লেভেল ০২ থেকে আমার অর্জন - By @anisshamim||26.05.2022|| ১০% বেনিফিট @shy-fox ও ৫% @abb-school এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু, আশা করি "আমার বাংলা ব্লগ"পরিবারের সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল ও সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি লেভেল টু (০২) এর পরীক্ষা দিতে যাচ্ছি। তাই সবাই আমাকে দোয়া করবেন, যাহাতে আমি ভালো ফলাফল অর্জন করে লেভেল-থ্রি(০৩) তে উত্তীর্ণ হতে পারি এবং@abb-school এর মাধ্যমে অর্জিত এসব জ্ঞান কাজে লাগিয়ে স্টিমিট-এ ভালোভাবে কাজ করতে পারি। আমি লেকচার শিট পড়ে যা যা শিখতে পেরেছি তা নিয়ে আজ আমি লিখিত পরীক্ষা দিচ্ছি।
PXL_20220525_120036426.MP.jpg

প্রশ্ন: Posting key এর কাজ কি

উওর: এই কী কেবলমাত্র সোশ্যাল একটিভিটির জন্য ব্যবহার করা যাবে। অর্থাৎ পোস্ট,কমেন্ট,ভোট দেওয়ার মত কাজগুলো এই কী দিয়ে করতে পারবো।এর বাইরে কোন কাজ এই কী দিয়ে করা সম্ভব হবে না। যেহেতু ওয়ালেট এর কাজগুলো এই কী দিয়ে করা সম্ভব হচ্ছে কী-গুলোর মধ্যে সবচেয়ে কম সেনসিটিভ কী। অর্থাৎ যে কোন ওয়েব সাইটে এই কী ব্যবহার করতে খুব বেশি দ্বিধা না করলেও হবে কারণ এই কী দিয়ে কেউ হয়তো একাউন্ট থেকে ভোট দিতে পারবে, কমেন্ট করতে পারবে কিন্তু ওয়ালেট সংক্রান্ত কাজগুলো করতে পারবে না।

এই কী দিয়ে নিন্মোক্ত কাজগুলো করতে পারবো:

 পোস্ট ও কমেন্ট করা
 পোস্ট ও কমেন্ট এডিট করা
 আপভোট ও ডাউনভোট দেয়া
 কোন পোস্ট রিস্টিম (Resteem) করা
 কাউকে ফলো ও আনফলো করা
 কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা

প্রশ্ন: Active key এর কাজ কি?

উওর: এই কী দিয়ে কেউ তার আর্থিক কাজগুলো করতে পারবে অর্থাৎ কেউ যদি কোনো লেনদেন করতে চান তাহলে এই কী অবশ্যই প্রয়োজন হবে। তাই বুঝা যাচেছ যে,এই কী সেনসিটিভস একটি বিষয়। কোন ট্রাস্টেড ওয়েবসাইট ছাড়া যেকোনো জায়গায় এই কী ব্যবহার করা থেকে সবসময় বিরত থাকতে হবে ।কারণ কেউ যদি এই অ্যাক্টিভ কী পেয়ে যায় তাহলে তার পক্ষে মুহুর্তেই ওয়ালেট কে খালি করে দেওয়া সম্ভব। যদি ওয়ালেট এ লিকুইড কোন steem ও SBD থেকে থাকে তাহলে সেটাকে মুহূর্তেই এই কী থাকলে ট্রান্সফার করে নেয়া যাবে। পাওয়ার আপ করা থাকলে যেহেতু পাওয়ার ডাউন দিতে সময় লাগে (চার সপ্তাহ) সেক্ষেত্রে কেউ যদি কারো কী ব্যবহার করে পাওয়ার ডাউন দিয়েও দেয় তাহলে সে দেখতে পারবে এবং একাউন্ট রিকোভারি ও পাসোওয়ার্ড পরিবর্তনের সময় পাবে। লিকুইডগুলো আপনি মুহুর্তেই হারাবে।

এই কী দিয়ে নিন্মোক্ত কাজগুলো করতে পারবো:

 ট্রান্সফারের কাজ।
 পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
 SBD Steem কনভার্সন
 উইটনেস ভোট দেয়া
 কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া
 প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন
 নতুন ব্যবহারকারী তৈরি করা ইত্যাদি।

প্রশ্ন: Owner key এর কাজ কি?

