খেলা রিভিউ:- আর্জেন্টিনা বনাম কানাডা।

in আমার বাংলা ব্লগlast month (edited)


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ১০ ই জুলাই, বুধবার, ২০২৪ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

1000103432.jpg

কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে, বর্তমানে ফুটবলের বড় দুটি টুর্নামেন্ট হচ্ছে। একটি টুর্নামেন্ট ইউরোপে হচ্ছে আরেকটি টুর্নামেন্ট আমেরিকাতে হচ্ছে। আপনারা যারা ফুটবলপ্রেমী তারা অবশ্য এই দুটি টুর্নামেন্টের ম্যাচগুলো দেখে থাকবেন। আমি ফুটবলপ্রেমী একজন মানুষ তাই ফুটবল খেলা দেখতে ভীষণ পছন্দ করি। আজকে আমি কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচের রিভিউ শেয়ার করবো। কোপা আমেরিকার সেমিফাইনালে আজকে মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা বনাম কানাডা। আজকের ম্যাচটি সেমিফাইনাল ম্যাচ বলে বেশ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আর ফুটবলের সেমিফাইনাল ম্যাচ মানেই জমজমাট খেলা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।



ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

আজকের খেলায় দর্শক ছিল চোখে লাগার মতো, পুরো স্টুডিয়াম যেনো কানায় কানায় ভরা। আজকে আমেরিকার মেটলাইফ স্টুডিয়ামে খেলা হয়েছে আর এই খেলা দেখার জন্য আজকে দর্শক সংখ্যা ছিল ৮০ হাজার ১০২ জন। এবারের কোপা আমেরিকার আসরে আর্জেন্টিনা দল এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। তাছাড়া কানাডা দল এবার শুধুমাত্র আর্জেন্টিনার কাছেই গ্রুপ পর্বে হেরেছিলো।

আজকের ম্যাচে যে, দল জিতবে সে দল সরাসরি ফাইনালে চলে যাবে। তাই দুইদলের কাছেই ফাইনালে যাওয়ার দারুণ সুযোগ থাকবে। কোপা আমেরিকা ম্যাচগুলো বাংলাদেশ টাইমের খুব ভোরে শুরু হয়। আর আজকের ম্যাচটিও খুব সকালে শুরু হয়েছিলো, তাই আমার কাছে ম্যাচটি খুবই ভালো লেগেছে এবং আমি ম্যাচটি সম্পূর্ণভাবে উপভোগ করেছি।



মূল খেলার রিভিউ


প্রথমার্ধ

1000103411.jpg

আজকের ফাইনাল ম্যাচে রেফারি বাঁশিতে ফু দেওয়ার পরেই খেলা শুরু হয়ে যায়। প্রথম থেকেই দুই দলই বেশ ভালো খেলতে থাকে। আর্জেন্টিনা বল দখলে প্রথম থেকেই এগিয়ে থাকে, কিন্তু আক্রমের দিক দিয়ে কানাডা এগিয়ে থাকে।

1000103416.jpg

তারপর ম্যাচের বাইশ মিনিটের মাথায় ডি পলের অ্যাসিস্টে গোল করেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনা দলের দি পলের এই আসিস্ট সত্যিই দেখার মতো ছিলো। বর্তমানে আর্জেন্টিনা দলের মধ্য মাঠের মূল কান্ডারী ডি পল। তাছাড়াও আর্জেন্টিনা দলের মাঝ মাঠে যেসব প্লেয়ার খেলে সবাই ভালো।

1000103419.jpg

আর্জেন্টিনা এখন পর্যন্ত একটি গোল করলেও কানাডা বেশ দারুন খেলছিলো। কানাডা যদি কয়েকটা সুযোগ মিস না করতো তাহলে আর্জেন্টিনা থেকে কানাডা অনেকে এগিয়ে থাকতো গোল সংখ্যাতে। কিন্তু খেলা দেখে বুঝলাম কানাডার স্ট্রাইকার অনেক দুর্বল তাছাড়া যে, সুযোগ পেয়েছিলো আর্জেন্টিনাকে গোল দিতে পারতো।

1000103420.jpg

আজকের খেলায় প্রথমার্ধ পর্যন্ত আর্জেন্টিনা ও কানাডা দুই দলই ভালো খেলেছে। আর্জেন্টিনা বলে দখলে এগিয়ে থাকলেও কানাডার অ্যাটাকিং ভালো ছিলো। প্রথমার্ধ শেষে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করেছে।



হাফ টাইম

আর্জেন্টিনা ১-০ কানাডা


দ্বিতীয়ার্ধ

1000103425.jpg

দ্বিতীয়ার্ধের খেলার কয়েক মিনিটের ভেতরেই আর্জেন্টিনা দল আরো একটি গোল করে। এই গোলের মূল অবদান ছিলো এনজে ফার্নান্দেজের তিনি মূলত এই গোলের এসিস্ট করেছিলো আর গোল করেছিলো লিওলেন মেসি।

1000103426.jpg

এবারের কোপা আমেরিকা আসরে লিওলেন মেসির এটাই প্রথম গোল। এর আগে একটি এসিস্ট করলেও গোলের দেখা আজকেই প্রথম পেলো। আজকে মেসি গোল করাতে মনের ভিতরে ভীষণ ভালো লাগছিলো। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে লিওনেল মেসি প্রতিটা গোল করার পরে মেসি সৃষ্টিকর্তাকে সেই গোল উৎসর্গ করে।

1000103427.jpg

আজকে খেলার মোটামুটি ৮০ মিনিট পর্যন্ত দুই দল বেশ ভালো খেলেছিলো তবে আর্জেন্টিনা দল দুই গোলে এগিয়ে ছিলো‌। আজকের সেমিফাইনালের এই ম্যাচটি বেশ ফ্রেশ ছিলো। কারণ ফাউলের সংখ্যা যে, ম্যাচে যত কম থাকে সেই ম্যাচ দেখতে ততোই ভালো লাগে।

1000103430.jpg

তারপর ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পরে রেফারি আরো ৪ মিনিট অতিরিক্ত সময় যোগ করে। তারপর অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার পরে রেফারি লম্বা বাঁশি দিয়ে আজকের খেলাটি সমাপ্ত করে। আজকে সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম কানাডার এই ম্যাচটি বেশ উপভোগ করেছি।



আমার ব্যক্তিগত মতামত

আমি নিতান্তই একজন খেলা প্রেমী মানুষ। ফুটবল খেলা খুবই পছন্দের একটি খেলা আমার। ফুটবল খেলতে এবং খেলা দেখতে খুবই পছন্দ করি। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচটি সত্যি আমার কাছে দারুন লেগেছে। আমি মনে করি এই ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কারণ কানাডা যদি গোলের সুযোগ মিস না করতো তাহলে খেলা আরো বেশি উপভোগ্য হতো। আমি বরাবরই একজন মেসি ভক্ত তাই খেলার প্রথম থেকেই ব্যক্তিগতভাবে আর্জেন্টিনা ফুটবল দলের সাপোর্ট করছিলাম। আজকের ম্যাচটি জিততে পেরে আমি অনেক খুশি। আমি সবসময় এভাবেই লিওনেল মেসির খেলাকে উপভোগ করতে চাই।



পোস্টের ছবির বিবরন


ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
স্ক্রিনশট সোর্সToffee
তারিখ১০ ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

চমৎকার রিভিউ ভাই, খেলা না দেখে আপনার রিভিউ পড়েই মনে হলো পুরো খেলা দেখে ফেলেছি। অনেক সুন্দর ছিলো উপস্থাপনা। ধন্যবাদ

 last month 

অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার সুন্দর অনুপ্রেরণা হৃদয়ে শক্তি যোগায়।

 last month 

আসলে ভাই বিশ্বকাপে পর থেকে আর্জেন্টিনা যে পারফর্ম এ পারফর্মটা যদি ধরে রাখে আগামী বিশ্বকাপ জে আর্জেন্টিনা ঘরে যাবে না এটা এতে কোন সন্দেহ নেই। আজকে খেলাটা দেখা হয়নি তবে হাইলাইটস দেখলাম। আর আপনার রিভিউ পরে আরো পরিষ্কার হয়ে গেল। আগামী ফাইনাল ম্যাচের জন্য আর্জেন্টিনা শুভকামনা রইলো।

 27 days ago (edited)

