বাংলা ভাষা নিয়ে কিছু ভাবনা।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোস্ট করছি।তা হলো ভাষা।জীবনের প্রতিটি ক্ষেত্রে ভাষার গুরুত্ব অপরিসীম। আর মাতৃভাষা হলো সর্বোত্তম মাধ্যমে যা দিয়ে মনের ভাবকে দ্রত প্রকাশ করা যায়।আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা।আর এই ভাষার প্রতি আমাদের কতটা দ্বায়িত্ব ও কর্তব্য রয়েছে এবং কতটুকুই পালন করতে পারছি সেই বিষয়টি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো।আশাকরি,পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগবে।
ঐতিহাসিক গৌরবদীপ্ত বাংলা ভাষা আন্দোলন সংঘটিত হয় ১৯৫২ সালে।তারপর অতিক্রান্ত হয়েছে দীর্ঘ একাত্তর বছর। সুদীর্ঘ সময়ের মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে আমাদের জীবন। দীর্ঘ বঞ্চনা এবং নানামাত্রিক ঔপনিবেশিক শোষণ থেকে আমরা মুক্তি লাভ করেছি,অর্জন করেছি আকাঙ্ক্ষিত স্বাধীনতা।কিন্তু জাতীয় জীবনে বাংলা ভাষা প্রভাব বিস্তার করতে কতটুকু পেরেছি? বাংলা ভাষা এগিয়েছে কতটা? বাংলা ভাষার বর্তমান অবস্থাই বা কেমন?
স্বাধীনতার অব্যহতির পরে বাংলাদেশের সংবিধানে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়,দেখা দেয় বাংলা ভাষার অফুরন্ত সম্ভাবনা।কিন্তু বাস্তবে ঘটে উল্টো ফল।অল্পকিছু দিনের জন্য প্রশাসন এবং আদালতে বাংলা ভাষা ব্যবহৃত হলেও দ্রুত থমকে যায়,দেখা দেয় ইংরেজির দাপট। সরকারি কর্মকর্তা ভুল ইংরেজি লিখলে লজ্জিত হন,কিন্তু ভুল বাংলায় তার কোন ভাবান্তর হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উচ্চ জ্ঞানের কথা ইংরেজি ছাড়া বলতে পারে না।সর্বত্র চলছে ইংরেজি ভাষা,মনে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রভাষা বুঝি ইংরেজি। ঔপনিবেশিক আমালের চেনা পথেই চলছে স্বাধীন বাংলাদেশের ভাষাবিষয়ক যাবতীয় কর্মকান্ড।তাই বাংলা রাষ্ট্রভাষা হয়েও প্রকাশ্যেই নির্বাসনে যাচ্ছে যাবতীয় কর্মকান্ড থেকে,রাষ্ট্রীয় বিধিবিধান থেকে,উচ্চশিক্ষার সব স্তর থেকে।
বাংলাদেশে বাংলা ভাষার অবস্থা আজ খুবই শোচনীয়। বাংলা ভাষা নিয়ে চলছে চরম নৈরাজ্য।দেখে মনে হয়, এ বিষয়ে কারো কোন দ্বায়িত্ব নেই। প্রচুর বই প্রকাশিত হচ্ছে,বের হচ্ছে অনেক সংবাদপত্র।কিন্তু কোথাও কোন নিয়ম নীতি পালন করা হয় বলে মনে হয় না।করপোরেট পুঁজি নিয়ন্ত্রিত সংবাদপত্রসমূহে বাংলা ভাষার নানামাত্রিক ব্যবহার সৃষ্টি করছে বহুমুখী বিভ্রান্তি,বানান রীতিতে মানা হচ্ছে না ব্যাকরণের নিয়মরীতি,বাংলা-ইংরেজি মিলিয়ে বেতারে প্রচারিত হচ্ছে উদ্ভট জগাখিচুড়ি ভাষার অনুষ্ঠান। বারবার নানান ধরনের উদ্যোগ নেওয়া হলেও সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে না।ফেব্রুয়ারি এলে বাংলা ভাষার জন্য মায়া কান্না আর আবেগ ঝরে পড়লেও মার্চে তা আবার এক বছরের জন্য নির্বাসনে চলে যায়।
মোটকথা,সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের জন্য রাষ্ট্রের উদ্যোগ নিতে হবে,উদ্যোগ নিতে হবে বাংলা একাডেমি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।বাংলা ভাষাকে কর্ম তথা বৃত্তির সঙ্গে সংশ্লিষ্ট করতে হবে,তথ্যপ্রযুক্তির সঙ্গে মেলাতে হবে বাংলা ভাষাকে।সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কাজ বাংলায় পরিচালনা করার জন্য কড়া নির্দেশ দিতে হবে। দোকান বা প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লেখার জন্য যথাযথ কতৃপক্ষকে নির্দেশ জারি করতে হবে।
আমরা একটা কথা জানি,ব্যক্তির পক্ষে ধর্মান্তরিত হওয়া যত সহজ,ভাষান্তরিত হওয়া ততটা সহজ নয়।কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক প্রবণতার দিকে তাকালে আমাদের বলতে ইচ্ছে করে,ব্যক্তির পক্ষে ভাষান্তরিত হওয়াটাও বোধ করি ততটা কঠিন নয়।আর রাষ্ট্রভাষাকে অবজ্ঞা করার এ প্রবণতা পৃথিবীর অন্য কোন দেশে আছে বলে মনে হয় না। তাহলে কি একুশের শহীদদের মতো আমাদের আবার বলতে হবে- রাষ্ট্রভাষা বাংলা চাই,বাংলা ভাষার প্রকৃত রাষ্ট্রায়ন চাই?
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
যে দেশের মানুষ ভাষার জন্য লড়াই করেছে এবং শহীদ হয়েছে সেই দেশে অনেক ক্ষেত্রেই ভাষার মূল্য নেই। ইংরেজি ভাষার চাহিদা দিনে বেড়ে যাচ্ছে। হয়তো অনেক সেক্টরেই ইংরেজি ভাষার কদর অনেক বেশি। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে সত্যিই ভালো লাগলো। একেবারে সত্যি কথাই লিখেছেন। অনেক সুন্দর ভাবে লেখাগুলো লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
কমেন্ট করে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি ঠিক বলেছেন ভাই, বাংলাদেশের অতি আধুনিক কিছু মানুষ ইংরেজি ছাড়া কথা বলতে পারে না। আবার নতুন করে বাংলিশ ভাষার প্রচলন দেখা যাচ্ছে। বাংলা ভাষার সুদ্ধতা অনেকটাই হারিয়ে যেতে বসেছে। আমাদের বিষয়টি নিয়ে সচেতনতা হতে হবে এবং শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে।
এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার আজকের পোস্টটি পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আমরা এমন দেশে জন্মেছি যে দেশে ভাষার জন্য কত মানুষ শহীদ হয়েছে। এবং তাদের জীবন দিয়ে ভাষাকে রক্ষা করেছে। অথচ আমাদের দেশের কিছু কিছু মানুষ ইংরেজি ভাষাকে বেশি প্রাধান্য দেয়। ইংরেজি ছাড়া কথাই বলো না। এখন আমাদের এই বাংলা ভাষার অবস্থা খুবই শোচনীয়। আপনার আজ লেখাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।