ফটোগ্রাফি:- প্রকৃতির অপরূপ সৌন্দর্য।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৩০ শে জুলাই, শুক্রবার, ২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ফটোগ্রাফিকে একত্রিত করে কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাতটি রেনডম ফটোগ্রাফি পোস্টটি আপনাদের সাথে শেয়ার করবো। ফটোগ্রাফি করতে কম-বেশি সবারই ভালো লাগে তাই আমিও ব্যতিক্রমী নই। সুন্দর কিছু দেখলেই ইচ্ছা করে মোবাইলে সেটা ক্যামেরাবন্দি করে রাখতে। আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার আগে ফটোগ্রাফি করতে পারতাম না বললেই চলে কিন্তু এখানে যুক্ত হওয়ার পরে আস্তে আস্তে ফটোগ্রাফির প্রতি ভালোবাসাটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১৪ ই মে ২০২৪ খ্রিঃ
আমার প্রথম ফটোগ্রাফিটি শুকনো নদী আর তার ভেতরে পড়ে থাকা নৌকা। এই ফটোগ্রাফি টা আমি বেশ কয়েক মাস আগে করেছিলাম যখন গ্রামের বাড়িতে ছিলাম। আমি যখন বাড়িতে থাকি সব সময় চেষ্টা করি বড় ভাই ব্রাদার আর বন্ধুদেরকে নিয়ে ঘোরাফেরা করতে। শুকনো নদীতে নৌকার অবস্থা ভীষণ করুণ হয়। একটি নদীতে যতক্ষণ পর্যাপ্ত পরিমাণ জল থাকে ততক্ষণই সেই নদীতে নৌকা চলতে পারে।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: রাজবাড়ী
তারিখ: ৭ ই জুলাই ২০২৪ খ্রিঃ
আমার দ্বিতীয় ফটোগ্রাফিটিতে রয়েছে মেঘের অপরূপ দৃশ্য। আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ভাদ্র আশ্বিন মাসের দিকে আকাশে এ ধরনের সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো দেখা যায়। ঢাকাতে থাকতে দুপুরবেলাতে একদিন হঠাৎ করে ছাদে গিয়ে দেখি আকাশের দৃশ্য সুন্দর লাগছে। আর তখনই নিজের হাতে থাকা ফোন দিয়ে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলাম।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১৪ ই মে ২০২৪ খ্রিঃ
আবার তৃতীয় ফটোগ্রাফিটা ভেড়ার পালের ঘাস খাওয়া। এই ফটোগ্রাফিকেও অবশ্য অনেকদিন আগেই করেছিলাম যখন আমি গ্রামের বাড়িতে ছিলাম। যখন আমি এই গ্রামের বাড়িতে থাকি তখন প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে বের হয়। সবাই মিলে একসাথে ঘুরা ফেরা করতে ভীষণ ভালো লাগে। আর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার মাঝেই চমৎকার চমৎকার দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে রাখি। গোধূলি বিকালের দিকে ফেরার পালের ঘাস খাওয়ার দৃশ্য দেখতে খুব ভালো লেগেছিল তাই আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১৪ ই এপ্রিল ২০২৪ খ্রিঃ
আমার চতুর্থ ফটোগ্রাফিটি একটি কিশোরের ঘুড়ি নিয়ে যাওয়ার দৃশ্য। শৈশবের এই বয়সটা সত্যিই এখন ভীষণ মিস করি। যখন আমরাও এদের মতো বয়সে ছিলাম তখন এদের মতোই দুরন্ত ছিলাম ছুটে বেড়াতাম সবসময়। তখন ছিল না জীবনে ভবিষ্যৎ নিয়ে চিন্তাধারা তখন ছিল না দুমুঠো খাওয়ার চিন্তা। শৈশবের এই ঘুড়ি উড়ানোর দিন সত্যিই হৃদয় উড়ানো দিন।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ২ রা এপ্রিল ২০২৪ খ্রিঃ
আমার পঞ্চম ফটোগ্রাফিটিতে রয়েছে একটি ছাগল ছানা। এই ফটোগ্রাফিটি অবশ্য আমি অনেকদিন আগেই করেছিলাম তখন রমজান মাস চলছিলো। রমজান মাসের বেশিরভাগ দিনগুলোতে এবারে বাড়িতেই ছিলাম। বন্ধুদের সাথে ইফতার করতে বের হতাম। এই ছবিটি যেদিন তুলেছিলাম সেদিন বন্ধুদের সাথে নদীর ধারে ইফতার করতে গিয়েছিলাম। সবুজ ঘাসের উপর দিয়ে ছাগলছানার হেঁটে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছিলাম।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ১৭ ই জুলাই ২০২৪ খ্রিঃ
আমার ষষ্ঠ ফটোগ্রাফিটিতে রয়েছে নদীর অপরূপ দৃশ্য। নদীর দৃশ্য আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। গত মাসে বাড়িতে যাওয়ার পথে পদ্মা নদীর ভেতর থেকে এই ছবিটি ক্যামেরাবন্দি করেছিলাম। যখন চোখে যা ভালো লাগে তাই চেষ্টা করি ক্যামেরাবন্দি করে রাখার আর সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করি। মন ভালো অথবা খারাপ যেমনই থাকুক না কেন নদীতে সময় কাটাতে ভীষণ ভালো লাগে আমার কাছে।
ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: কুষ্টিয়া
তারিখ: ২৪ শে জুন ২০২৪ খ্রিঃ
আবার সপ্তম ফটোগ্রাফিতে রয়েছে মৃত একটি আমগাছ আর পূর্ণিমার চাঁদ। এই ফটোগ্রাফিটি যখন আমি করেছিলাম তখন আমাদের গ্রামের বাড়িতেই ছিলাম। পূর্ণিমার রাতে চাঁদ দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে। হঠাৎ করে রাতে বাইরে বের হয়েছিলাম তারপর এমন দৃশ্য চোখে পড়তেই ক্যামেরাবন্দি করে রেখেছিলাম।
