সাদাপাথর ভ্রমণ শেষ করলাম।

in আমার বাংলা ব্লগ3 months ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৭ ই জুলাই , রবিবার, ২০২৪ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000102094.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা অনেকে জানেন যে, আমি গত বছরে আগস্ট মাসের শেষের দিকে সিলেটে ভ্রমণে বেরিয়েছিলাম। এই ভ্রমণটা আমার জীবনের সবথেকে বড় একটি ভ্রমণ ছিলো। আর এই ভ্রমণ থেকে আমি অনেক জ্ঞানলাভ করতে পেরেছি। আসলে মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার ও প্রয়োজন হয় আর মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বেশি বেশি ভ্রমণ করা আর জ্ঞান লাভ করা। এর আগে আমি সুনামগঞ্জ মিনি কক্সবাজার ভ্রমণ, পদ্মবিল ভ্রমণ, ফ্লাওয়ার গার্ডেন ভ্রমণ, সুনামগঞ্জের হাওর বিলাস ভ্রমণ, শিমুলবাগান ভ্রমণ ১ম ও ২য় পর্ব, অ্যাডভেঞ্চার জাদুকাটা নদী ভ্রমণ সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব‌ও ৪র্থ পর্ব, সুনামগঞ্জের নীলাদ্রি লেক- ১ম পর্ব ও ২য় পর্ব, সুনামগঞ্জের লাকমাছড়ার পথে ও "সুনামগঞ্জের লাকমাছড়া ভ্রমণ-১ম পর্ব, ২য় পর্ব, শেষ পর্ব, "সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুরু" ও টাঙ্গুয়ার হাওর ও মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টায়ারের উদ্দেশ্যে, রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে-১ পর্ব, রাতারগুল সোয়াম্প ফরেস্ট মাজার ঘাটে পৌঁছালাম, "ডিঙি নৌকা নিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে", রাতারগুল সোয়াম্প ফরেস্টের সৌন্দর্য, রাতারগুল সোয়াম্প ফরেস্টের গহীনে মায়াবী সৌন্দর্য, "রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ শেষ করলাম", সিলেট ভোলাগঞ্জের সাদা পাথরে পৌঁছালাম", সাদাপাথর পর্যটন কেন্দ্র স্নানের প্রস্তুতি, সাদা পাথর পর্যটন কেন্দ্রের স্নানের আনন্দ ও সাদাপাথর ভ্রমণ শেষ করে নৌকা ঘাটের উদ্দেশ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষ করে পিসিমনির বাসায় এসে দুই দিন রেস্ট নিয়ে আবার রাতারগুল ও সাদাপাথর পর্যটন কেন্দ্র দেখার জন্য ও ভ্রমণ শুরু করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে "সাদাপাথর ভ্রমণ শেষ করলাম" শেয়ার করবো।

ভ্রমণের গাইডলাইন


আমরা আজকে যেখানে ভ্রমণ করবো এই জায়গাটির নাম ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটি সিলেট বিভাগীয় শহর থেকে ৩২ কিলোমিটার দূরে। সাদা পাথর পর্যটন কেন্দ্রটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত। এই সৌন্দর্যময় স্থানটি ভারত এবং বাংলাদেশের সীমান্তে মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। ‌‌ সিলেট শহর থেকে এই পর্যটন কেন্দ্রটিতে আসার জন্য অনেক বাস পাওয়া যায়। তবে আমাদের বাইক ছিল তাই আমরা বাইক নিয়ে গিয়েছিলাম। সিলেট শহর থেকে ভোলাগঞ্জে যেতে এক ঘণ্টার মতো সময় লাগে। ‌ভোলাগঞ্জে বাস থেকে নেমে ধলাই নদীর ১০ নম্বর নৌকা ঘাটে গিয়ে ৮০০ টাকা দিয়ে সাদা পাথর পর্যটন কেন্দ্রটিতে যাওয়া আসার জন্য ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হয়। নৌকা নিয়ে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রটিতে যেতে ১৫ মিনিট মতো সময় লাগে



