সুস্বাদু ও মজাদার রেসিপি "চিকেন সাসলিক"।। [১০% লাজুক শিয়ালের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু



আজ--শনিবার।১৯ই, ভাদ্র।১৪২৯, বঙ্গাব্দ । শরৎকাল ।।


হায় বন্ধুরা

কেমন আছেন?


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে ফাস্ট ফুড জাতীয় খাবারের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।যা ইতিপূর্বে আপনারা ফাস্ট ফুড দোকান বা রেস্তোরাঁয় বা এমনকি রাস্তার ধারে খাবারের গাড়িতে খেয়ে থাকবেন।রেসিপিটি হচ্ছে "চিকেন সাসলিক"।আসলে এ জাতীয় খাবারগুলো বাসায় খুব একটা তৈরি করে খাওয়া হয় না।তাই আজ আমি বাসায় তৈরি করে খেয়ে দেখলাম খুবই সুস্বাদু হয়েছিল।আপনারা ও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু ও মজাদার লাগবে। আমার বিশ্বাস। তাই আজ আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে প্রথম থেকে শেষ পযর্ন্ত "চিকেন সাসলিক" রেসিপিটির প্রস্তুতপ্রনালী তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


received_563096092229842.jpegreceived_1516995118755853.jpeg



উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
মুরগির গোস্ত ২৫০ গ্রাম
গাজর ১ টা
টমেটো ১ টা
লেবু ১ টা
কাশ্মীরি মরিচ ফাঁকি ১ চা চামচ
ধনিয়া ফাঁকি ১/২ চামচ
গোল মরিচ ফাঁকি ১/২ চা চামচ
বেকিং সোডা ১/২ চা চামচ
টেস্টিং সল্ট সামান্য পরিমাণ
১০ লবন স্বাদমতো
১১ সয়াসস ২ চা চামচ
১১ টমেটো সস ২ চা চামচ
১২ অলিভ অয়েল ৩ চা চামচ
১৩ সয়াবিন তেল পরিমাণ মতো
১৪ পেঁয়াজ ২ টি
১৫ কাঠি ৫ টি


উপকরণের ছবি


received_579762610512718~2.jpegreceived_745646680067950~2.jpegPXL_20220903_061215552.jpg
received_1860360220834729.jpegreceived_622319949329078.jpegreceived_1482322922201236.jpeg
received_581233000419234.jpegreceived_454693439932390.jpegPXL_20220621_141824243.jpg
PXL_20220702_132723216.jpgreceived_3207752452834273~2.jpeg


রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


received_627753742207496~3.jpeg

প্রথমে গাজর,টমেটো ও পেঁয়াজকে ছোট টুকরো করে নিবো এবং এরপর স্বাদমতো লবন দিয়ে দিবো।

দ্বিতীয় ধাপ


received_1435707980257289~2.jpeg


এরপর গোলমরিচ ফাঁকি দিয়ে দিবো।

তৃতীয় ধাপ


received_747255936343198~2.jpeg


এরপর অলিভ অয়েল দিয়ে দিবো।

চতুর্থ ধাপ


received_739554617115145~2.jpegreceived_3177847719196222~2.jpeg


এরপর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিবো

পঞ্চম ধাপ


received_406674388240720~3.jpeg


পাঁচ মিনিট পরের অবস্থা এমন হবে।

ষষ্ঠ ধাপ


received_579762610512718~2.jpegreceived_406608868204481~2.jpeg


এরপর দুই পিছ মুরগির বুকের অংশ নিবো এবং মুরগির গোস্তকে কিউব কাট করে নিবো।

সপ্তম ধাপ


received_1075855749972551.jpegreceived_797792414680608.jpeg


এরপর লবন, বেকিং সোডা এবং দুই চামচ লেবুর রস দিয়ে মুরগির গোস্তকে ভালো করে মিশিয়ে নিবো।যাতে মুরগির গোস্ত ভালোভাবে সিদ্ধ হয়।অথ্যাৎ বেকিং সোডা,লবন ও লেবুর রস এই তিনটি একসাথে মুরগির গোস্তের সাথে ভালো করে মিশানোর পরে যদি পাঁচ মিনিটের জন্য রেখে দেওয়া যায় তবে সিদ্ধ হওয়ার পরে মুরগির গোস্তের আশঁগুলো নরম হয়ে যাবে।

অষ্টম ধাপ


received_5244304142334951~2.jpegreceived_381504363988537~2.jpeg



এরপর পাঁচ মিনিটের জন্য মুরগির গোস্তকে ঢেকে রাখবো।

নবম ধাপ


received_593520752253628~3.jpegreceived_1123674098530469~2.jpeg


পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এর মধ্যে ধনিয়া ফাঁকি এবং কাশ্মীরি মরিচের ফাঁকি দিয়ে দিবো।

দশম ধাপ


received_769546857649773~2.jpegreceived_473545771322585~2.jpeg



এরপর গোল মরিচের ফাঁকি এবং সয়াসস দিয়ে দিবো।

একাদশ ধাপ


received_409246564456564~2.jpegreceived_378814781112221~3.jpegreceived_628189715567639~3.jpeg


এরপর টমেটো সস ও অলিভ অয়েল দিয়ে সবগুলো উপকরণ মুরগির গোস্তের সাথে ভালো করে মিশিয়ে নিবো এবং কিছুক্ষনের জন্য রেখে দিবো।

দ্বাদশ ধাপ


received_783036609581569~2.jpegreceived_620184999523423~5.jpeg


এরপর কাঠি নিয়ে প্রথমে আগে থেকে মিশিয়ে রাখা গাজর, টমেটো ও পেঁয়াজ একে একে গেঁথে নিবো।এরপর মসলা মাখানো মুরগির গোস্তের টুকরো দিয়ে দিবো।এরপর পুনরায় গাজর, টমেটো ও পেঁয়াজ দিবো।আবার মুরগির গোস্ত দিয়ে দিবো। এভাবেই কাঠিটি সাজিয়ে নিবো।

