"টানা এক বছর প্রতিদিন পোস্ট করার অনুভূতি"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৮ ই মার্চ, সোমবার, ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকেই চেষ্টা করে যাচ্ছি এখানে ভালো ভালো কনটেন্ট শেয়ার করতে। আজকে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হওয়ার এক বছর পূর্ণ হলো। সত্যি বলতে আজকের দিনে আমি ভীষণ আনন্দিত। এ কমিউনিটিতে যখন থেকে যুক্ত হয়েছিলাম ঠিক তখন থেকে আবার ইচ্ছা ছিল যে, এ কমিউনিটিতে আমি নিয়মিত অর্থাৎ প্রতিদিন এর কাজ প্রতিদিন করবো। অবশ্য লেভেলে থাকা অবস্থায় প্রতিদিন পোস্ট করতে না পারলেও কমেন্টস একটিভিটিস থেকে শুরু করে ডিসকভারের অ্যাক্টিভিটিস থাকার চেষ্টা করেছি। কিন্তু আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনদিন কোন পোস্ট করা মিস করিনি। আমার বাংলা ব্লগে ভেরিফাইড মেম্বার হওয়ার পর থেকে টানা এক বছরে প্রতিদিন পোস্ট করার অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করবো।
আমি যখন আমার বন্ধু রাহুলের রেফার নিয়ে আমার বাংলা ব্লগে যুক্ত হই। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে, স্টিমেট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমি নিয়মিত কাজ করব। আর আমার স্টিমিট প্লাটফর্মের আমার বাংলা ব্লগে নিয়মিত কাজ করার অনুপ্রেরণা দিতো আমাদের শ্রদ্ধেয় এডমিন সুমন ভাই। সত্যি বলতে তার অনুপ্রেরণার জন্যই আজকে আমার এ পর্যন্ত আসা। আমি আবার বাংলা ব্লগের সাথে যুক্ত হয়েছি প্রায় এক বছর ৭ মাস মতো। তবে প্রথমে এবিবি স্কুল থেকে পড়াশোনা করে ভেরিফাইড মেম্বার হতে সময় লেগেছিলো সাত মাস। এই সাতটি মাস আমাকে ভীষণ অপেক্ষা আর ধৈর্যের সাথে পার করতে হয়েছিল।
একজন লেভেলে থাকা মেম্বার জানে যে, ভেরিফাইড মেম্বার হওয়ার আগ পর্যন্ত কতটা অপেক্ষা আর কতটা ধৈর্যশীল হতে হয়। বর্তমানে আমার বাংলা ব্লগে নিয়ম অনুযায়ী এবিবি স্কুল থেকেই লেভেল গুলো অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হওয়া যায়। সত্যি বলতে এটা এবিবি স্কুলের দারুন একটা নিয়ম। কারণ এখান থেকে এই কমিউনিটি এবং স্টিমিট প্ল্যাটফর্মের বিস্তারিত বিষয় জেনে লেখাপড়া করে একজন ভেরিফাইড মেম্বার হলে তার জন্য এই প্লাটফর্মে টিকে থাকাটা অনেক সহজ হয়। আমি বা আপনি যেখানেই যায় না কেন শিক্ষার গুরুত্বটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আজকের এই দিনে অর্থাৎ ১৮ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে আমি ভেরিফাইড মেম্বার ট্যাগ পেয়েছিলাম। অবশ্য এবিবি স্কুল থেকে লেভেল ফাইভ অতিক্রম করেছিলাম ১৭ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে। সত্যি বলতে সেদিনের আনন্দ সেদিনের অনুভূতিটা ব্যক্ত করার মত নয়। এবিবি স্কুল থেকে পাসকৃত একজন ভেরিফাইড মেম্বার জানে প্রত্যেকটি লেভেল অতিক্রম করে ভেরিফাইড মেম্বার হওয়ার আনন্দ আর অনুভূতি সম্পর্কে। সত্যি বলতে আমি ভেরিফাইড মেম্বার হওয়ার পরে এতটাই এক্সাইটেড ছিলাম যে, ভেরিফাইড মেম্বার ট্যাগ পাওয়ার পরে সেদিনে আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হওয়ার অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
আমি লেভেলে থাকা অবস্থায় অবশ্য একদিন একটা আপুর পোস্ট দেখেছিলাম যে, সে টানা এক বছরে প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট শেয়ার করেছে। তার পোস্ট পড়ে বুঝতে পেরেছিলাম যে, আমাদের শ্রদ্ধেয় @rme দাদাও টানা এক বছর পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দাদার অতিরিক্ত ব্যস্ততার কারণে টানা এক বছর প্রতিদিন পোস্ট শেয়ার করতে পারেননি। আমাদের শ্রদ্ধেয় দাদা যে, কতটা ব্যস্ত সেটা তো আপনারা সবাই বেশ ভালো করে জানেন। এতটা ব্যস্ততার মাঝেও যে, তিনি আমাদের সাথে যুক্ত থাকেন এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। বট বৃক্ষ যেমন একজন ক্লান্ত পথিকের মাথার উপর ছায়া হয়ে থাকে তেমনি দাদা আমাদের সবার মাথার উপরে বট বৃক্ষের মতোই ছায়া হয়ে আছে।
আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে সবার থেকেই অনুপ্রেরণা পেয়েছি। সত্যি বলতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেও সেটাও কম হয়ে যাবে। আমি ভেরিফাইড মেম্বার হওয়ার পর থেকেই প্রতিদিনের কাজ প্রতিদিন করার চেষ্টা করতাম। যদিও মাঝেমধ্যে চেষ্টা করতাম আগামী দিনের কয়েকটা পোষ্ট লিখে রাখতে তবে এটা সব সময় সম্ভব হতো না। অনেক সময় অনেক ব্যস্ততা বা অসুস্থতার কারণে কিছু কিছু দিন পোস্ট লেখা হয় না কিন্তু তখন যদি আগের লেখা কোন পোস্ট থাকে সেটা সহজেই সবার সাথে শেয়ার করা যায়। তবে আমার কাছে মনে হয় সব সময় একটা অথবা দুইটা পোস্ট রিজার্ভ রাখলে এভাবে টানা পোস্ট করে যাওয়া সম্ভব।
আমি এই এক বছরে বেশ কয়েকবার অসুস্থতার শিকার হয়েছি তবে তার পরেও আমার বাংলা ব্লগে প্রতিদিন প্রতিনিয়ত পোস্ট শেয়ার করে গেছি। এক কথায় আবার টার্গেট ছিল যে, আমার যত কষ্টই হোক না কেন অন্তত একটি বছর কোনদিন কোন পোস্ট করা বাদ দেওয়া যাবে না। আমি যদি এমন পাঁচ বছরে টার্গেট নিতাম তাহলে এটা কখনোই পারতাম না আমাদের টার্গেট টাকে প্রথমে ছোট ছোট আকারে ভাগ করতে হবে তারপর সেই টার্গেট গুলো পূরণ করতে হবে এভাবেই আস্তে আস্তে আমাদের টার্গেট বড় হতে থাকবে। আমার আঙ্গুলের অপারেশন এর ভেতরে ভেবেছিলাম যে, আমি আর হয়তো পোস্ট চালিয়ে যেতে পারবো না। কারণ সেই সময়টাতে আমার কাছে কোন রিজার্ভ পোস্ট ছিল না।
আর আঙ্গুলের অপারেশনের প্রচন্ড নরক যন্ত্রণা আমাকে বেশ পুড়িয়েছে। সত্যি বলতে এত কষ্ট আমি জীবনে কখনো পেয়েছি বলে আমার মনে হয় না। আমি তার পরেও সেই সময়টাতে প্রতিনিয়ত পোস্ট কমেন্ট ডিসকোড এংগেজমেন্ট করে সুপার এক্টিভ লিস্টে জায়গা করে নিয়েছিলাম। আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হওয়ার পর থেকে আজ পর্যন্ত মাত্র দুইবার সুপার এক্টিভ লিস্ট থেকে বাদ পড়েছিলাম। এই দুইবার সুপার অ্যাকটিভ লিস্ট থেকে বাদ পড়ার কারণটা ছিল আমি তখন সিলেট ট্যুরে ছিলাম। তবে সেই সময়টাতেও আমি প্রতিদিনের পোস্ট প্রতিদিন করে গেছি আবার কমেন্টস, ডিসকড এনগেজমেন্ট এগুলোও স্বাভাবিকভাবে করেছিলাম তবে সুপার একটিভ লিস্টে থাকার জন্য সেটা যথেষ্ট ছিল না।
আজকের এই দিনটা আমার জন্য ভীষণ আনন্দের একটি দিন। আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার হওয়ার পর থেকে এই এক বছরে এখন পর্যন্ত আমি মোট ৩৭৮ টি পোস্ট করেছি। আমি মাঝে মধ্যে এক দিনে দুইটা পোস্ট করলেও প্রতিদিন অন্তত একটি করে পোস্ট শেয়ার করতাম। আবার বাংলা ব্লগে ভেরিফাইড মেম্বার হওয়ার পর থেকে এখন পর্যন্ত টানা এক বছরে প্রতিদিন পোস্ট করার আনন্দ অনুভূতি সত্যিই অনেক বেশি।
আমার জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া করবেন যে, আমি যেন আমার বাংলা ব্লগের সাথে এভাবেই যুক্ত থাকতে পারি।
পোস্টের ছবির বিবরন
ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
---|---|
ছবির সোর্স | স্টিমিট আইডির স্ক্রীনশট |
তারিখ | ১৮ই মার্চ ২০২৪ খ্রিঃ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon
আপনি একদম সঠিক বলেছেন ভাইয়া, আসলে আমাদের টার্গেট গুলোকে খুবই ছোট ছোট ভাবে ভেঙ্গে নিতে হবে, একেবারে যদি আমরা বড় টার্গেট সিলেক্ট করি তাহলে সে লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবো না। আপনি তারই নিরিখে প্রতিদিন একটি করে পোস্ট শেয়ার করার চেষ্টা চালিয়েছেন, যার মাধ্যমে আপনি এক বছরে ৩৭৮ টি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এমবিবি স্কুলে থাকার সময়ের জার্নিটা আসলেই অনেক অপেক্ষা কর হয়। কিন্তু এই এবিপি স্কুলে মাধ্যমে আমরা আমাদের কাজের সমস্ত সক্ষমতা অর্জন করতে পারি বা ধারণা অর্জন করতে পারি। যাইহোক ভাইয়া আপনার দেখে আমি অনেক উৎসাহিত হলাম, আমি যদিও বা আপনার থেকে অনেক জুনিয়র একজন মেম্বার কিন্তু অবশ্যই আমিও এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটি করে পোস্ট শেয়ার করার জন্য। আর একটি ভাল আইডিয়া দিয়েছেন আপনি সেটি হচ্ছে পোস্ট রিজার্ভ করে রাখা। অবশ্যই ভাইয়া আপনার এই আইডিয়াটি আমি কাজে লাগানোর চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অবশ্যই ভাই প্রতিদিনের পোস্ট প্রতিদিন করতে থাকুন তাহলেই দেখবেন এক বছরের অনেকগুলো পোস্ট হয়ে গেছে। আমার পোস্টটি সম্পূর্ণ পড়ে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
চমৎকার একটি অনুভূতি শেয়ার করলেন আপনি। সত্যিই আপনার অনুভূতি গুলো পড়ে মন চাইছে এখন আমার অনুভূতি গুলো শেয়ার করি। কারণ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে একদম অলস মনে হয় না আমার কাছে। শত কষ্টের মাঝেও শত ব্যস্ততার মাঝেও এখানে সময় দিতে একটুও ক্লান্ত মনে হয় না। আপনি একটানা এক বছর প্রতিদিন পোস্ট করে গেছেন এটা অত্যন্ত ভালো খবর আমাদের জন্য। আপনার থেকে অনুপ্রেরণা পেলাম অনেক। ধন্যবাদ শুভকামনা রইল।
সত্যি বলেছেন আপু আমার বাংলা ব্লগে কাজ করতে একদমই অলস মনে হয় না। অনেক সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
প্রথমে আপনাকে অভিনন্দন জানাই আজকের এই দিনে ভেরিফাইড মেম্বার ট্যাগ পাওয়ার জন্য। আপনি ভেরিফাইড মেম্বার হতে ৭ মাস পরিশ্রম করেছেন এবং নিজের সর্বোচ্চ মেধা খাটিয়েছেন। তাছাড়াও টানা এক বছর থেকে আপনি পোস্ট করে যাচ্ছেন। আপনার পোষ্টের কোয়ালিটি বেশ ভালো আমি প্রায়ই আপনার পোস্টগুলো পড়ার চেষ্টা করি। মাঝখানে আপনার আঙ্গুলে বেশ সমস্যা ছিল এবং আপনি ছোট একটা অপারেশন করিয়েছিলেন। সেই সময়টাতে আপনি বেশ কষ্ট করে পোস্ট করেছেন। যাইহোক ইনশাআল্লাহ আপনি এভাবেই চমৎকার কাজ গুলো নিয়ে এগিয়ে যাবেন এই কামনা করছি।
আপনার পোষ্টের বেশ কিছু জায়গায় বানানের ভুল ছিল। আশা করি পোস্ট লেখার ক্ষেত্রে আরেকটু যত্নশীল হবেন। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি শেয়ার করার জন্য।
সবসময় চেষ্টা করি প্রতিটি পোস্টের কোয়ালিটি ভালো রাখার। আসলে স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগে দীর্ঘমেয়াদী দিয়ে কাজ করার জন্য পোষ্টের কোয়ালিটি ভালো রাখাটা অনেক জরুরী। অবশ্যই ভাই পোস্ট করার আগে বানানের প্রতি আরেকটু মনোযোগ দিতে হবে নিজেকে। সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
বাহ বন্ধু তোমার পোস্টটি দেখে খুব ভালো লাগলো। তুমি অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছো। বিশেষ করে লেভেলে থাকতে ক্লাস করা বেশ ধৈর্যের ব্যাপার । তুমি অনেক দূর এগিয়ে যাও সেই কামনাই করি
হ্যাঁ বন্ধু লেভেলে থেকে ক্লাস করে প্রতিটি লেভেল অতিক্রম করা বিশাল কষ্টের ব্যাপার। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।
অনেক ব্যস্ততার মাঝেও তুমি প্রতিনিয়ত পোস্ট করে যাও আসলে এটা অনেকেই পারে না কমিউনিটির প্রতি তোমার ডেডিকেশন বলে শেষ করা যাবে না । ভেরিফাইড হবার পরে টানা এক বছর পোস্ট করে যাচ্ছ এটা জানতে পেরে অনেক ভালো লাগলো ডিসকোড অথবা কমিউনিটিতে কাজ করার ধারাবাহিকতা কে সাধুবাদ জানাই। তোমার জন্য শুভকামনা রইল। এভাবে যেন প্রতিনিয়ত কাজ করে যেতে পারো।
আমি শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করেছি আমার বাংলা ব্লগের সাথে সবসময় যুক্ত থাকার জন্য। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।