" ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আমাদের সিভিল ডিপার্টমেন্টের ফেস্টিভ্যাল"
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১১ই জুন, সোমবার, ২০২৩ খ্রিষ্টাব্দ।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট হাজির হয়েছি। কয়েকদিন আগে আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল ডিপার্টমেন্ট এর ফেস্টিভ্যাল হলো। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে এটাই প্রথম সিভিল ডিপার্টমেন্টের ফেস্টিভ্যাল পেলাম। ফেস্টিভাল সম্পর্কে আগে একটু একটু ধারণা থাকলেও আমাদের সিভিল ডিপার্টমেন্টের ফেস্টিভ্যালের দিনে সবকিছু ক্লিয়ার হয়েছি। ফেস্টিভ্যাল মানেই বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বিভিন্ন কিছু কেনাকাটা করা আর মজার মজার খাবার খাওয়া। ফেস্টিভ্যালে যে এতটা পরিমাণ আনন্দ হয় আসলে ফেস্টিভ্যালটা না হলে, হয়তো অজানা থেকে যেতো। আর আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটি তে সিভিল এর স্টুডেন্ট সবথেকে বেশি।
আমাদের এই ফেস্টিভ্যালের চীফ গেস্ট ছিলো প্রফেসর ডক্টর মকবুল আহমেদ খান এবং স্পেশাল গেস্ট ছিলো প্রফেসর ইঞ্জিনিয়ার আলিম দাদ। আজকে ফেস্টিভ্যাল হওয়ার কারণে সিভিল ডিপার্টমেন্টটা জুড়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল।
আজকে আমাদের সিভিল ডিপার্টমেন্টের আয়োজিত ফেস্টিভালের উদ্বোধন করেন আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটির, চেয়ারম্যান প্রফেসর ডক্টর মকবুল আহমেদ খান। আমাদের ফেস্টিভাল এর উদ্বোধন অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের প্রধানরা এবং আমাদের সিভিল ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীরা ছিলাম।
আমাদের ফেস্টিভ্যাল লাল পিতা কেটে উদ্বোধনের পরে। আমাদের ইউনিভার্সিটি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মকবুল আহমেদ খান সহ আরো অনেক ব্যক্তিবর্গ মিলে কেক কেটে আমাদের ফেস্টিভ্যাল উদযাপন করে।
আমাদের ফেস্টিভ্যাল কেটে উদযাপন করার পরে আমাদের ইউনিভার্সিটি চেয়ারম্যান সহ আরো ব্যক্তিবর্গরা মিলে সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের তৈরি করা বিভিন্ন রকমের স্টাল গুলো পর্যবেক্ষণ করতে থাকে।
সিভিল ডিপার্টমেন্টের আয়োজিত ফেস্টিভ্যালে প্রায় বিশটা মতো স্টল দিয়েছিলো আমাদের সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। এই ফেস্টিভ্যালে যারা স্টল দিয়েছিলো তারা সবাই আমাদের আগের ব্যাচের শিক্ষার্থীরা, অর্থাৎ তারা সবাই আমাদের থেকে সিনিয়র ছিলো।
আমাদের ব্যাচের স্টুডেন্টদের কোন স্টল ছিল না তাই আমাদের মেইন কাজ ছিল সব স্টল গুলো ঘুরে ঘুরে দেখা আর ইচ্ছামতো খাওয়া-দাওয়া করা। আমরা বন্ধুরা মিলে প্রতিটি স্টলে ঘোরাফেরা করছিলাম আর প্রতিটি স্টল থেকেই কিছু না কিছু খাওয়া দাওয়া করেছিলাম। সব বন্ধুরা মিলে ফেস্টিভ্যাল অনুষ্ঠানে এভাবে একসাথে মজা করাটা সত্যিই অসাধারণ।
আজকের এই পোস্টটি SteemPro অ্যাপ থেকে করতে পেরে বেশ ভালই লাগছে। আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করবো SteemPro অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে, নিজের স্টিমিট একাউন্টটি লগইন করে কাজ শুরু করুন। ধন্যবাদ সবাইকে।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরাম্যান | @aongkon |
---|---|
ডিভাইস | স্যামসাং জে-৭ প্রো |
ক্যামেরা | ১৩ মেগাপিক্সেল |
তারিখ | ৯ ই জুন ২০২৩ |
লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
@aongkon
বাহ্ বন্ধুদের সাথে দারুন সময় উপভোগ করেছেন। জমিয়ে খাওয়া দাওয়া আর ঘুরোঘুরি ভালো লাগলো। কেক টা দেখতে অনেক সুন্দর। আর ওখান কার পরিবেশ আমার কাছে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
হুম ভাই। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ওয়াও খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। আসলে বন্ধুবান্ধব সকলের সাথে এত দুর্দান্ত মুহূর্ত পার করেছেন যা জীবনের পাতায় স্মৃতি হয়ে রয়ে যাবে। কেকে কাটার মুহূর্ত বেশ সুন্দর ভাবে উপভোগ করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল।ফেস্টিভ্যালে কাটানো মুহূর্ত গুলো অনুভূতি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।
সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।