উওর:এটি একধরনের মালিকানা সংক্রান্ত কী অর্থাৎ এখানে ব্লকচেইনে আপনি যদি আপনার মালিকানা প্রমাণ করতে চান তাহলে এই কী আপনার দরকার হবে। যদি আপনার কী হারিয়ে যায় বা অ্যাকাউন্ট হ্যাক হয় তাহলে আপনার পক্ষে আপনার একটি কী রিকভার করা বা একাউন্ট রিকভার করার ক্ষেত্রে এই কী আপনাকে সহযোগিতা করবে। এই কী যার কাছে থাকবে সেই কীন্তু একাউন্ট এর মালিকানা দাবি করতে পারবে। তাই অন্যান্য কী রিকভারির ক্ষেত্রে এই কী যেহেতু জরুরি তাই এই কী অবশ্যই অনেক বেশী সেনসিটিভ এবং এটিকে আপনার উচিত আলাদা জায়গায় অনেক যত্ন করে লিখে রাখা বা অনেক ভালভাবে ব্যাকআপ নিয়ে রাখা।
এতে করে আপনার একটিভ কী হারিয়ে গেলেও আপনি সেটাকে পুনরুদ্ধার করে কাজ করতে পারবেন। অন্যথায় আপনার পক্ষে আপনারা কী বা একাউন্ট ফিরে পাওয়া সম্ভব হবেনা। তাই মালিকানা দাবি করতে হলে দলিল যেমন প্রয়োজন সেরকমই এই কী আপনার দলিল।

এই কী দিয়ে নিন্মোক্ত কাজগুলো করতে পারবো:

 উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারবেন
 একাউন্ট রিকভার করতে পারবেন
 ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবেন।

প্রশ্ন: Memo key এর কাজ কি?

উওর: যদি কোনো প্রাইভেট মেসেজ পাঠাতে বা পেতে চান এবং যেটাকে কোন একটা সংকেতে পরিবর্তন করে পাঠাতে চান যা পরবর্তীতে দেখতে চান তাহলে এই কী দরকার হবে। এটার ব্যবহার খুব সীমিত পর্যায়ে তাই বিস্তারিত আলোচনার দরকার নেই। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই কী সম্বন্ধে খুব বেশি জানাটা জরুরী নয়।

এই কী দিয়ে নিন্মোক্ত কাজগুলো করতে পারবো:

 এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে
 কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে

প্রশ্ন: Master password এর কাজ কি?

উওর: মাস্টার পাসওয়ার্ড অ্যাকাউন্টের সবচেয়ে সেনসিটিভ কী, যেটি একাউন্ট খোলার সময় পেয়ে থাকি অথবা আমরা নিজে জেনারেট করে থাকি। নিজের মাস্টার পাসওয়ার্ড কখনোই কাউকে দেওয়া যাবে না। Posting key, Active key, Owner key, Memo key সবগুলো কী মূলত তৈরি হয়েছে মাস্টার পাসওয়ার্ড এর ভিত্তিতে। তাই মাস্টার পাসওয়ার্ড দিয়ে সবগুলো কী এর কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।
একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। দাবা খেলায় দেখতে পাবেন কিস্তি বা নৌকা দিয়ে সোজাসোজি ডানে-বামে যতদূর ইচ্ছা চলাফেরা করা যায় আবার হাতি দিয়ে কোনাকুনি যে কোন দিকে আপনি যত ইচ্ছা চলাফেরা করতে পারেন। কিন্তু মন্ত্রী দিয়ে আপনি সব দিকে যতদূর ইচ্ছা ততদূর আগাতে পারেন।
এখানেও যদি মাস্টার পাসওয়ার্ড এর কথা বলি তাহলে আপনি নৌকা, ঘোড়া, হাতি, সৈন্য ও রাজার কাজও এটা দিয়ে করতে পারবো অর্থাৎ এই মাস্টার পাসওয়ার্ড আপনার সবগুলো কী এর মাথা। তাই আপনার জন্য সবচেয়ে সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার মাস্টার পাসওয়ার্ড কে খুব ভালোভাবে সংরক্ষণ করা। আপনার একাউন্ট রিকভার করতে চাইলেও মাস্টার পাসোয়ার্ড লাগবে।

