"সুনামগঞ্জের দিরাই হতে ঢাকার উদ্দেশ্যে রওনা"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ০৯ ই নভেম্বর, বুধবার, ২০২২ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আমার পোস্টটি হল সুনামগঞ্জের দিরাই হতে ঢাকার উদ্দেশ্যে রওনা। অনেকদিন হল পিসিমনির বাসায় এসেছি, বেশ ভালোই কাটালাম এখানে দিনগুলো। আগামী কাল থেকে আমার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হবে। যদিও খুব একটা বেশি জায়গায় ঘুরতে পারি নাই তবুও ছোট ভাইদের কে নিয়ে অনেক আনন্দে ছিলাম। খুবই খারাপ লাগছে যেতে ওদেরকে খুব মিস করবো।পিসিমণির বাসায় থেকে বেরোনোর একটু আগে ছোট ভাই বলছিল যে দাদা তোমাকে যেভাবেই হোক যেতে দেব না। কিন্তু আমাকে যেতে তো হবেই। বাসা থেকে বের হওয়ার সময় খুবই কান্নাকাটি করছিল ছোট ভাই দুটো। ওদের কান্না করে দেখে আমার খুবই খারাপ লাগছিল, কারন আমি ওদেরকে খুবই ভালোবাসি।
আমি এবং আমার বড় ভাই দুজনেই আজকে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার বড় ভাই কালকে ঢাকাতে আমার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার বাড়িতে যাবে। আমার পিসিমণির বাসা থেকে বাসস্ট্যান্ড আসতে পাঁচ মিনিট মত সময় লাগে। আমরা টিকিট কেটেছিলাম রাত দশটার বাসের কিন্তু এসে শুনি যে দশটা বাস নাকি নষ্ট হয়ে গেছে তাই যাবে না, তাই নয়টার যে বাস ছিল সেটাই দশটার দিকে যাবে। আসলে মেইন কথা হল দুইটা বাসের যাত্রীদের একটা বাসে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা কারণ আজকে এখান থেকে ঢাকাতে যাওয়ার লোক খুবই কম। কি আর করা ছিল ৯ টার বাসে এভাবেই উঠে পড়লাম যে সিটের টিকিট কেটেছিলাম সেই সিট আর পেলাম না, আমাদের অন্য সিটে যেতে হচ্ছে।
আমার পিসিমণি আমাদের আসা যাওয়ার সব টাকা পয়সা দিয়ে দিয়েছে। আজকে টিকিটের দাম সেদিনের তুলনায় কম নিয়েছে। কারণ ঢাকা থেকে সিলেটের এইদিকে আসার প্রচুর পরিমাণে যাত্রী পাওয়া যায়। কিন্তু এখন থেকে ঢাকাতে যাওয়ার যাত্রী কম বলেই ভাড়াটা কম নেয়।
পিসিমণি বাসা থেকে অনেক কিছু দিয়ে দিয়েছে, যতটা জিনিসপত্র আমি বাড়ি থেকে আনি তার থেকেও অনেক বেশি জিনিসপত্র আজকে আমাকে ঢাকায় নিয়ে যেতে হচ্ছে। পিসিমনের ছাদ বাগানের ড্রাগন ফল ও শিম, আমলকি, আমলকির আচার, বাদাম, কলা, বিস্কুট, সাবান এই সব কিছু দিয়ে আমার পার্সোনাল ব্যাগ বাদেও আরো বড় দুইটি ব্যাগ লেগেছে ব্যাগগুলোও অনেক ভারী হয়ে গেছে ।
খেলাধুলা করার জন্য ফুটবল এবং ভলিবল দিয়ে দিয়েছে। কিন্তু বর্তমানে খেলাধুলা করি না বললেই চলে কারণ খেলাধুলা করার সময় থাকলেও সঙ্গী নেই। আসলে ছোটবেলাতে প্রচুর পরিমাণে খেলাধুলা করতাম আমি।
এই নয়টার বাস, দশটার দিকে বাস ছাড়ার কথা থাকলেও আধা ঘন্টা দেরি করে সাড়ে দশটার দিকে বাসটি ছাড়ে। দশটা ছাড়ার পরে একটু শান্তি লাগছে।
আমাদের এই বাসটি রাতে মৌলভীবাজারে বিরতি দিবে একটি দিবে। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে পৌঁছাতে কালকে ভোর সকাল হয়ে যাবে। তবে আজকে ঠিকই খাবার আমার ব্যাগের ভেতরেই আছে। তাই জন্য হয়তো আজকে আর খিদে লাগবে না। হা হা হা
বাস স্ট্যান্ডে আসার পরে বাইরে দাঁড়িয়ে এবং বাসে উঠার পরে বসে বসে পোস্টটি লিখছি। যদিও আমার আজকের এই পোস্ট লিখতে ভালোই ঝামেলা পোহাতে হয়েছে কারণ বাইরে থেকে পোস্ট লেখা আসলে খুবই বিরক্তিকর। আমাদের যাত্রা যেন শুভ হয় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরাম্যান | @aongkon |
---|---|
ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
তারিখ | ০৯ নভেম্বর |
লোকেশন | দিরাই,সুনামগঞ্জ |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon
Hi, @aongkon,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @rex-sumon.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP