DIY-এসো নিজে করি:৷ রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর "পেন ডেকোরেশন "। [১০% প্রিয় 💞 @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।



রোজ-বৃহস্পতিবার।১১ ই,কার্তিক।১৪২৯,বঙ্গাব্দ।হেমন্তকাল।।


হায় বন্ধুরা


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজও আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করেছি।আর সেই হিসেবে আজ আমি আপনাদের মাঝে"পেন ডেকোরেশন"করে উপস্থাপন করলাম।আশাকরি, পেন ডেকোরেশনটি আপনাদের ভালো লাগবে।

PXL_20221025_102815971.jpgPXL_20221025_102842616.jpg


প্রয়োজনীয় উপকরণ




সাদা কাগজ
রঙিন কাগজ
পেন্সিল
কলম
রং পেন্সিল
স্কেল
কাঁচি ✂
আঠা


PXL_20221026_153125692.jpgPXL_20221025_085657446.jpg


তৈরি করার ধাপগুলি নিচে দেওয়া হলঃ


প্রথম ধাপ


PXL_20221025_091342908.jpgPXL_20221025_091533829.jpg


প্রথমে একটি রঙিন কাগজ স্কেলের সাহায্যে ২ সেন্টিমিটার পরিমাপে দাগ দিয়ে নিবো।



দ্বিতীয় ধাপ


PXL_20221025_091930003.jpgPXL_20221025_092133611.jpg


এরপর রঙিন কাগজটি কাঁচির ✂ সাহায্যে কেটে নিবো।একইভাবে একটি সাদা কাগজ রঙিন কাগজের থেকেও চিকন করে কাঁচি ✂ দিয়ে কেটে নিবো।



তৃতীয় ধাপ


PXL_20221025_092413506.jpgPXL_20221025_093106356.jpgPXL_20221025_093345618.jpg


একটি কলমের মাথা থেকে পুরো কলমটি রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিবো।এরপর কলমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কলমের উপর সাদা কাগজটিও মুড়িয়ে নিবো।



চতুর্থ ধাপ


PXL_20221025_093635925.jpgPXL_20221025_093920168.jpg


এরপর অন্য একটি রঙিন কাগজে চারপাশে ৫ সেন্টিমিটার করে পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে নিবো এবং কাঁচি ✂ দিয়ে দু'টি কাগজ কেটে নিবো।



পঞ্চম ধাপ


PXL_20221025_094242175.jpgPXL_20221025_094251836.jpg


এরপর রঙিন কাগজটিকে কাঁচির ✂ সাহায্যে প্রজাপতির আকারে কেটে নিবো।



ষষ্ঠ ধাপ


PXL_20221025_094302117.jpgPXL_20221025_094715189.jpg


একইভাবে আরেকটি প্রজাপতিও কেটে নিবো।



সপ্তম ধাপ


PXL_20221025_095706830.jpgPXL_20221025_100656485.jpg


প্রজাপতি কাটা হলে এর কিনারে কলম দিয়ে কালো করে নিবো।

অষ্টম ধাপ


PXL_20221025_100845690.jpgPXL_20221025_101334099.jpg


এরপর উপরের অংশের প্রজাপতিটির মাঝখানে কলম দিয়ে কালো করে নিবো এবং দুই পাশে রং পেন্সিল দিয়ে হালকা রং করে নিবো।



নবম ধাপ


PXL_20221025_101359625.jpgPXL_20221025_101552477.jpgPXL_20221025_101544685.jpg


এরপর নিচের অংশের প্রজাপতিটির মাঝ বরাবর আঠা দিয়ে নিবো এবং অন্য প্রজাপতিটি এর উপর লাগিয়ে নিবো।



দশম ধাপ


PXL_20221025_101639186~2.jpgPXL_20221025_101940631.jpg


এরপর আগে থেকে তৈরি করে রাখা কলমটির পেছনের অংশে আঠা দিয়ে নিবো এবং প্রজাপতিটিকে লাগিয়ে নিবো।



চুড়ান্ত ধাপ


PXL_20221025_102814105.jpg

PXL_20221025_102849488.jpg


এরপর আমি আমার তৈরি করা কলমের সাহায্যে আমার সিগনেচার দিয়ে নিবো।এভাবেই হয়ে যাবে আমার "পেন ডেকোরেশন"।