20230902_152705.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

আমরা সিলেট ভোলাগঞ্জের সাদাপাথর লোটন কেন্দ্র থেকে স্নান শেষ করে ফেরার সময় নৌকা ঘাটে এসে কিছু সময় অপেক্ষা করতে হয়েছিলো। কারণ আমরা নৌকা ঘাটে এসে আমাদের নৌকা খুঁজে পাচ্ছিলাম না। তারপর নৌকার মাঝির সাথে ফোনে কথা বলার পরে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে বলেছিলো। সাদাপাথর ভ্রমণ শেষ করে প্রচন্ড রোদের ভেতরে সত্যি নৌকার জন্য অপেক্ষা করতে বেশ বোরিং লাগছিলো।

20230902_154639.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

প্রচন্ড রোদের ভেতর নৌকা ঘাটের দাঁড়িয়ে বোরিং লাগলেও এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না। প্রচন্ড স্রোতস্বিনী ধলাই নদী তার ওপারে রয়েছে মেঘালয় পাহাড়ের অপরূপ সৌন্দর্য। অনেক বড় বড় মেঘালয় পাহাড় গুলো দেখে মনে হচ্ছিল যে, মেঘের সাথে মিলিয়ে গেছে। আমার কাছে তখন মনে হচ্ছিলো মেঘালয় পাহাড়ের কিছু অংশ যদি বাংলাদেশের ভেতর থাকতো তাহলে সেখানে অনেক আনন্দে ভ্রমণ করতে পারতাম খুব ভালো হতো।

20230902_154907.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

কিন্তু দুঃখের বিষয় এই যে, মেঘালয় পাহাড়ের কোন অংশই বাংলাদেশের ভেতরে নেই। আসলে ব্রিটিশরা এমনভাবে আমাদের এই পুরো ভারতবর্ষ ভাগ করেছে যেটা আমাদের সবার কাছে প্রশ্নবিদ্ধ। আমাদের বাংলাদেশী ভ্রমণ পর্যটকদের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দূর থেকেই উপভোগ করা লাগে এটা বেশ দুঃখজনক। আমরা বেশ কিছু সময় নৌকা ঘাটের অপেক্ষা করার পরে আমাদের কাঙ্খিত নৌকা পেয়ে যায়।

20230902_155514.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

তারপর আমরা সবাই নৌকাতে উঠে বসলাম। আমরা নিজেরা বেশ কয়েকটি ছবি উঠলাম স্মৃতি করে রাখার জন্য। আমার কাছে ভ্রমন মানুষের অনেক বেশি স্মৃতি তৈরি করে। আর এই সুন্দর স্মৃতিগুলো মৃত্যুর আগ পর্যন্ত রয়ে যায় হৃদয়ে। আর এই কারণেই ভ্রমণ করতে আমি এত বেশি পছন্দ করি। আর সবাই মিলে ভ্রমণ করলে নিজেদের ভিতর পারস্পারিক সম্পর্ক অনেক বেশি সুন্দর হয়।

20230902_155437.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

আমরা নৌকাতে ওঠার কয়েক মিনিট পরে আকাশে বেশ ভালোই মেঘ লক্ষ্য করলাম। আকাশের একপাশে কালো মেঘ আরেক পাশে সাদা মেঘ সূর্যের কিরণ দেখা যাচ্ছিল কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছিলো। যদিও প্রচন্ড রোদের ভেতরে মেঘ ভালই লাগছিলো ধলাই নদীর ঠান্ডা বাতাসের শীতল পরশ পেয়ে নৌকাতে বসে বসে সবাই মিলে গান গেয়েছিলাম। এই সুন্দর স্মৃতিময় মুহূর্ত রয়ে যাবে জীবনের অন্ত পর্যন্ত।

