হাসির গল্প "খেলা নিয়ে ম্যালা কথা" এর দ্বিতীয় পর্ব ।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,প্রচন্ড গরমের মাঝে আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।কিছুদিন আগে আমি আপনাদের মাঝে হাসির গল্প ক্রিকেট নিয়ে ম্যালা কথা এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছিলাম।গল্পটি আপনাদের ভালো লেগেছিল।যার দরুন আজ আমি আবারও সেই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটির এই পর্বও আপনাদের ভালো লাগবে।


1000010679.png

Source


আজ সকালে বাসা থেকে বের হয়ে একটু হাটঁতে বের হয়েছিলাম।অনেকদিন সকালে উঠা হয় না। যার দরুন হাঁটাও হয় না।তাই আজ সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলাম।অবশ্য সাথে আমার ছোট চাচতো ভাইও ছিল। কিছুক্ষন হাঁটার পর রাস্তার পাশে এক চায়ের দোকানে বসে চা পান করলাম।ছোট ভাই চা পান করার সময় হঠাৎ বলে উঠলো ভাই জানেন,রাস্তার পাশে বাসা ভাড়া নিয়ে কী যে বিপদে পরলাম!

এরপর ছোট ভাই আরও বলল,গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো প্রায়ই আমার অবস্থা হয় ভাই।শাট খুলে যদি আপনাকে দেখতে পারতাম,তাহলে আপনি দেখে অবাক হয়ে যেতেন যে কি পরিমাণ ঘামাচি ফুটেছে আমার সমস্ত শরীরে।আমি ছোট ভাইয়ের কথা শুনে বললাম, আজকাল যে গরম পরেছে তা গরমে তো সিদ্ধ হতেই হবে।আর সেটা রাস্তার পাশের বাসা হউক বা গলির ভিতরের বাসাই হোক।কিন্তু তোমার এত ঘামাচি ফুটছে এবং রাস্তায় বাসা হওয়াতে কেন এত সমস্যা হচ্ছে?একটু খুলে বল দেখি।

ছোট ভাই আমার কথা শেষ হতেই বলে উঠলো, ভাই, বর্তমানে যে ক্রিকেট বিশ্বকাপ খেলা চলছে তা জানেন তো?আর আপনি তো জানেন,আমার বাসাটা রাস্তার পাশে। আর আমার বাসাটা রাস্তার পাশে হওয়ায় রাস্তা দিয়ে যারাই যায়,তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় খেলার স্কোর জানার জন্য জানালা দিয়ে উঁকিঝুঁকি মারে।

আর এ জন্য সারা দিন আমাকে শার্ট গায়ে দিয়ে থাকতে হয়। নইলে পাবলিক বিশ্বকাপ খেলার স্কোর দেখতে গিয়ে যদি আমার কঙ্কালসার বডি দেখে ফেলে তাহলে কি আমি লজ্জায় আমার মুখ দেখাতে পারবো?তো যেখানে খালি গায়েই গরমের জন্য টেকা যায় না, সেখানে খেলা-সংক্রান্ত পরিস্থিতির শিকার হয়ে আমাকে সারাদিন হাতাওয়ালা শার্ট পরে থাকতে হচ্ছে। এ অবস্থায় আমার গায়ে ঘামাচি উঠবে না তো উঠবেটা কি?

আজ এ পযর্ন্তই।অন্য দিন এর পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।আর লিখার মধ্যে কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পোস্টটি পড়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাবে আপনাদের মতামত দিবেন।

আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

রাস্তার পাশে বাসা ভাড়া নিয়ে তো আসলেই মহাবিপদে পড়ে গিয়েছে আপনার ছোট ভাই। এই গরমে বাসায় শার্ট পড়ে থাকাটা বেশ কষ্টকর বটে। আপনার ছোট ভাইকে বলবেন টিভি বন্ধ করে, মোবাইলে ভলিউম কমিয়ে খেলা দেখতে। তাহলে রাস্তার লোকজন উঁকিঝুঁকি মারবে না😂। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63