"ভ্রমণ:- সিলেটের বিছনাকান্দির পর্যটন কেন্দ্রে"

in আমার বাংলা ব্লগlast month


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৮ শে আগস্ট, বুধবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000114393.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে আগস্ট মাসের শেষের দিকে সিলেটে ভ্রমণে বেরিয়েছিলাম। এই ভ্রমণটা আমার জীবনের সবথেকে বড় একটি ভ্রমণ ছিলো। আর এই ভ্রমণ থেকে আমি অনেক জ্ঞানলাভ করতে পেরেছি। আসলে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার ও প্রয়োজন হয় আর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বেশি বেশি ভ্রমণ করা আর জ্ঞান লাভ করা। এর আগে আমি সুনামগঞ্জ মিনি কক্সবাজার ভ্রমণ, পদ্মবিল ভ্রমণ, ফ্লাওয়ার গার্ডেন ভ্রমণ, সুনামগঞ্জের হাওর বিলাস ভ্রমণ, শিমুলবাগান ভ্রমণ ১ম ও ২য় পর্ব, অ্যাডভেঞ্চার জাদুকাটা নদী ভ্রমণ সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব‌ও ৪র্থ পর্ব, সুনামগঞ্জের নীলাদ্রি লেক- ১ম পর্ব ও ২য় পর্ব, সুনামগঞ্জের লাকমাছড়ার পথে ও "সুনামগঞ্জের লাকমাছড়া ভ্রমণ-১ম পর্ব, ২য় পর্ব, শেষ পর্ব, "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুরু" ও টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টায়ারের উদ্দেশ্যে, রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে-১ পর্ব, রাতারগুল সোয়াম্প ফরেস্ট মাজার ঘাটে পৌঁছালাম, "ডিঙি নৌকা নিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে", রাতারগুল সোয়াম্প ফরেস্টের সৌন্দর্য, রাতারগুল সোয়াম্প ফরেস্টের গহীনে মায়াবী সৌন্দর্য, "রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ শেষ করলাম", সিলেট ভোলাগঞ্জের সাদা পাথরে পৌঁছালাম", সাদাপাথর পর্যটন কেন্দ্র স্নানের প্রস্তুতি, সাদা পাথর পর্যটন কেন্দ্রের স্নানের আনন্দ ও সাদাপাথর ভ্রমণ শেষ করে নৌকা ঘাটের উদ্দেশ্যে, সাদাপাথর ভ্রমণ শেষ করলাম, "সিলেট হাইটেক পার্কে রাত্রিযাপন", সিলেটের বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা, সিলেটের বিছনাকান্দির পথে, সিলেটের অপরূপ সৌন্দর্য , সিলেটের মায়াবী দৃশ্য, হৃদয়ের শান্তি সবুজ প্রকৃতি, সিলেটের বিছনাকান্দি পৌঁছালাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষ করে পিসিমনির বাসায় এসে দুই দিন রেস্ট নিয়ে আবার রাতারগুল ও সাদাপাথর পর্যটন কেন্দ্র দেখার জন্য ও ভ্রমণ শুরু করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে "ভ্রমণ:-সিলেটের বিছনাকান্দির পর্যটন কেন্দ্রে" শেয়ার করবো।

20230903_105944.jpg

আমরা সিলেটের বিছনাকান্দি পৌঁছায়ে বাইক দুইটি নিরাপদ স্থানে রেখে মেইন পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা বিছানাকান্দির যে পাশে ছিলাম সে পাশে অবশ্য কোন ধরনের বাইকের গ্যারেজ ছিল না। তাই আমরা বাইক দুইটি নিজেদের সিকিউরিটির জন্যই সব রকম লক ইউজ করেছিলাম। বিছনাকান্দিতে আমরা পৌঁছানোর পর সেখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম।

20230903_110910.jpg

আমরা এবারের ভ্রমণে পুরো সিলেট ঘুরলেও এত কাছ থেকে ভারতের মেঘালয় পাহাড় বিছনাকান্দি এসেই দেখতে পেরেছিলাম। আর এখানকার মেঘালয় পাহাড়গুলো অনেক বড় বড় ছিলো। আমরা সুনামগঞ্জ তারপর সাদা পাথর থেকে যে মেঘালয় পাহাড় দেখেছিলাম তা একটু দূরে ছিলো। কিন্তু এত কাছ থেকে মেঘালয় পাহাড় দেখতে পেরে ভীষণ ভালো লাগছিলো।

IMG_3577.JPG

অনেক কাছে থেকে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখে ইচ্ছা করছিল যে এখানে পাহাড়ের উঠে ঘুরে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয় এই যে, মেঘালয় পাহাড়ের কোন অংশই বাংলাদেশের সীমানার ভেতর পড়েনি। সত্যি বলতে হবে পুরো সিলেট ভ্রমণে এই বিষয়টা আমি নিজের মন থেকে মেনে নিতে পারিনি। যদি মেঘালয় পাহাড়ের কিছুটা অংশ বাংলাদেশের ভেতরে পড়তো তাহলে বাংলাদেশের ভ্রমণ প্রিয় মানুষদের জন্য অনেক সুবিধা হতো।

IMG_3589.JPG

যাইহোক সেখানকার সৌন্দর্য উপভোগ করতে করতেই নিজেদের ছবি তোলা শুরু করলাম। যদিও আমি এখানে আসার আগে থেকেই ছবি তোলা শুরু করে দিয়েছিলাম। কারণ একটাই এসব ছবিগুলো আমার বাংলা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য। আমার কাকা আর আমার কনক দাদার বেশ কয়েকটি ছবি তুলে দিলাম।

