"মাটির উপর নৌকা বাইচ খেলা"

in আমার বাংলা ব্লগ10 months ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৯ই নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে আপনাদের সাথে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। পূজার ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলাম তারপর আর ঢাকাতে যাওয়া হয়নি আসলে হরতালের কারণে যেতে পারছি না। কয়েকদিন আগে আমাদের গ্রামে বাচ্চাদের খেলাধুলার জন্য একটি ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এর আগে আমি বাচ্চাদের গাদন খেলা নিয়ে আপনাদের সাথে একটি পোস্ট শেয়ার করেছিলাম। আর আজকে আমি বাচ্চাদের "মাটির উপর নৌকা বাইচ খেলা" আপনাদের সাথে শেয়ার করবো।

মাটির উপর নৌকা বাইচ এরকমের খেলার নাম আমি এর আগে কখনো শুনি নাই। যদিও বর্তমান ইউটিউব অথবা ফেসবুকে নতুন নতুন বিভিন্ন খেলা দেখতে পাওয়া যায় তবে এ ধরনের খেলা দেখি নাই। মাটির উপর নৌকা বাইচ খেলার জন্য দুইটি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিলো। চ্যাম্পিয়ন দলের জন্য ছিলো ১০ ইঞ্চি গোল্ডেন কাপ আর রানার্স আ দলের জন্য ছিল ৮ ইঞ্চি গোল্ডেন কাপ।

সেই দিন বাঁশবাগান ইনডোর স্টেডিয়ামের প্রধান আকর্ষণ ছিল মাটির উপর নৌকা বাইচ খেলা। গাদন খোলা শেষ হওয়ার সাথে সাথেই প্রস্তুতি শুরু হয়ে যায় মাটির উপর নৌকা বাইচ খেলার। আর এই বিশেষ আকর্ষণীয় খেলা দেখার জন্য দর্শকবৃন্দের ভিড় বাড়তে থাকে। একদম ছোট থেকে শুরু করে বৃদ্ধরা ও আসে বাচ্চাদের এই খেলা দেখার জন্য।

আর কিছু কিছু বাচ্চারা তো খেলা দেখার সুবিধার্থে বাঁশ গাছে উঠে পড়ে। আসলে এরকম একটি খেলায় এত মানুষজনের ভিড় দেখে সত্যিই মনের ভিতর অনেক ভালো লাগছিল। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা গুলোর এইটাই হলো বিশেষ আকর্ষণ। আর যে কোন খেলায় দর্শকবৃন্দ যতো বেশি হবে খেলার উত্তেজনা ততো বেশি হবে।

মাটির উপর নৌকাবাইচ খেলা এমন একটি খেলা, একটি দলীয় খেলা। আমাদের এখানে মাটির উপর নৌকাবাইচ খেলার জন্য দুটি দল সিলেক্ট করা হয়। একটি দল হচ্ছে জীবন মাহমুদের দল আরেকটি দল কাউসার মাহমুদের দল। প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় ছিলো। এই খেলায় শুধুমাত্র হাত খোলা থাকে আর সবার পা বাঁধা থাকে।

এই খেলায় শুধুমাত্র হাতের উপর ভর করে সামনের দিকে এগিয়ে কাঙ্খিত স্থানে পৌঁছাতে হয়। এই খেলাটা শুরু হওয়ার আগ পর্যন্ত সবার মনের ভেতরে বেশ কৌতুহল ছিলো। তারপর খেলাটা শুরু হওয়ার পরে সবাই দেশ আনন্দ উপভোগ করে খেলাটা। এই খেলায় দুই দলের ভেতর বিজয়ী হয় জীবন মাহমুদের দল।

কাওসার মাহমুদের দল গাদন ও মাটির উপর নৌকাবাইজ খেলায় রানার্স আপ হয়। তাই তাদের হাতে ৮ ইঞ্চি গোল্ডেন কাপ পুরস্কার তুলে দেওয়া হয়। আর এই পুরস্কারটি তাদের হাতে তুলে দেয় আমাদের এই খেলা পরিচালনাকারী মোহাম্মদ আক্কাস হোসাইন।

জীবন মাহমুদের দল গাদন খেলা ও মাটির উপর নৌকাবাইস খেলা দুটি খেলায় চ্যাম্পিয়ন হয়। তাই তাদের হাতে ১০ ইঞ্চি গোল্ডেন কাপ পুরস্কার তুলে দেয়া হয়। আর এই পুরস্কারটিও তুলে দেয় আমাদের খেলা পরিচালনাকারী মোহাম্মদ আক্কাস হোসাইন।

