"গ্রামের কুয়াশাচ্ছন্ন সকালের মুহূর্ত"

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২২ ই জানুয়ারি, সোমবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমার বাংলা ব্লগের সবাইকে শুভ শীতের সকালের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হল গ্রামীণ কুয়াশাচ্ছন্ন সকালের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব।

GridArt_20230122_081409379.jpg

শীতের সকালের মুহূর্তগুলোর কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে একটি কভার ফটো তৈরি করেছি।

20230122_074759.jpg

পুকুরপাড়ের গাছের ভিতর দিয়ে ভোরের সূর্য উঁকি দিচ্ছে।

আমি গত কালকে আমাদের গ্রামের বাড়িতে এসেছি আর আমাদের গ্রামের বাড়ি আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে এবং এখানে আমি সব থেকে বেশি শান্তি অনুভব করি। গ্রামের বাড়িতে আসার কারণে খুব সকালেই ঘুম ভেঙে যায়। কারণ গ্রামের লোকজন সবাই খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে তাই আর কি আমিও আর জোর করে শুয়ে থাকতে পারিনা।

20230122_074821.jpg

পুকুরপাড়ের নিচেই শিশির ভেজা সরিষার ক্ষেত দেখতে ভীষণ সুন্দর লাগছিল।

আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাই গ্রামের পরিবেশটা কুয়াশাচ্ছন্ন অপরূপ সৌন্দর্যে সৌন্দর্যমন্ডিত হয়ে রয়েছে। তারপর একটু হেঁটেই আমাদের বড় পুকুর পাড়ের দিকে যায়। আরে পুকুর পাড়ে গিয়ে আমার আরো বেশি ভালো লাগছিল। কারণ পুকুর পাড়ের সাথেই দেখি সুন্দর সরিষার ক্ষেত।

20230122_074854.jpg

আমাদের বাড়ির সামনে থেকে তোলা সকালের কুয়াশাচ্ছন্ন মাঠ। আমাদের বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকের পুরোটাই মাঠ।

20230122_074926.jpg

আমাদের বাড়ির সামনে পুকুরপাড়ের নিচে পূর্ব দিকের যে মাঠ আছে সেখানে একজন কৃষক কৃষি খেতে কীটনাশক সার দিতে দেখা যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন সকালের সূর্য উঠার সাথে সাথে গ্রামের কৃষকেরা মাঠে চলে আসে।

20230122_074318.jpg

পুকুরপাড়ের উপরে ছোট্ট একটি সুপারি গাছের ফটোগ্রাফি। এ সুপারি গাছে কেবলে ফুল ধরছে।

20230122_075201.jpg

আমাদের বাড়ির সামনের ঠিক রাস্তা থেকে তোলা গাছপালার ভেতর দিয়ে সূর্য উদয়ের দৃশ্য। ভোরের সকালে সূর্য উদয় দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে।

20230122_073647.jpg

পুকুর পাড়ের উপর থেকে তোলা পূর্ব পাশের কুয়াশাচ্ছন্ন মাঠের ওপাশে আকাশে যেন সূর্য উদয় হচ্ছে।

20230122_074639.jpg

পুকুরের পাড়ের উপর নেপিয়ার ঘাসের চাষাবাদ করা হয়। এই নেপিয়ার ঘাসগুলো কিছুদিন আগে কাটা হয়েছে আবার নতুন করে ঘাসের গোড়া থেকে আবার ঘাস তৈরি হচ্ছে।

পোস্টের ছবির বিবরন

ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
তারিখ২২ জানুয়ারি
লোকেশন


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

গ্রামে এর কুয়াশাচ্ছন্ন সকালটি খুব সুন্দর ভাবেই আপনি উপভোগ করেছেন আপনার ফটোগ্রাফির মাধ্যমেই বুঝতে পারলাম। আসলে সকাল সকাল এমন হিম শীতল পরিবেশে হাঁটতে আমারও অনেক ভালো লাগে।
কুয়াশাচ্ছন্ন ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর ভাবে ক্যামেরা বন্দি করে আমাদের মাঝে তুলে ধরেছেন সেই সাথে সকালের পরিবেশটা সুন্দর উপভোগ করে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

গ্রামের এরকম অপরূপ প্রকৃতিতে আপনার ঘুরে বেড়াতে ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। আপনার জন্যও শুভকামনা রইল ভাই।

 2 years ago 

শীতের সকাল মানেই প্রকৃতির এক অনন্য সাজসজ্জা।যা দেখে যে কারোরই মন আবেগে আপ্লুত হতে পারে।
সকালে সুন্দর কিছু সময় কাটিয়েছেন, দেখে ভালো লাগলো।শুভ কামনা রইলো।

 2 years ago 

শীতের সকালের মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমার মনে হয় শহরে যারা স্থায়ী তারা কখনো এই সৌন্দর্য অনুধাবন করতে পারবে না। শীতের সকালে গ্রাম বাংলার যে রূপ তা শুধুমাত্র কবিরাই ভাষায় প্রকাশ করতে পারেন। ছবিগুলো খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago (edited)

হ্যাঁ ভাই আপনি সত্যি বলেছেন শহরের স্থায়ী বাসিন্দা তারা কখনো গ্রামের এই অপরূপ সৌন্দর্য অনুধাবন করতে পারবে না কারণ এই সৌন্দর্য ধারণ করতে হলে এই অপূর্ব সৌন্দর্যের মাঝে সময় কাটাতে হবে সাথে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনার গ্রামের বাড়ির কুয়াশা ভরা সকাল দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। গ্রামের বাড়ির পরিবেশ গুলো সত্যি অনেক সুন্দর হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে গ্রামের সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গ্রামের কুয়াশা ভরা সকাল দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

কুয়াশাচ্ছন্ন গ্রাম বাংলা দারুণ এক প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে যা দেখে আমি মুগ্ধ। আপনার আজকের ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে মাঠ ঘাটের বিভিন্ন ফসলের দৃশ্য যেখানে ঘাসের ক্ষেত সহ বিভিন্ন গাছ গাছালি। যা দেখে অচেনা স্থান সম্পর্কে অবগত হতে পারলাম।

 2 years ago 

পোস্টটি সুন্দরভাবে পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বেশ ভালই কুয়াশা রয়েছে দেখছি। শীতকালে তো এই কুয়াশার মাধ্যমেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে। আপনার ফটোগ্রাফি তে প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখে খুব ভালো লাগলো। চমৎকারভাবে ক্যাপচার করেছেন ফটোগ্রাফি গুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু শীতের সকাল বলে কথা কুয়াশা তো একটু থাকবেই। তবে আমি কিন্তু ভালো ফটোগ্রাফার নই 😍 শীতের সকালটা উপভোগ করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

 2 years ago 

গ্রামের দৃশ্য গুলো সব সময়ই সুন্দর হয়ে থাকে। আপনার ফটোগ্রাফিতে দেখে বুঝতে পারছি অনেক কুয়াশা আসন্ন আবহাওয়া ছিল। প্রকৃতির সব রোগগুলো যেন গ্রামের মধ্যে লুকিয়ে থাকে। আর তাই গ্রামের যে কোন ফটোগ্রাফি করলেই দেখতে অসাধারণ লাগে। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন গ্রামের দৃশ্য বরাবরই সুন্দর হয়ে থাকে। ভাই আপনার কমেন্ট একটু ভুল আছে দয়া করে আপডেট করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63696.24
ETH 2486.53
USDT 1.00
SBD 2.69