে খাব। কিন্তু এদের ভেতরও সেদিনে একজন ব্যক্তি ম্যাচে ছিল না এটা খুবই খারাপ লেগেছিল। তারপর নিজেরাই বাজার থেকে সবকিছু কিনে এনে খাবারগুলো নিজেরাই রান্না করি। যদিও সেদিন‌ বাজার করা থেকে শুরু করে রান্না করতে করতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। সবাই মিলে একসাথে রান্না করার মজাটাই অন্যরকম।

20221023_153744.jpg

সেদিন আমাদের খাবারের আইটেমে ছিল মুরগির মাংস, পোলাও, আলু ভাজি , সালাদ, মিষ্টি, কোক এই সবকিছু মিলায়ে আমার কাছে আইটেম গুলা খুবই সুন্দর হয়েছিল। প্রত্যেকটি রান্নায় বেশ চমৎকার হয়েছিল আসলে নিজেরে করে খাওয়া রান্না সবসময়ই চমৎকার হয়। আর আমরা যে কয়জনই ম্যাচে থাকি সবাই কম বেশি রান্না করতে পারি।

20230105_095402.jpg

সবাই মিলে একসাথে বসে বিভিন্ন রকম আইটেমের খাবার খেতে খুবই মজা লাগছিল। আবার এটা ভেবেও খারাপ লাগছিল যে আর এভাবে হয়তো আর কোনদিন এই সাত জন একসাথে বসে খাবার খেতে পারব না। কিন্তু আমাদের এই পরিবারের মত ম্যাচটি হয়তো কেউই ভুলতে পারবেনা।

পোস্টের ছবির বিবরন

ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
তারিখ২৩ অক্টোবর
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে মেস লাইফের কথা মনে পড়ে গেল। যেদিন মেসে ভালো রান্না হতো সেদিন সত্যিই ভালো লাগতো। আসলে আমরা যারা বাসা থেকে দূরে থাকতাম তাদের কাছে সেই দিনটি সত্যি অনেক স্পেশাল ছিল। আর সেদিনকে কাটানো মুহূর্তগুলোও স্পেশাল ছিল। সত্যি ভাইয়া হয়তো এই দিনগুলো আর ফিরে আসবেনা। ধন্যবাদ ভাইয়া নিজের অনুভূতিগুলো তুলে ধরার জন্য।

 2 years ago 

মেস লাইফের কথা কেউ কখনো ভুলতে পারে না। মেস লাইফ মানেই ভিন্ন একটা জীবন ভিন্ন একটা অভিজ্ঞতা সব মিলিয়ে বলতে গেলে অসাধারন। আর ম্যাচে সবার সাথে কাটানো সময়টা সবাই মিস করে। সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

গত ১ তারিখে আমরাও মেসের ৮ জন মিলে এমন খাবার তৈরি করেছিলাম।
সব রান্না বেশ ভালো হলেও দূর্ভাগ্যবশত পোলাও-তে পানি বেশি হয়ে যায় আর তা হয়ে যায় পায়েশের মতো 🤣।
যদিও অনেক কষ্টে খেতে হয়েছিল তারপর।সুন্দর মুহুর্ত ছিল আপনাদের। শুভ কামনা জানাই

 2 years ago 

বাহ ভাইয়া আপনারাও ম্যাচে ৮ জনই থাকেন। হ্যাঁ ভাই পোলাও তে পানি বেশি হলে পায়েসের মত হয়ে যায়। কষ্ট হলেও সবাই মিলে এক জায়গায় খেতে বসলে অনেক সুন্দর লাগে মুহূর্তটা।

 2 years ago 

এতো মনে হচ্ছে মহাভোজন।
তবে আপনাদের মধ্যে একজন মিসিং ছিল সেটা শুনে একটু মন খারাপ হলো কারণ সবাই একসাথে থাকার পরে বিশেষ কোনো আয়োজন যদি কেউ মিস করে তাহলে একটু খারাপ লাগাই স্বাভাবিক।

 2 years ago 

পোস্টটি সুন্দরভাবে পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Hi, @aongkon,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @rex-sumon.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63