সেদিনের বাচ্চাদের এরকম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছিলো। আমিও বাচ্চাদের খেলা খুব সুন্দর উপভোগ করেছিলাম।



ইউটিউব লিংক

মাটির উপর নৌকা বাইচখেলা দেখতে উপরের ইউটিউব লিংকে ক্লিক করুন।



পোস্টের বিবরন

পোস্ট ধরনজেনারেল রাইটিং
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা১০৮ মেগাপিক্সেল
তারিখ৪ ঠা নভেম্বর ২০২
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 10 months ago 

ভাইয়া মাটির উপর নৌকা বাইচ খেলা আজকে তো আমি নতুন শুনলাম। সত্যি বলতে আমিও এটা আজকে নতুন দেখলাম। আপনারা বাঁশবাগানে ইনডোর স্টেডিয়ামে যে এত সুন্দর করে মাটির উপর নৌকা বাইচ খেলা আয়োজন করেছেন এবং নতুন কিছু জানতে পারলাম আপনার মাঝে। সত্যি ভাইয়া এই খেলা গুলি আমাদের বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ যাতে করে আমরা সব সময় নতুনত্ব পেয়ে থাকি এবং মেধার বিকাশ ঘটে। এবং অনেক সুন্দর ভাবে তাদের পুরষ্কৃত করা হয় এবং আপনি ইউটিউব লিংক এর। মাধ্যমে খেলাটি দেখেছেন উপভোগ করলাম। দেখে মজা পেলাম ভাইয়া সবাই একসাথে বসে বসে দৌড়াচ্ছে।

 9 months ago 

আমিও এর আগে এমন ধরনের খেলার কখনো নাম শুনিনি আবার দেখিও নাই। তবে বাচ্চাদের এরকম খেলা সবাই অনেক উপভোগ করেছে। আমার এই পোস্টটি আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকা যেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 10 months ago 

এর আগে আমি অনেকবার নদীতে নৌকা বাইচ খেলার কথা শুনেছি। কিন্তু কখনো শুনিনি মাটিতেও নৌকা বাইচ খেলা যায়। আপনার পোস্ট আমার কাছে আজকে একটু অন্যরকম লাগলো। কিন্তু খেলাটা দেখে এবং পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 9 months ago (edited)

আমিও এর আগে কখনো এ ধরনের খেলা দেখি নাই। তবে আমাদের বাঁশ বাগানে পাছা দিয়ে এই খেলা সবাই অনেক অনেক খুশি হয়েছিলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 10 months ago 

নৌকা বাইচ সাধারণত নদীতে হয় কিন্তু মাটির উপর নৌকাবাইজ আজকেই প্রথম শুনলাম। পোস্টের টাইটেল দেখার পরেও প্রথমে ভেবেছিলাম হয়তো নৌকার পেছনে চাক লাগানো আছে কিন্তু পরবর্তীতে দেখলাম লোকজন নিজেরাই নৌকা সেজেছে হা হা হা। ভিন্ন ধরনের আয়োজন উপভোগ করতে বেশ ভালই লাগে, আয়োজনটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ বন্ধু।

Posted using SteemPro Mobile

 9 months ago 

হ্যাঁ বন্ধু নৌকা বাইচ সাধারণত নদীতে হয় কিন্তু এই খেলাটা এমন একটা খেলা এই খেলার নাম মাটির উপর নৌকা বাইচ। হ্যাঁ একা এই খেলাতে বাচ্চারা নিজেরাই নৌকা সেজেছে আর হাতের উপরে ভর করে চলছে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

বন্ধু তুমি একটা ইউনিক খেলা আমাদের মাঝে উপহার দিয়েছো। এরকম খেলা আগে কখনো দেখিনি মাটির উপর নৌকা বাইচ। তোমার উপস্থাপনা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। এটাও তার ব্যতিক্রম না। যতই হরতাল থাক দ্রুত ঢাকায় আসো দেখা করব কথা আছে তোমার সাথে অনেক। ইউনিক একটা পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আসলেই বন্ধু এই খেলাটা আমার কাছেও অনেক ইউনিক মনে হয়েছে। আমার উপস্থাপনা তোমার কাছে অনেক ভালো লাগে এটা সত্যিই অনেক বড় পাওয়া আমার জন্য। অসংখ্য ধন্যবাদ বন্ধু সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64475.77
ETH 2770.60
USDT 1.00
SBD 2.66