সুস্বাদু ও মজাদার "স্পেশাল ডিম ভাজা " রেসিপি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহ।


হ্যালো বন্ধুরা


কেমন আছেন?


আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে সকলের পরিচিত ও কমন রেসিপি নিয়ে হাজির হয়েছি।যা একেবারেই সহজ এবং সটকাটে করা সম্ভব।তবে আজ আমি রেসিপিটি অন্য ভাবে তৈরি করার চেষ্টা করেছি।রেসিপিটি হচ্ছে স্পেশাল ডিম ভাজা।আসলে প্রতিনিয়ত একইভাবে ডিম ভাজা খেতে হয়তোবা অনেকেরই ভালো লাগে না।তাই এই ডিম ভাজাটিকে যদি অন্য ভাবে করে থাকি।তবে ভিন্ন স্বাদ পাওয়া যায়।এতে মুখের রুচি বৃদ্ধি পেয়ে থাকে।রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু ও মজাদার লেগেছিল।যাইহোক, আজ আর কথা না বাড়িয়ে স্পেশাল ডিম ভাজা রেসিপিটির প্রস্তুত প্রনালী আপনাদের মাঝে তুলে ধরছি।যাতে সহজেই রেসিপিটি দেখে আপনারা তৈরি করতে পারেন।

Polish_20230113_140816605.jpg

PXL_20230110_175056382.jpg

PXL_20230110_175048078.jpg

PXL_20230110_174005618.jpg

PXL_20230110_173959986.jpg

PXL_20230110_173944810.jpg

PXL_20230110_173901965.jpg



উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
ডিম ২ টি
গাজর ১ টি
টমেটো ১ টি
ক্যাপসিক্যাম ১/৪ অংশ
পেঁয়াজ ২ টি
গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ
সয়াসস সামান্য পরিমাণ
লবন স্বাদমতো
সয়াবিন তেল পরিমাণ মতো
১০ চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ

উপকরণের ছবি


Polish_20230113_124413307.jpg


রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


Picsart_23-01-13_12-57-19-910.jpg


প্রথমে গাজর, টমেটো,পেঁয়াজ ও ক্যাপসিক্যাম নিয়ে সেগুলো টুকরো করে একটি বাটিতে রেখে দিবো।

দ্বিতীয় ধাপ


Picsart_23-01-05_23-44-41-664.jpg


এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে এতে সয়াবিন তেল দিয়ে নিবো।

তৃতীয় ধাপ


PXL_20230110_165624673.jpg



এরপর দুটি ডিম ভেঙে ফ্রাইপ্যানের দিয়ে দিবো।

চতুর্থ ধাপ


PXL_20230110_165643474.jpg



এরপর লবন দিয়ে নিবো।

পঞ্চম ধাপ


PXL_20230110_165723633.jpg



এরপর একটু নেড়েচেড়ে নিবো।

ষষ্ঠ ধাপ


PXL_20230110_165808163.jpg



এরপর টুকরো করে কেটে রাখা গাজর দিয়ে নিবো।

সপ্তম ধাপ


PXL_20230110_165821186.jpg



এরপর ক্যাপসিক্যামের টুকরোগুলো দিয়ে নিবো।

অষ্টম ধাপ


PXL_20230110_165830140.jpg



এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে নিবো।

নবম ধাপ


PXL_20230110_165853729.jpg



এরপর ডিমের সাথে সবজিগুলো মিশিয়ে নিবো।

দশম ধাপ


PXL_20230110_165915493.jpg



এরপর গোলমরিচ গুঁড়ো দিয়ে নিবো।

একাদশ ধাপ


PXL_20230110_170041316.jpg



এরপর টমেটোর টুকরো দিয়ে নিবো।

দ্বাদশ ধাপ


PXL_20230110_170058969.jpg


এরপর সয়াসস দিয়ে কিছুক্ষন ভালো করে নেড়েচেড়ে নিবো।

ত্রেয়দশ ধাপ


Picsart_23-01-13_13-17-56-376.jpg



নাড়াচাড়ার কিছুক্ষন পরে চিলি ফ্লেক্স দিয়ে নিবো।

শেষ ধাপ


Picsart_23-01-13_13-19-28-744.jpg


এরপর সব উপকরন দেওয়া পরে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার স্পেশাল ডিম ভাজা রেসিপিটি।

পরিবেশন


Polish_20230113_140816605.jpg

PXL_20230110_175056382.jpg

PXL_20230110_175048078.jpg

PXL_20230110_175043606.jpg

PXL_20230110_173959986.jpg

PXL_20230110_173944810.jpg

PXL_20230110_173901965.jpg


পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে স্পেশাল ডিম ভাজা রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা স্পেশাল ডিম ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহ মূলক মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a



আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর করে ডিম গাজর ও টমেটো দিয়ে ডিম ভাজা রেসিপি করেছেন। এভাবে ভাজা ডিমগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে গরম রুটি ও গরম ভাতের সাথে খেতে বেশি মজা লাগে। তবে আপনি অনেকগুলো ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

হা ভাইয়া, এটা ঠিক এ ধরনের রেসিপি গরম ভাত বা গরম রুটি বা পরোটার সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

দেখেই লোভ লেগে গেল ভাইয়া! নতুন স্টাইলে ডিম ভাজা দেখতে পেলাম! গাজর, ক্যাপসিকাম দেয়াতে স্বাদ বেড়ে গিয়েছে হয়তো! ধাপে ধাপে সুন্দর করে দেখালেন।

 2 years ago 

হা ভাইয়া, গাজর ও ক্যাপসিক্যাম দেওয়াতে স্বাদ একটু বেশি হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন প্রতিদিনই একরকম না খেয়ে একটু ভিন্নভাবে চেষ্টা করলে খেতে খুবই ভালো লাগে। দেখে খেতে ইচ্ছে করছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তবে এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। সুস্বাদুও ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হা আপু বাসায় একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগবে ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

ভাই আপনার রেসিপি টা দেখে খেতে ইচ্ছা করছে। একেবারে এটা ইউনিক রেসিপি দেখলাম আজকে।তবে ডিমের মধ্যে দিয়ে গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে রান্না করলে স্বাদু একটু বেড়ে যায়। আপনার রান্নার প্রসেসিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে পরিবেশনাও করেছেন এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ডিম ভাজার রেসিপি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডিম ছাড়া মনে হয় আমরা বাঙালিদের কলেই না। তবে হ্যা প্রতিদিন একই রকম করে ডিম খেতে ভাল লাগে না। আপনি বিভিন্ন রকমের সবজি দিয়ে খুব সুস্বাদু একটি রান্নার রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে খুব ভাল লেগেছে। আপনার পরিবেশন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ডিম ভাজার রেসিপি দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

বাহ,খুব সুন্দর করে ডিম ভাজি করেছেন।যদিও তৈরি করা খুবই সাধারণ এটি তবুও আপনি সয়া সস ও বিভিন্ন পুষ্টিকর সবজি দিয়ে তৈরি করেছেন বলে বেশ সুন্দর হয়েছে ও মজার খেতেও হয়েছে মনে হচ্ছে।পরিবেশনাটিও সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হা দিদি ঠিকই বলেছেন,এটি তৈরি করা খুবই সাধারণ ।আর এতে সয়া সস ও বিভিন্ন পুষ্টিকর সবজি দিয়ে তৈরি করার কারনে খেতেও বেশ মজা হয়েছিল।আপনার জন্য শুভকামনা রইল দিদি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58430.93
ETH 2504.31
USDT 1.00
SBD 2.39