প্রশ্ন: Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উওর: একাউন্ট খোলার সময় যদি জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকে এবং টু স্টেপ ভেরিফিকেশন চালু করা থাকে তাহলে পাসওয়ার্ডগুলো গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারা যাবে ।পাসওয়ার্ড সম্বলিত যে পিডিএফ ফাইলটি জেনারেট হবে সে ফাইলটিকে এনক্রিপ্ট করে আপনার পেনড্রাইভে রাখতে পারবো।অবশ্য সে ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ডিক্রিপ্ট করা না হবে ততক্ষণ এটি হ্যাক হবেনা বা কারো কাজে লাগবেনা। তাই পাসোয়ার্ড নিরাপদ থাকবে।আবার বাড়িতে কোন সুরক্ষিত ডায়েরিতে অথবা প্রিন্ট আউট করে রেখে দিবো যেভাবে আমরা শিক্ষাজীবনের সার্টিফিকেট রাখি।

প্রশ্ন: পাওয়ার আপ কেন জরুরী?

উওর: পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ।পাওয়ার আপ এর মাধ্যমে নিজস্ব কিছু শক্তি অর্জন করবেন যেগুলো দিয়ে নিজেই ভোটিং সাপোর্ট দিতে পারা যায় এবং নিজের কিউরেশন রিওয়ার্ড অর্জনের সক্ষমতা তৈরি হয়।

প্রশ্ন: পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন?

 প্রথমে Active key এর মাধ্যমে ওয়ালেটে লগ ইন করতে হবে।
 তারপর আমাদের একাউন্টে থাকা লিকুইড স্টিমের পাশে থাকা ড্রপডাউন বাটকে ক্লিক করতে হবে।
 ক্লিক করার পর নিচে আসা অপশনস গুলো থেকে পাওয়ার আপ এ ক্লিক করতে হবে।
 তারপর Amount এর ঘরে যে পরিমাণ Steem পাওয়ার আপ করতে চাই তা লিখে নিচের Power Up বাটনে ক্লিক করতে হবে।
 এর পর আমরা দেখতে পাবো সেই নির্দিষ্ট পরিমাণ Steem আমাদের একাউন্ট থেকে মাইনাস হয়ে স্টিম পাওয়ার এ যোগ হয়ে যাবে।

প্রশ্ন: সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়?
উওর: ৩ দিন।

প্রশ্ন: মেমো ফিল্ড এর কাজ কি?

উওর: কাউকে লিকুইড স্ট্রিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে । STEEM অথবা SBD উইথড্র করতে চাইলে এক্সচেঞ্জবল সাইট আমাদেরক একটি মেমো দেয় । মেমোটি ব্যবহার করলে এক্সচেঞ্জবল সাইটটি আমাদের সহজেই ভেরিফাই করে থাকে

প্রশ্ন: ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস. পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উওর: ডেলিগেশন কার্যকর হয়ে যায় সাথে সাথেই তবে আনডেলিগেট কার্যকর হতে ৫ দিন ।

প্রশ্ন: ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস. পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস. পি লিখতে হবে?

উওর: সর্বমোট ৩০০ ডেলিগেট হবে

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট অনেক মনোযোগ দিয়ে পড়লাম আপনি লেভেল টু থেকে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আশা করছি আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আমাদের মাঝে আপনার প্রতিভার দ্রুতি ছড়াবেন সে আশা করছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আমাকে দোয়া করবেন যাতে প্রতিটি level এ আরো ভালো জ্ঞান অর্জন করতে পারি।

 2 years ago 

আপনি লেভেল 2 এর পরীক্ষা দিয়েছেন দেখে ভীষণ ভালো লেগেছে। ক্লাসগুলো করলে অনেক কিছুই জানা যায়। আমি নিজেও অনেক কিছু জেনেছে এই ক্লাসগুলো করে। এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল ‌‌

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া যাতে সামনে আপনাদের সাথে এগিয়ে যেতে পারি।

 2 years ago 

আমার পোস্ট দেখে মনে হচ্ছে লেভেল-২ এ আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। পরবর্তী লেভেল গুলোর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা জন্য দোয়া করবেন।

 2 years ago 

ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস. পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

Viva তে বারবার বিষয়টি পরিষ্কার করে দেওয়া হলো তবুও ভুল লিখলেন!!!

 2 years ago 

দাদা নমস্কার। দাদা ঐ উত্তরটা প্রথমে ভূল লিখেছিলাম।পরে ঠিক করেছি। কিন্তু দাদা ভূলটাই চলে গেছে।দাদা এখন সঠিক উত্তর টা দিয়েছি।দাদা ভূলটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 2 years ago 

লেভেল 2 থেকে যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ করেছেন সেটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46