গত সাত দিনে SuperWalk এ আমার এক্টিভিটিস।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৩১ শে ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন হলো গ্রামের বাড়িতে এসেছি এখানে এসে অনেক সুন্দর সময় অতিবাহিত করছি। আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় এডমিন rex-sumon ভাই দারুন একটি অ্যাপসের সন্ধান দিয়েছে। আর এই অ্যাপস এর সাথে আমার বাংলা ব্লগের কোলাবরেশন রয়েছে। এই অ্যাপসের মাধ্যমে হাঁটাহাঁটি করে ক্রিপ্টো কয়েন আর্নিং করা যাবে। তাই আমাদের কমিউনিটি সবার উচিত SuperWalk অ্যাপ সম্পর্কে জানা এবং এই অ্যাপস এর সাত দিনের এক্টিভিটিস নিয়ে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে একটি করে পোস্ট করা। অবশ্য বর্তমানে এই নিয়মটা আমার বাংলা ব্লগের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে। এটা যে শুধুমাত্র একটা নিয়ম তা নয় এটা আমাদের জন্য একটা সুযোগ বলা যেতে পারে। আমরা যত বেশি SuperWalk এ এক্টিভিটিস বজায় রাখতে পারব আমাদের আর্নিং করার পথ তত বেশি সুগম হবে। আমার গত সাত দিনে SuperWalk অ্যাপসে যে এক্টিভিটিস ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করবো।
প্রথম দিন
আমি প্রথম দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী 3241 স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো 2860 আর Super cash ছিলো 894।
দ্বিতীয় দিন
আমি এই দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী 4926 স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো 3150 আর Super cash ছিলো 916।
তৃতীয় দিন
আমি তৃতীয় দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী 10954 স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো 3940 আর Super cash ছিলো 937।
চতুর্থ দিন
আমি চতুর্থ দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী 4197 স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো 4200 আর Super cash ছিলো 961।
পঞ্চম দিন
আমি চতুর্থ দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী 7862 স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো 4470 আর Super cash ছিলো 972।
ষষ্ঠ দিন
আমি চতুর্থ দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী 8120 স্টেপ হাটাহাটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো 6070 আর Super cash ছিলো 1004।
সপ্তম দিন
আমি চতুর্থ দিনে SuperWalk অ্যাপসের এক্টিভিটিজ অনুযায়ী 1180 স্টেপ হাঁটাহাঁটি করেছিলাম। এই দিনে আমার SuperMoney ছিলো 6180 আর Super cash ছিলো 1004।
এই ছিল গত এক সপ্তাহে SuperWalk এ আমার এক্টিভিটিস।
পোস্টের ছবির বিবরন
স্কিনশট: SuperWalk অ্যাপস
লোকেশন: মোহাম্মদপুর,ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
বাহ্ আপনি তো দেখছি দারুন একটিভিটিস বজায় রেখেছেন। সত্যি বলতে সুস্থ্য থাকার জন্য হাটার কোন বিকল্প নেই। আর আপনি কিন্তু গত সপ্তাহে অনেক হেটেছেন। আশা করবো এমন করেই নিজের একটিভিটিস বজায় রাখবেন।
বাহ তোমার এক্টিভিটি তো বেশ ভালো। তৃতীয় দিন তো অনেক হাঁটাহাঁটি করেছিলে। এক্টিভিটি ভালো আছে ধারাবাহিকভাবে কাজ করে যাও তোমার জন্য শুভকামনা রইল বন্ধু।
SuperWalk এ আপনার অ্যাক্টিভিটি দেখে ভালো লাগলো। গত এক সপ্তাহের পুরো রিভিউ আমাদের মাঝে শেয়ার করলেন। ভালোই হাঁটাহাঁটি করা হয় আপনার। যাইহোক শুভকামনা রইল ভাইয়া
বাহ্ আপনার একটিভিটিস তো অনেক ভালো। আপনি তৃতীয় দিনে দেখছি সব থেকে বেশি স্টেপ হেঁটেছেন দেখে বেশ ভালো লাগলো। এভাবেই একটিভিটিস বজায় রাখেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
এ সপ্তাহে হাঁটাহাঁটির এক্টিভিটি দেখে অনেক ভালো লাগলো। সবাই হাটাহাটির পরিমাণ বাড়িয়ে দিয়েছে । যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা দিক। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।
Nominated 💧
অবশ্যই করণীয়: SuperWalk এর একটি NFT জুতা buy করতে হবে। যদি সেটা মিনিমাম প্রাইসের ( ) হলেও। পরবর্তী SuperWalk পোস্টে ভোট পেতে আজই কিনে ফেলুন।
নোট: Buy করা NFT পুনরায় মার্কেটে sell করতে পারবেন।
আদেশক্রমে: কমিউনিটি ফাউন্ডার।
টিউটোরিয়াল: https://steemit.com/hive-129948/@rex-sumon/superwalk-nft-usdgrnd