অবশ্যই ভাই আর্জেন্টিনা দলে এরকম খেলতে থাকলে আমরা আগামী বিশ্বকাপ গড়ে তুলতে পারবো। বর্তমানে আর্জেন্টিনা দলটা পুরাই আগুন। আমার রিভিউ পড়ে স্পষ্ট ধারণা লাভ করেছেন জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last month 

ফুটবল প্রেমিদের জন্য এখন বেশ পয়মন্ত সময়। একদিকে কোপা আমেরিকা অন্যদিকে ইউরো কাপ। কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচ, কানাডা বনাম আর্জেন্টিনা ম্যাচের খুব সুন্দর রিভিউ উপস্থাপন করেছেন ভাইয়া। কানাডাও ভালো খেলেছেন কিন্তু বড় দলের যে অভিজ্ঞতা তার কাছেই হেরে গেছেন কানাডা। অভিনন্দন আর্জেন্টিনা। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 27 days ago 

হ্যাঁ আপু কানাডা ভালো খেলেছে তবে বড় দলের অভিজ্ঞতার কাছে হেরে গেছে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

কোপা আমেরিকা-২৪ এ মেসি কোন গোল পেল না। পেনাল্টি পর্যন্ত মিস করেছে মেসি। তবে সেমিফাইনালে গিয়ে মেসির পায়ের জাদুতে একটি গোল হলো। সত্যি খেলাটি অনেক আকর্ষণীয় ছিল এবং খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

আগে আর্জেন্টিনা দলের মেসি নির্ভর ছিলো কিন্তু বর্তমান সময়ে আর্জেন্টিনা দল তেমন একটা মেসি নির্ভর নয়। আর এই কারণেই আর্জেন্টিনা দল এখন বেশ শক্তিশালী। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last month 

আর্জেন্টিনা বনাম কানাডা খেলার চমৎকার খেলা উপভোগ করেছেন দেখছি।মেসি গোল করে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে উৎসর্গ করেছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে খেলার সুন্দর রিভিউ দেওয়া জন্য।

 27 days ago 

হ্যাঁ দিদি আর্জেন্টিনা বনাম কানাডার খেলা বেশ উপভোগ করেছি। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ।

 last month 

আর্জেন্টিনা নামের পাশে প্রতিপক্ষ হিসেবে কানাডা খুবই ছোট নাম। এই ম‍্যাচের ফলাফল যে কী হতে পারে সেটা আগেই জানতাম। হ‍্যা যেমনটা চিন্তা করেছিলাম তেমনটাই হয়েছে। সেরকম কোন ঝামেলা ছাড়াই ফাইনালে আর্জেন্টিনা। যদিও ম‍্যাচটা আমি দেখিনি কিন্তু ম‍্যাচের স্ট‍্যাটাস দেখে নিয়েছিলাম।

 27 days ago 

এটা সত্যি বলেছেন ভাই আর্জেন্টিনা নামের পাশে প্রতিপক্ষ হিসেবে কানাডা নাম খুবই ছোট। অবশ্যই ভাই আমিও চিন্তা করেছিলাম এবার আর্জেন্টিনা দল খুব অনায়াসেই ফাইনালে চলে যাবে। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 28 days ago 

আর্জেন্টিনা বনাম কানাডার মধ্যকার ম্যাচ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ম্যাচটি আমি দেখেছি খুবই উত্তেজনা পূর্ন একটি ম্যাচ ছিল। আর্জেন্টিনার খেলা দেখে আমি মুগ্ধ কারন তারা খুবই সুন্দর খেলা করে। আশা করছি এইবারে তারা কোপা আমেরিকা জয় করবে। ধন্যবাদ ভাই

 27 days ago 

হ্যাঁ ভাই আর্জেন্টিনা আর কানাডার মধ্যকার ম্যাচ ভীষণ উত্তেজনা পূর্ণ ছিলো। যারা এই ম্যাচটি দেখেছে তারা বেশ উপভোগ করেছে শেষ করে আর্জেন্টিনা দলের সমর্থকরা। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 26 days ago 

আপনি কোন দল করেন ভাই? শুকরিয়া জানাই ভাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61263.81
ETH 2676.81
USDT 1.00
SBD 2.59