বিআরটি এ নিয়ে নিজের কিছু কথা ও আমার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অনুভূতি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে কিছুদিন আগে বিআরটি এ এর অফিসে যাওয়ার গঠনাটি শেয়ার করতে যাচ্ছি।আসলে কিছু কিছু সরকারি প্রতিষ্ঠানের যে বেহাল অবস্থা তা সেখানে না গেলে বুঝতে পারা যায় না।তার মধ্যে বিআরটি এ হচ্ছে অন্যতম।এখানে টাকা ছাড়া কিছুই হয় না।যাইহোক,সেদিনের ঘটনাটি আপনাদের মাঝে তুলে ধরছি।

PXL_20230109_151034826.NIGHT.jpg


কিছুদিন আগে বি আর টি এর অফিস থেকে আমার মোবাইলে ম্যাসেজ আসে যে আমার ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে।অবশ্য দুই মাস আগে ও একবার সেখানে গিয়েছিলাম।আমার কাঙ্ক্ষিত লাইসেন্সটি হয়েছে কিনা।তখন তারা চেক করে বলেছিল আরও বছর খানেক লাগবে। তাই আমি সেদিন অবাক হয়েছিলাম।কারন আমি লাইসেন্সের পরীক্ষা দিয়েছিলাম এরও দেড় বছর আগে। আমি দুই মাস আগে যখন গিয়েছিলাম।তাঁরও দুই মাসে আগে পাওয়ার কথা ছিল লাইসেন্সটি।অনেকের সাথে আবার কথা বলে জানতে পারলাম অনেকে দুই-আড়াই বছর আগের লাইসেন্স ও এখনও পায়নি।

PXL_20220801_063921454.jpg

PXL_20220801_063841941.jpg

PXL_20220801_063813078.jpg

PXL_20220801_063800624.jpg

PXL_20220801_063720340.jpg

PXL_20220801_063704725.jpg


সেখানে গিয়ে যা দেখলাম।তা আমার কাছে অদ্ভুতই লেগেছিল।সেখানে কোন টাকা ছাড়া কথাই চলে না।আমি যখন পরীক্ষা দিয়েছিলাম। তখনও টাকা লেগেছিল। তবে কম। কারন আমি পরীক্ষা দিয়ে পাস করেছি।কিন্তু তারপরও টাকা লেগেছে।টাকা ছাড়া যেন কিছুই চলে না।অবশ্য বি আর টি এ অফিস নিয়ে একটি কথা আগে প্রায়ই শুনতাম,তা হলো এখনাকার ঘাসও নাকি টাকা খায়। অবশ্য সেই সময় এ কথার পুরোপুরি অর্থ বুঝতাম না।এখানে এসে তার পুরোপুরি অর্থটা মনের ভেতরের ঢুকে গেল।অবশ্য এটা শুধু এখানকার কথা নয়।এ যেন আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানের একটি কমন চিত্র।

সবচেয়ে আমার কাছে অবাক লেগেছে গাড়ি চালাতে না পারলেও টাকার বিনিময়ে লাইসেন্স করে নিচ্ছে।এভাবেই আমাদের দেশে প্রতি বছর অনেক গাড়ি এক্সিডেন্টে লোক মারা যাচ্ছে।তার বেশিভাগই অপরিপক্ক ভাবে গাড়ি চালানো বা গাড়ি চালানো সঠিক নিয়ম নীতি না মেনে চলার কারনে।আবার এমনও দেখা যাচ্ছে,যে অনেকেরই গাড়ির লাইসেন্স নেই।তারা গাড়ির হেলপারি করতে করতে একসময় গাড়ি ড্রাইভার হয়ে যায়।আর অনেক গাড়ির মালিকও এদের দিয়ে অনেক সময় গাড়ি চালায়।একসময় এদের দ্বারাই অনেক এক্সিডেন্ট হয়ে থাকে।কারন গাড়ি চালাতে পারলেও তাদের নিয়ম কানুনের ততটা জ্ঞান থাকে না।আবার অনেক সময় টাকার বিনিময়ে লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে।এরা গাড়ি চালানোর সময় নিয়ম-কানুন মানে না। যার দরুন বর্তমানে এক্সিডেন্ট এত বৃদ্ধি পেয়েছে।আসলে যারা রক্ষক তারাই ভক্ষকের ভুমিকা পালন করছে।যদি বি আর টি এ এর কর্মকর্তারা সঠিক নিয়মে পরীক্ষা নিয়ে লাইসেন্স দিত।তবে গাড়ি চালানোর সময় তারা তাদের শিক্ষনীয় জ্ঞানের আলোকে গাড়ি চালাতো। আর আমার বিশ্বাস এতে এক্সিডেন্ট অনেকটা কমে যেত।

সেদিন সাথে আমি আমার এক বন্ধুকে নিয়ে পোস্তগোলার ইকুরিয়ার বিআরটি এ এর অফিসে গিয়েছিলাম।বাসা থেকে খুবই ভোরে গিয়েছিলাম।ইকুরিয়া যেতে সকাল ১০ টা বেজেছিল।

PXL_20220801_054816748.jpg

PXL_20220801_054751446.jpg

PXL_20220801_054739066.jpg

ইকুরিয়ায় ঢোকার আগে কিছু ফুলের ছবি ফটোগ্রাফি করেছিলাম।

PXL_20220801_063521650.MP.jpg

সকালের নাস্তা ও বিআরটি এ এর ভিতরে ক্যান্টিনে করলাম।অবশেষে ঠিক দুপুরে আমার কাঙ্ক্ষিত লাইসেন্সটি হাতে পেয়েছিলাম। আসলে লাইসেন্সটি পাওয়ার পূর্বে কত যে টেনশন।পাওয়ার পর যেন টেনশন পুরোটা দূর হলো।অবশ্য লাইসেন্সটির ডেট দেখে মনটা একটু খারাপ হলো।কারন লাইসেন্সটি হাতে পেতে না পেতে দেড় বছর শেষ।আমার কাছে এই বিষয়টিও অদ্ভুত লেগেছে। কিন্তু কি আর করার।সবাই এভাবে সহ্য করছে।তাই আমি ও লাইসেন্স নিয়ে চলে আসলাম। হয়তোবা একদিন এই সিস্টেমটি ঠিক হয়ে যাবে। না হয় এভাবেই চলতে থাকবে।

আজ এই পযর্ন্তই।অন্যদিন অন্য কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a



আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 2 years ago 

ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন জেনে খুশি হলাম। ড্রাইভিং লাইসেন্স পেতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। যাইহোক অনেক প্রক্রিয়া সম্পূর্ণ করার পর অবশেষে কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছেন। আপনার অনুভূতি গুলোর পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

কি আর বলব দুঃখের কথা যদিও নিজের লাইসেন্স নেই তবে বন্ধুদেরকে দেখেছি এই একটা বস্তুর জন্য কতটা কষ্ট করতে হয়েছে তারই প্রতিফলন আপনার পোস্টে দেখা যাচ্ছে, যাই হোক আপনার লাইসেন্সের কিছু জিনিস হাইট করে দিলে হয়তো ভালো হতো এটা একদম ওপেন হয়ে গেল, কেউ চাইলেই মিস ইউজ করতে পারে। ভালো লাগলো আপনার কাঙ্খিত লাইসেন্সটি আপনি পেয়েছেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর মন্তব্য করার জন্য। পাশাপাশি এত চমৎকার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62571.47
ETH 2429.90
USDT 1.00
SBD 2.66