"সিলেটের জাফলং ভ্রমণ- ৩য় পর্ব"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২ রা অক্টোবর, বুধবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমরা প্রচন্ড রোদ্রের ভেতর শুকনো নদী দিয়ে হেঁটে হেঁটে জাফলং জিরো পয়েন্টের দিকে আগাতে থাকলাম। সেদিন রোদের তীব্রতা এতটাই বেশি ছিল যে, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছিলাম। তবে চলার পথে মাঝে মাঝে গাছের ছায়ায় দাঁড়িয়ে রেস্ট নিয়েছিলাম।
আমরা জাফলং জিরো পয়েন্টের খুব কাছাকাছি পৌঁছে দেখতে পেলাম বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে ইন্ডিয়ান বিএসএফ এর একটি ক্যাম্প। এই ক্যাম্পটি একটি পাহাড়ের উপরে নদীর ভেতর থেকে তো আকাশের দিকে রেখে এই বিএসএফ ক্যাম্পটি দেখতে হয়। যাইহোক প্রচন্ড রোধ আর পাথুরে পথ দিয়ে সামনের দিকে যেতে থাকলাম।
এই ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্পের খুব কাছাকাছি জাপলং জিরো পয়েন্ট। প্রথমেই জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতদিন শুধু মানুষের মুখে গল্প আর মোবাইলে ভিডিও দেখতাম। কিন্তু এখানে যাওয়ার পরে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে সত্যিই হৃদয় শান্ত হয়ে গিয়েছিল।
আমরা দেখলাম প্রচন্ড রোদের ভেতর দুপুরে অনেকেই এখানে স্নান করছে। আমাদের প্লানিং যেহেতু ছিল আমরা প্রথমে জাফলং জিরো পয়েন্টে আসবো তারপর এখান থেকে মায়াবী ঝর্নায় যাবো। তারপর মায়াবী ঝর্ণা দেখা শেষ করে জাফলং জিরো পয়েন্টে এসে বিকালে সময়টা কাটাবো।
প্রচন্ড রোদের ভেতরে হাটতে হাঁটতে আমরা হঠাৎ করেই আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম। আমি আর আমার বন্ধু রাহুল একসাথেই ছিলাম কিন্তু আমার দাদা কোন কার পলাশ কাকা দুজন আলাদা হয়ে গিয়েছিল। তারপর অবশ্য তাদেরকে খুঁজে পেতে আমাদেরকে ঝামেলা পোহাতে হয়েছিল।
আমি আর আমার বন্ধু মায়াবী ঝর্না দেখতে যাওয়ার জন্য জাফলং জিরো পয়েন্টে নৌকা ঘাটে অপেক্ষা করছিলাম। কিন্তু পলাশ কাকা ভুল করে অন্য জায়গাতে চলে যাওয়ার কারণে আমাদেরকে বেশ কয়েক মিনিট অপেক্ষা করতে হয়েছিল। আরে সময়ে আমাদের ফোনের সিমে নেটওয়ার্ক না পাওয়াতে একটু অসুবিধা হয়েছিল।
আমরা অবশ্য আগেই জানতাম যে জাফলং জিরো পয়েন্টে আসলে ফোনের সিমে আর নেটওয়ার্ক পাবে না। যাইহোক আমরা জাফলং জিরো পয়েন্টে বেশি সময় অতিবাহিত না করে নৌকা ঘাটে মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম।
আজকে এ পর্যন্তই আমি আবার অন্য পোস্টে জাফলং ভ্রমণ কাহিনী শেয়ার করবো।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: বিছনাকান্দি, সিলেট
তারিখ: ৩ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
সিলেটের জাফলং জায়গাটি খুবই সুন্দর। আর এত সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখে মুগ্ধ হয়েছি ভাই। সুন্দর একটি জায়গায় ভ্রমণ করেছেন আর সেই মুহূর্তগুলো উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ ভাই সিলেটে জাফলং জায়গাটিতে আমরা অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে চোখ ফেরানো মুশকিল। এত সুন্দর জায়গায় যাওয়ার সুযোগ হয়নি ভাইয়া। তবে ফটোগ্রাফি গুলো দেখেই তো চলে যেতে ইচ্ছে করছে। দারুন সময় কাটিয়েছেন আপনি। অনেক ভালো লেগেছে ভাইয়া।
আপু যদি কখনো সময় আসে অবশ্যই এই জায়গাটিতে গিয়ে ঘুরে আসবেন অনেক ভালো লাগবে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য হৃদয়কে মুগ্ধ করে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।