"সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৪ এপ্রিল, রবিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম পোস্টটি আপনাদের সাথে শেয়ার করব। ফটোগ্রাফি করতে কম-বেশি সবারই ভালো লাগে তাই আমিও ব্যতিক্রমী নই। ফুল দেখলেই ইচ্ছা করে মোবাইলে সেটা ক্যামেরাবন্দি করে রাখতে কারণ ফুলের থেকে সুন্দর কিছু হয়তো হতে পারে না, যেকোনো ফুলই হোক না কেন সব সময়ই দেখতে সুন্দরই হয়। তাহলে দেরি না করে চলুন আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করি।
কয়েকটি ফটোগ্রাফিকে একত্রিত করে কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমার প্রথম ফটোগ্রাফি টি হলো জারবেরা ফুল। এই ফুলটি জার্মানির এক পরিবেশবিদ জারবার আবিষ্কার করে বলে তার নামের সাথে অনুকরণ করে জারবেরা রাখা হয়। এই ফুলটি বর্তমান সারা বিশ্বেই ব্যাপক হারে চাষ করা হচ্ছে। জারবেরা ফুল চাষে অনেক পরিমাণ সূর্যের আলোর প্রয়োজন হয়। জারবেরা ফুল আমার কাছে খুবই ফেভারিট একটি ফুল।
আমার দ্বিতীয় ফটোগ্রাফিটি হলো পুর্তুলিকা ফুল। পুর্তুলিকা ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে। লেখা ফুলটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল তাই আর কি ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছিলাম না।
আমার তৃতীয় ফটোগ্রাফিটি একটি নয়নতারা ফুলের ফটোগ্রাফি। নয়নতারা ফুল খুবই পরিচিত একটি ফুল বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। নয়ন্ত্রা ফুল অনেক রঙের হয়ে থাকে। এর আগে আমি একটি পোস্টে সাতটি রঙের নয়নতারা ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছিলাম। সাদা রঙের নয়নতারা ফুল গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে।
আমার চতুর্থ ফটোগ্রাফির ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এই ফুলটির নাম আপনাদের জানা থাকলে অবশ্যই মতামতের মাধ্যমে শেয়ার করবেন।
আমার পঞ্চম ফটোগ্রাফির দুইটি গোলাপ একসাথে। লাল রঙের এবং গোলাপি রঙের গোলাপ একসাথে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। গোলাপ ফুল আমাদের খুবই পরিচিত একটি ফুল।
আমার ষষ্ঠ ফটোগ্রাফিটি হলো হলুদ রঙের জবা ফুল । জবা ফুল অনেক রঙের হয়ে থাকে। আমার সব থেকে ফেভারিট ফুলগুলোর ভেতর জবাব ফুল অন্যতম।
আমার সপ্তম ফটোগ্রাফিটি হলো কাঁটা মুকুট ফুল। কাঁটা মুকুট ফুলের উৎপত্তিস্থল মাদাগাস্কার। অনেকেই মনে করে যীশু খ্রীষ্ট কাঁটা মুকুট ফুলের কাটা দিয়ে মুকুট পড়তেন। কাঁটা মুকুট আমার ফুল ভীষণ পছন্দের একটি ফুল। তাই তাই ফুলটি দেখার সাথে সাথেই ক্যামেরা বন্দি করে রেখেছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরাম্যান | @aongkon |
---|---|
ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
তারিখ | ৩ রা এপ্রিল |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon
কি সুন্দর ফটোগ্রাফি গুলো আপনি শেয়ার করলেন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রতিটি ফটোগ্রাফি এত সুন্দর করে ক্যাপচার করলেন বেশ ভালই লাগলো। হলুদ কালারের জবা ফুল, খুব সুন্দর সুন্দর গোলাপ ফুলের ফটোগ্রাফি, জারবেরা ফুল অনেক ভালো লেগেছে ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
ফুলের ফটোগ্রাফি দেখতে এবং করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। তবে প্রথম এবং ষষ্ঠ ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অপরূপ সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনি সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি বেস্ট অ্যালবাম তৈরি করেছেন। আপনার করা ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লাগলো আমার কাছে দেখে। প্রত্যেকটা ফুলের সৌন্দর্যতা একেবারে অন্যরকম ছিল। সত্যি মুগ্ধ হয়ে গেলাম ফুলের ফটোগ্রাফি দেখে। কোনটা দেখে কোনটা দেখবো ভেবেই পাচ্ছিলাম না। আমার যতদূর জানা চতুর্থ নাম্বার ফুলের ফটোগ্রাফিটি হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি। প্রত্যেকটা ফুলের বর্ণনাও খুব সুন্দর ভাবে দিলেন। সব মিলিয়ে ভালো লাগলো পুরো পোস্ট।
আমার চতুর্থ নাম্বার ফটোগ্রাফিটি ডায়ান্থাস ফুলের আপনার কাছে থেকে জানতে পেরে ভালো লাগছে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
জানা আর অজানা সব রংবে রং এর ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার সাতটি ফুলের একটি ফটোগ্রাফি দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। বেশ কিছু ফুল আমার পরিচিত হলেও কয়েকটি ফুলের নাম আমার জানা নেই। তবুও বেশ ভালো লাগলো আপনার করা সাতটি ফুলের একটি এ্যালবাম।
আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম আপু। ফুলকে আমরা সবাই কমবেশি ভালোবাসি। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
প্রথমে আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল এর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে চতুর্থ ফটোগ্রাফি আপনার নাম না জানা ফুলের ফটোগ্রাফি সত্যি ফুলটি অসাধারণ সুন্দর ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ।
আমার চতুর্থ নাম্বার ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভাই আপনি আজকে আমাদের মেসেজ শেয়ার করেছেন সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম। আপনার শেয়ার করা ফুল গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে কাঁটা মুকুট ফুল। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলকে আমরা সবাই ভালবাসি। আমার ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।
আমি তো একেবারে মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার ফটোগ্রাফি গুলোর দিকে। আমার কাছে ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে দেখতে, আর যদি হয় ফুলের ফটোগ্রাফি তাহলে তো কোন কথা নেই। আপনার এই পোষ্টের মাধ্যমে বেশ কয়েক রকমের ফুলের ফটোগ্রাফি দেখতে পেয়ে খুব ভালো লাগলো। বর্ণনা গুলো ও খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন আপনি। এরকম একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে ভালো লাগলো।
আমার প্রতিটি ফুলের ফটোগ্রাফি এগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন এটাই আমার সবথেকে বড় পাওয়া। সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।আপনার জন্য শুভকামনা রইল।
খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফটোগ্রাফিগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার কাছে জবা ফুলের এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।