আশাকরি,আপনাদের সবার আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে পেন ডেকোরেশনটি দেখে ভালো লেগেছে।কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রতিনিয়ত আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,সবসময় এই কামনাই করি।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা,চিত্রাঙ্কন,ডাই প্রোজেক্ট করা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 2 years ago 

আপনার মত পোষ্টের ভিন্নতা আনার জন্য আমিও বিভিন্ন ধরনের পোস্ট করি। আপনার রঙিন কাগজ দিয়ে আজকের পেন ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এরকম পেন ডেকোরেশন করে কাউকে গিফট করলে খুব খুশি হবে । খুব ভালো লাগছে দেখতে।

 2 years ago 

আসলে পোস্টের ভিন্নতা হলে সৃজনশীলতা প্রকাশ পায়।আর সেক্ষেত্রে পোস্টের মান ও ভালো হয়ে থাকে।অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর ও উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

মাঝে মাঝে আমাদের সবারই পোস্টটা একটু ভিন্নতা আসলে জরুরি তা না হলে পোস্টের কোয়ালিটি ভালো হয় না। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে ডেকোরেশন করে খুব সুন্দর একটি কাজ করেছেন। পেন ডেকোরেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙ্গিন কাগজের কাজগুলো আসলেই অনেক ভালো লাগে।

 2 years ago 
হা আপু,পোস্টের মধ্যে একটু ভিন্নতা না থাকলে সৃজনশীলতা প্রকাশ পায় না। যার দরুন পোস্টের কোয়ালিটি সুন্দর হয় না। আমার তৈরি করা পেন ডেকোরেশনটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে করা আপনার পেন ডেকোরেশনটি সত্যিই আমার কাছে ভীষণ ভালো লেগেছে।। এভাবে পেন ডেকোরেশন করলে দেখতে অসম্ভব ভালো লাগে । আর কাগজের কালারটি চমৎকার বেছে নিয়েছেন , যার জন্য পেনটিকে অনেক বেশি সুন্দর লাগছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন ।ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন পোষ্টের সৃজনশীলতা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য পোস্টের মধ্যে ভিন্নতা আনার খুব প্রয়োজনীয়তা রয়েছে।তাই বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করার কোন বিকল্প নেই।আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে একটা প্রজাপতি সাহায্যে পেন ডেকোরেশন করেছেন।আপনি খুব সুন্দর করে প্রত্যেকটা ধাপ দেখিয়েছেন।আপনার তৈরি করা কলমের ডেকোরেশন আমার কাছে বেশ ভালো লেগেছে।

 2 years ago 
হা আপু, পোস্টে সৃজনশীলতা না হলে পোস্ট দেখতে খুব একটা ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ আপু,উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 2 years ago 

গতানুগতিক পোস্টের বাহিরে এসে একটু ভিন্ন পোস্ট করলে নিজেরও ভাল লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ডাই পোস্ট করেছেন। আপনি এখানে দুটি রঙিন কাগজের কাজ দেখিয়েছেন একটি হচ্ছে সাদা এবং রঙিন কাগজ দিয়ে কলম রেপিং করেছেন আরেকটি হচ্ছে সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন। কলমের উপর প্রজাপতি বসে থাকা খুব সুন্দর দৃশ্য। পেন ডেকোরেশনের থিম চমৎকার হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর ও চমৎকার উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ একটি পেন তৈরি করেছেন। যা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। এরকম জিনিস গুলো তৈরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় এবং সময়ের প্রয়োজন হয়। আপনার দক্ষতা দেখে ভীষণ ভালো লাগলো। ফটোগ্রাফি করার পর আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে।

 2 years ago 

হা ভাইয়া, একটু সময় লাগে। তারপরও আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনার তৈরি করা প্রজাপতি কলম বাচ্চারা বেশ পছন্দ করবে। পোস্টের ভিন্নতা আনার জন্য ভিন্ন ভিন্ন পোস্ট দেয়া জরুরী। ধন্যবাদ প্রজাপতি কলম তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

হা আপু ঠিকই বলেছেন। আর সত্যি বলতে আমি যখন কাজ শেষ করি আমার ছোট মেয়েতো সাথে সাথেই নিয়ে যায়।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙ্গিন কাগজের সাহায্যে আপনি খুব সুন্দর করে কলম তৈরি করেছেন। দেখে সত্যি অনেক ভালো লাগলো ‌‌। আসলে রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্য আমাকে আরো সুন্দর সুন্দর কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63