IMG_3593.JPG

তারপর আমি আমার কনক দাদাকে বললাম যে, আমার কয়েকটা ছবি তুলে দিতে। যদিও আমি নিজের ছবি উঠতে একদমই পছন্দ করি না, কিন্তু এই মুহূর্তগুলো স্মৃতিময় করে রাখার জন্য হলেও ছবি উঠে রাখা ভালো। এখনো মাঝেমধ্যে গ্যালারিতে অনেক ছবির মাঝে যখন এসব ছবিগুলো ভেসে ওঠে তখন বিছনাকান্দিতে কাটানো সুন্দর মুহূর্ত মনে পড়ে।

IMG_3517-01.jpeg

সিলেটের বিছনাকান্দির পরিবেশটা একদম নির্জন। কারণ এই জায়গাতে পর্যটকেরা খুবই কম আসে অন্যান্য জায়গাগুলো থেকে। আর পর্যটকেরা কম আসার কারণ একটাই এখানকার যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। আমরা যে, রাস্তা ধরে সিলেটের বিছানাকান্দি এসেছিলাম এ রাস্তা দিয়ে বাইকাররা বাদে অন্য কেউই আসে না।

20230903_105947.jpg

সিলেটের বিছানাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য অনেক মনোরম। ছোট নদীর ভেতরে বড় বড় পিচ্ছিল পাথর আর মেঘালয় পাহাড়ের সৌন্দর্য বিছনাকান্দিকে স্বর্গীয় রূপ। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য মোহিত করে।

আজকে এ পর্যন্তই আমি আবার অন্য পোস্টে বিছনাকান্দি ভ্রমণ কাহিনী শেয়ার করবো।



ছবির বিবরণ


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: বিছনাকান্দি, সিলেট
তারিখ: ৩ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last month 

এখনো যাওয়া হয় নাই তবে যাওয়ার ইচ্ছা আছে, বেশ সুন্দর ফটোগ্রাফি। ধন্যবাদ

 last month 

অবশ্যই ভাই সৃষ্টিকর্তা চাইলে এই ইচ্ছা একদিন পূর্ণ হবে। অনুপ্রেরণা প্রদান করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ❤️❤️❤️

"Hey there, awesome community! 🤩💖 I just wanted to drop by and say a big THANK YOU for being part of this amazing ecosystem! 😊 My team and I are constantly working behind the scenes to make sure everything runs smoothly and efficiently. 💡 We're passionate about creating value for all users and contributing to the growth and success of Steem. 🌱 To help us continue doing so, please consider voting for our witness, @xpilar.witness, by heading over to https://steemitwallet.com/~witnesses! 🙏 It's a huge support, and we're grateful for every vote! 💕 Let's keep growing and thriving together! 🎉 Share your thoughts, ask questions, and engage with the content. Your voice matters, and we love hearing from you! 👇"

 last month 

দীর্ঘদিনের পরিকল্পনা থাকলেও সিলেটে ভ্রমণের তবে সম্ভব হয়নি এখনো। কিন্তু যাবো বললে হয় না একটা না একটা পরিস্থিতি খারাপ হয়ে থাকে। আপনি তো অনেক জায়গায় ভ্রমণ করলেন। এভাবে সবাই মিলে ভ্রমণ করার মজাই আলাদা। আজকের পর্বটা অসাধারণ ভালো লেগেছে দৃশ্যগুলো দারুণ ছিল।

 last month 

যদি সেরকম সময় হয় অবশ্যই সিলেটে গিয়ে ভ্রমণ করবে না আশা করি অনেক ভালো লাগবে আপু। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে সিলেট ভ্রমণের বিছনাকান্দির পর্যটন কেন্দ্রের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। আসলে সিলেটের মধ্যে এই জায়গাটি সত্যি দেখতে বেশ দারুন ছিল। আসলে এখানে আমরাও বন্ধুরা মিলে বেশ আনন্দ উল্লাস করেছিলাম এবং গোসল করেছিলাম। আসলে সিলেট ভ্রমণের প্রত্যেকটা জায়গায় প্রায় গোসল করার মত জায়গা ছিল এজন্যই সব থেকে বেশি ভালো লেগেছিল সিলেট ভ্রমণ। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ ভাই আমি মাঝেমধ্যেই আপনার সিলেট ভ্রমণ বিষয়ক পোস্ট দেখি। আমরা নিজেরাও সিলেট ভ্রমণ করে অনেক মজা পেয়েছিলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last month 

আপনাদের সিলেট ভ্রমণের আরো একটা পর্ব শেয়ার করেছেন। বিছনাকান্দি জায়গাটা তো ভীষণ সুন্দর। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। বড় বড় পাথর দূরে মেঘালয় পাহাড় সবকিছু মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে। ভ্রমণের মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

হ্যাঁ আপু সিলেটের বিছনাকান্দি জায়গাটা অনেক সুন্দর আমরা দারুণ উপভোগ করেছিলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

আপনি প্রতিনিয়ত সিলেটের এই সুন্দর জায়গা ভ্রমণ করে আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আপনার এই ভ্রমণের পর্বগুলো দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এই সুন্দর পর্ব শেয়ার করেছেন এবং সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ ধন্যবাদ এর পর্ব শেয়ার করার জন্য৷

 last month 

ভ্রমণ বিষয়ক পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে ভাই। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62241.82
ETH 2433.73
USDT 1.00
SBD 2.57