20230902_164113.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

যাইহোক আমরা মিনিট বিশের ভেতরেই কোম্পানীগঞ্জের নৌকা ঘাটে চলে এসেছিলাম। তারপর নৌকা থেকে নেমে আমাদের বাইক নিয়ে আমরা সিলেট হাইটেক পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন দুপুরের দিকে কিছু না খাওয়ার কারণে বেশ ভালোই ক্ষুধা লেগে গিয়েছিলো। তাই আমরা হাইটেক পার্কে যাওয়ার আগেই কোম্পানীগঞ্জের টুকেরহাটে আমাদের যাত্রা বিরতি দিয়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। তিন ভাই রেস্টুরেন্টের খাবার আমার কাছে অনেক সুন্দর লেগেছিলো। আবার যদি কখনো এই জায়গাটিতে বেড়াতে আসি তবে অবশ্যই তিন ভাই রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা হয়েছে।

20230902_165954.jpg


ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশন: সাদাপাথর, সিলেট
তারিখ: ২ রা সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ

আমরা তিন ভাই রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষ করে সিলেট হাইটেক পার্কের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করলাম। কোম্পানীগঞ্জের এই রাস্তাটি আরসিসির তৈরি ও দেখতে ভীষণ সুন্দর। আমরা রাতে সিলেট হাইটেক পার্কে রাত্রি যাপন করেছিলাম সেই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে অন্য একটি পোস্টটি শেয়ার করবো।



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা থাকাও বেশ দরকার। আর তার জন্য ভ্রমণ করা জরুরী। আপনার ভ্রমণের অভিজ্ঞতা পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সাদাপাথর ভ্রমণের সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

শারীরিক সুস্থতার পাশাপাশি যদি মানসিকভাবে সুস্থ থাকা যায় তাহলে জীবন সুন্দর হয়। আর জীবনকে সুন্দর করতে হলে অবশ্যই ভ্রমণ করা উচিত। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

অনেক সুন্দর একটি পোস্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনাদের এই ভ্রমণ পোস্টগুলো আমি খুবই পছন্দ করে থাকি। বেশি দারুণভাবে উপস্থাপন করেছেন আপনি সাদা পাথরের সেই সমস্ত জায়গাগুলো বাড়ানোর মুহূর্ত। এর আগেও বেশ কয়েকটা পোস্ট আপনাদের দেশে কি। যাহোক আজকে আবার নতুন এক্সপেরিয়েন্স হলো।

 3 months ago 

আমার ভ্রমণ বিষয়ক পোস্টগুলো আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। সন্ধ্যা সাবলীল ভাষায় মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 months ago 

মানসিকভাবে সুস্থ থাকতে ভ্রমণ জরুরি।আপনি একদম ঠিক বলেছেন।আসলে শারীরিক সুস্থতা যেমনি জরুরি মানুষের জন্য মানসিক সুস্থতা ও তেমনি জরুরি।আমাদের সকলের উচিত মাঝে মাঝে ভ্রমণ করা।সিলেট এর খুব সুন্দর একটি জায়গা আপনি ভ্রমণ করেছেন।ভালো লাগলো ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

হ্যাঁ আপু আপনি সত্যি বলেছেন আমাদের সবার উচিত মাঝেমধ্যে ভ্রমন করা। সাদা পাথর জায়গাটি অনেক সুন্দর জায়গা ভ্রমণ করে বেশ মজা। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

অবশেষে ভ্রমণের শেষ পর্ব শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। ৮০০ টাকা দিয়ে নৌকা ভাড়া করেছিলেন জেনে ভালো লাগলো। জায়গাটি সত্যি অনেক সুন্দর। কখনো যাওয়ার সুযোগ হবে কিনা জানিনা তবে চেষ্টা করবো যাওয়ার।

 3 months ago 

সাদা পাথর জায়গাটি অনেক সুন্দর। এমন সুন্দর জায়গায় গেলে হৃদয় মুহূর্তেই রিফ্রেস হয়ে যায়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 61434.10
ETH 2474.37
USDT 1.00
SBD 2.64