You are viewing a single comment's thread from:

RE: ব্ল্যাক আউট বাংলাদেশ ✨

in আমার বাংলা ব্লগ2 years ago
গতকালকের বিষয়টি সকলের নিকট একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল। আর এটা ঠিক বলেছেন ভাই, এভাবেই লোডশেডিং চলছে। তাই অনেকেই মনে করেছে বিদ্যুৎ চলে আসবে।কিন্তু দুই-তিন ঘন্টা অতিবাহিত হওয়ার পর যখন খবরের মাধ্যমে জানলাম,জাতীয় গ্রিডে কোন এক যান্ত্রিক ত্রুটির কারনে এমন হচ্ছে। এমনকি এও শুনেছিলাম বিদ্যুৎ আসতে দুই-এক দিন সময় লাগবে। তাই টেনশনে ও পরেছিলাম। কারন মোবাইলে তখন বেশি চার্জ ও ছিল না।তাছাড়া যেহেতু অনলাইনে কাজ করতে হয়। তাহলে তো বিশাল সমস্যা হবে।বড় দুশ্চিন্তায় পরেছিলাম বাসায় এসে। পানির সমস্যা জন্য। ওয়াসরোম তো ভালো কথা, খাবারের জন্য ও একটু পানি ছিলো না।যাই হোক গতকালকে বিষয়টি ছিল জাতীয় সমস্যা। এতে কারো হাত নেই। সিস্টেমে সমস্যা হতেই পারে।কিন্তু আমাদের আসে পাশের কিছু লোক থাকে যারা বিষয়টিকে অপপ্রচার করে আরো বড় করে তোলে।মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেন। যা কখনও কাম্য নয়।অবশ্য কতৃপক্ষকেও এ বিষয়ে আরেকটু সচেতনতা হওয়া দরকার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65876.23
ETH 2700.53
USDT 1.00
SBD 2.86