You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১৯

in আমার বাংলা ব্লগlast year
প্রশ্নটা হচ্ছে আপেলটা কি নিউটনের মাথাতেই পড়েছিলো কিনা। এ ব্যাপারে অন্তত দুইটি গ্রহণযোগ্য সূত্র পাওয়া যায়। প্রথমটি হচ্ছে নিউটনের বন্ধুস্থানীয় উইলিয়াম স্টুকলি। নিউটনের প্রথম যে জীবনী প্রকাশিত হয়েছিলো, সেটির লেখক এ ব্যক্তি। তাঁর ভাষ্যমতে, ১৭২৬ সালে একদিন রাতের খাবার শেষে নিউটন এবং তিনি একটি আপেল গাছের নিচে বসেছিলেন। সেখানে বসেই নিউটন তাঁকে গাছ থেকে আপেল পড়া ও মহাকর্ষ সূত্রের প্রাথমিক ধারণা মাথায় আসার কথা বলেন।

আরেকজন নির্ভরযোগ্য সূত্র হচ্ছেন যুক্তরাজ্যের রয়্যাল মিন্টের কর্মকর্তা জন কনডুইট, যিনি একই সাথে নিউটনের ভাগ্নির স্বামীও বটে। কনডুইটের মতে, ১৬৬৬ সালে নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এসে মায়ের কাছে ছিলেন লিঙ্কনশায়ারে। সেখানেই বাগানে ঘুরে বেড়ানোর সময় তিনি (নিউটন) অনুধাবন করেন পৃথিবীর আকর্ষণের কারণেই আপেলটি নিচে এসে পড়েছে এবং এ আকর্ষণ শুধু আপেল গাছের ডাল নয়, বরং আরো অনেক দূর পর্যন্ত বিস্তৃত।

দেখা যাচ্ছে। কোন সূত্রের কাছেই নিউটন বলেননি যে আপেলটি তাঁর মাথায় পড়েছিলো। তবে হ্যাঁ, আপেল সেদিন পড়েছিলো এবং তা থেকেই মহাকর্ষ সূত্র নিয়ে চিন্তা শুরু করেছিলেন স্যার আইজ্যাক নিউটন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57630.83
ETH 3105.65
USDT 1.00
SBD 2.33