পোস্টের বিবরন
পোস্ট ধরন | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @aongkon |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার সাতটি ফুলের রেনডম ফটোগ্রাফি নিয়ে অ্যালবাম ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
প্রকৃতির এরকম সৌন্দর্য ক্যামেরাবন্দি করা হলে তো দেখতে আরো বেশি ভালো লাগে। এ ধরনের ফটোগ্রাফি যত করি ততই ভালো লাগে, আর যত দেখি ততই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে সবগুলো ফটোগ্রাফি। আমার কাছে প্রথম এবং তৃতীয় নাম্বার ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে। আর পাতাবিহীন গাছের ফাঁকে চাঁদ দেখতে আরো বেশি দারুন লাগছে রাতের বেলায়। সত্যি আপনার সবগুলো ফটোগ্রাফি খুব ভালো হয়েছে।
হ্যাঁ আপু পাতা বিহীন গাছের ফাঁকে চাঁদ দেখতে ভীষণ ভালো লাগছিল। আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।
প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখলেই মনটা কেন যেনো ভরে যায়।আপনি অসাধারণ কিছু প্রকৃতির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল ভাই।ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
আমার তোলা ফটোগ্রাফি গুলা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি প্রকৃতির বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে সবসময়ই ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মধ্যে শুকানো নদীতে ভেসে থাকা নৌকা ও সবশেষের মৃতগাছ ও পূর্ণিমা চাঁদের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সবসময় আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমরা সবাই প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য সব সময় মানুষের মন কেড়ে নেয়। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। তবে অনেক দিন হলো ভেড়া দেখি না।আপনার ফটোগ্রাফি এর মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে মাঝে শেয়ার করার জন্য।
আসলে আপু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের হৃদয় কেড়ে নেয়। আমার ফটোগ্রাফি গুলা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মত আমাদের সকলেরই একই অবস্থা। এই ব্লগে জয়েন করার আগে ফটোগ্রাফি করার তেমন একটা নেশা ছিল। এই ব্লগে জয়েন করার পর থেকে এখন কোন কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছা করে। আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে নৌকার ফটোগ্রাফিটা অসম্ভব ভালো লাগছে দেখতে। শেষের ছবিটাও খুব সুন্দর হয়েছে।
আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার আগে ফোনের ক্যামেরা অন করতেই হাত কাব্য কিন্তু এখন আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার পরে আস্তে আস্তে সেই জড়তাটা দূর হয়ে গেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ চমৎকার ভাই। আপনার ফটোগ্রাফির দক্ষতা যে অনেক ভালো সেটা দেখেই বোঝা যাচ্ছে। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো ভাই। নদী এবং নৌকা, ভেড়ার পালের ঘাস খাওয়া সুন্দর আকাশ রাতের আকাশে চাঁদ সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
আমার প্রত্যেকটি ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
শেষের দুইটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার কাছে। বেশ ভালো লাগলো আপনার আজকের ফটোগ্রাফি গুলো দেখে। দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ছাগল ছানার ফটোগ্রাফি টাও দারুন হয়েছে। আপনাকে ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার করা শেষে দুইটা ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনার সবগুলো ছবিই অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে মৃত গাছ আর নৌকা এই দুটি ছবি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি করতে সব সময় অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আজকে আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো। অসাধারণ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
বিভিন্ন জায়গা থেকে ধারণ করা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের চমৎকার ফটোগ্রাফি আপনার কাজে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।