ত্রেয়দশ ধাপ


received_494439158680409~5.jpeg


এভাবেই একে একে কাঠিগুলো সাজিয়ে নিবো।

চর্তুদশ ধাপ


received_814400702918733.jpegreceived_772517290683339.jpeg


এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসাবো এবং ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে দিবো।

পঞ্চদশ ধাপ


received_1026344458029199.jpegreceived_378112264346497.jpeg


এরপর ফ্রাইপ্যানের তেল একটু গরম হলে সাজিয়ে রাখা কাঠি ফ্রাইপ্যানে দিয়ে দিবো।

ষষ্ঠদশ ধাপ


received_777562553359727.jpegreceived_809529476845375.jpeg



এরপর একে একে সবগুলো কাঠি ফ্রাইপ্যানে দিয়ে দিবো।

শেষ ধাপ


received_480997410225578.jpegreceived_606325751158297.jpeg


এরপর কাঠিগুলো এপিট ও ওপিঠ করে ভালো করে ভেজে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার রেসিপি "চিকেন সাসলিক"।

পরিবেশন


received_563096092229842.jpegreceived_1516995118755853.jpeg


পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে "চিকেন সাসলিক " রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা "চিকেন সাসলিক" রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সহযোগিতায় আমাকে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে। আমার তৈরি করা রেসিপি পোস্টটি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।


ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি

IMG_5012.JPG
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।

Logo-1.png

ddddoo.png


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

4789.gif

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

জি ভাইয়া আপনি কথাটা ঠিক বলেছেন এগুলো আমরা খুব একটা বাসায় তৈরি করে খাই না। কিন্তু বাহিরে বলে এগুলো ছাড়া অন্য কিছু খাইনা। এটি আমি অনেকবার খেয়েছি, কিন্তু কখনো বাসায় তৈরি করে খাওয়া হয়নি। আপনার কাছ থেকে রেসিপিটি শিখে নিলাম। তাই বাসায় তৈরি করতে পারব।

 2 years ago 

হা আপু বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা পাবেন। অসংখ্য ধন্যবাদ আপু, উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

চিকেন সাসলিক খুবই মজাদার একটি রেসিপি। কিন্তু কখনো বাসায় তৈরি করে খাওয়া হয়নি। কিন্তু মাঝে মধ্যে রেস্টুরেন্টে গেলে খাওয়া হয়।এই ধরনের হোম মেড খাবার খেতে ভিশন মজা লাগে। চিকেন সাসলিক বানানোর ধাপগুলো একদম সহজভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছেন যে কেউ চেষ্টা করলে বানিয়ে ফেলতে পারবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। দোয়া করবেন ভাইয়া যাতে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 2 years ago 

ওয়াও ভাইয়া দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন।দেখে তো লোভলেগে গেল।আসলে চিকেন সাসলিক কখনো বাড়িতে তৈরি করিনি।আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই ট্রাই করব।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হা আপু বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা পাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

আপনি অনেক সুন্দর হবে মজাদার ও সুস্বাদু চিকেন সাসলিক তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

চিকেন সাসলিক দেখে তো জিভে পানি চলে আসলো। এ ধরনের রেসিপি খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদ এবং মজাদার হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হা আপু রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয়েছিল। আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

চিকেন সসলিক আমার প্রিয় একটি খাবার। আমি মাঝে মাঝে এটি বাসায় তৈরি করি। আপনি ঠিকই বলেছেন এটা বাসায় তৈরি করে খেতে অনেক সুস্বাদু লাগে। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল আপু।

 2 years ago 

আপনার তৈরি চিকেন সাসলিক দেখেই তো আমার মুখে জল চলে এসেছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনি খুবই সুন্দরভাবে চিকেন সাসলিক তৈরি করার পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন।যা দেখে আমরা খুব সহজেই তৈরি করতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এত সুন্দরভাবে চিকেন সাসলিক তৈরি করার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হা ভাইয়া চিকেন সাসলিক রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চিকেন সাসলিক রেসিপিটি বেশ সুস্বাদু ও মজাদার হয়েছে। এই ধরনের রেসিপি হোম মেড খুব কম বানানো হয়। খুব সুন্দরভাবে ১৭ টি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন।

 2 years ago 

হা আপু ঠিকই বলেছেন বাসায় এ জাতীয় রেসিপিগুলো খুব একটা তৈরি করা না।কিন্তু বাসায় ভালো করে তৈরি করতে পারলেও খুবই মজা লাগে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আসলে আমরা অলস তাই এগুলো বাসায় তৈরি করতে চাইনা। আরেকটু আগে চিকেন সুমা আপর চিকেন সাসলিক রেসিপি দেখলাম। আর এখন আপনার রেসিপি দেখলাম সব মিলিয়ে ভালই একটি শিখে নিলাম।

 2 years ago 

হা আপু এটা ঠিক আমরা একটু অলস আবার তাও না।না বলার কারন আমরা সময়টা এখন অন্যদিকে মনোনিবেশ করে থাকি।একসময় মা কাকিদের দেখতাম তারা বিভিন্ন রকমের খাবার তৈরি করত।অবশ্য তখন এ জাতীয় খাবার হয়তোবা ছিলো না।কিন্তু তাদের বিভিন্ন রকম খাবার রান্নার আগ্রহ ছিল। যা এখন খুব একটা দেখা যায় না।আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59325.16
ETH 2609.11
USDT 1.00
SBD 2.41