You are viewing a single comment's thread from:

RE: ফেলা আসা জীবনের বন্ধুত্বের স্মৃতি।।"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-২৪ || অক্টোবর-০৯/১০/২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বন্ধুত্ব মানে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের সম্পর্ক। অর্থাৎ একটা সুন্দর অর্থবহ শব্দ বা বাক্য তৈরি করতে যারা একে অন্যের পরিপূরক।


আপনার শৈশবের বন্ধু শান্তর শেষ পরিনতিটা শুনে মনটা খুব খারাপ লেগেছে দাদা।যে বন্ধু আপনার কঠিন সময়ে আপনাকে বাঁচিয়েছিল।কিন্তু তার ভাগ্য আপনার মতো ভালো ছিল না। যার কারনে অল্প বয়সেই আপনার বন্ধু শান্তকে হারাতে হয়েছে।অবশ্য একাদশ শ্রেনিতে তানুময়ের সাথে আপনার বন্ধুত্ব হয়।কলেজ অনেক দিন না আসার কারনে দু'জন বন্ধু মিলে তাদের বাসায় গিয়ে জানতে পারেন ৭-৮ ধরে সে অসুস্থ। পেটে প্রচন্ড ব্যাথা।সেজন্য তাকে হাসপাতালে নিয়েছিলেন এবং পরে জেনেছিলেন অ্যাপেন্ডিসাইড এর ব্যাথা।একদিন রাত দেড়টার সময় তানুময়ের আম্মা আপনাদের ফোন করে। জরুরি ভিত্তিতে রক্ত লাগবে। সময়টি ছিলো শীতকাল। তারপরও বন্ধুর জন্য শীতকে উপেক্ষা করে রাতের মধ্যে রক্ত সংগ্রহ করেছিলেন। আসলে বিপদেই বন্ধুর পরিচয়। আপনার শৈশবের বন্ধু শান্তর জন্য যা পারেন নি।তানুময়ের জন্য বিপদে ঠিকই পাশে দাঁড়াতে পেরেছিলেন।দীঘায় ঘুরতে যাওয়ার ঘটনাটি ও খুবই আনন্দময় ও রোমাঞ্চকর ছিল। যাইহোক অল্প পরিসরে হলেও বন্ধুত্বর বিষয়টি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।আপনার জন্য শুভকামনা রইল দাদা।
Sort:  

আপনি তো ভাই আমার গল্পের সারাংশ লিখে ফেলেছেন। হা হা হা... আমার লেখার সার্থকতা পেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60364.09
ETH 2378.39
USDT 1.00
SBD 2.57