মুন্সিগঞ্জ পৌর শিল্প মেলায় একদিন।। [১০% লাজুক শিয়ালের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।



রোজ-শুক্রবার।২১ ই, আশ্বিন।১৪২৯, বঙ্গাব্দ । শরৎকাল।।


হায় বন্ধুরা,


কেমন আছেন?আশাকরি,আল্লাহ রহমতে সকলেই ভাল আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আসলে সৃজনশীলতার লক্ষ্যে পোস্টের মধ্যে একটু ভিন্নতা দরকার।কারন একই ধরনের খাবার যেহেতু প্রতিদিন খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে একই ধরনের পোস্ট বারে বারে পড়তে ও ভালো না লাগাটাই স্বাভাবিক।সেক্ষেত্রে একেকদিন যদি একেক পোস্ট ধরনের পোস্ট করা যায় তবে সেটা পড়তেও ভালো লাগে এবং পোস্টেও সৃজনশীলতা ফুটে উঠে। সেই লক্ষ্যে আজ আমি আপনাদের মাঝে মেলায় ঘুরতে গিয়ে সেই আনন্দময় সময়টুকু শেয়ার করতে যাচ্ছি। আশাকরি,আপনাদের ভালো লাগবে।


PXL_20220715_150954659.jpg


মাস খানেক আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম।স্কুল জীবনের কিছু বন্ধুদের সাথে দেখা হল।অনেক বছর পর দেখা তাই সকলের সাথে একটু ঘুরতে যাওয়া।যদিও সময়ের স্বল্পতার কারনে খুব একটা ঘুরাঘুরি করা হয় না। তারপর ঐদিন বন্ধুদের সাথে সারাটা দিন ঘুরেছি।খুব ভালোও লেগেছিল।

PXL_20220715_150940773.MP.jpg


এমন সময় এক বন্ধু বলল,মুন্সিগঞ্জ জেলা অফিসের সামনে মেলা হচ্ছে চল সকলে একটু মেলা থেকে ঘুরে আসি।যদিও মেলাতে খুব একটা আমি যাই না।শৈশবে যেখানে মেলা দেখতাম।সেখানেই চলে যেতাম।সময়ে সাথে সাথে মনের ও অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক।যাই হোক মেলাতে যাওয়ার পরে খুব ভালো ও লেগেছিল।


মেলাতে টিকেট কেটে ভিতরে ঢুকলাম।ভিতরের পরিবেশটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল।আসলে ভিতরের পরিবেশটা দেখে মনে হচ্ছিল পরিবারের সকলকে নিয়ে আসলে খুব মজা হতো।কারণ ভিতরে বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন রকমের রাইড ছিল।যা খুব উপভোগের।

PXL_20220715_150418489.jpg

PXL_20220715_150358583.jpg

PXL_20220715_150309513.jpg

PXL_20220715_150253551.jpg

PXL_20220715_150112817.jpg

PXL_20220715_150100449.jpg

মেয়েদের জন্যও ছিল বিভিন্ন কেনাকাটার ব্যবস্থা এবং রান্না করার বিভিন্ন রকমের সামগ্রী।সাথে ছিল বিভিন্ন রকমের খাবারের দোকান।

PXL_20220715_150628060.jpg

PXL_20220715_150453493.jpg

PXL_20220715_145926075.jpg

PXL_20220715_145920627.jpg

PXL_20220715_145657975.jpg

PXL_20220715_145637036.jpg

PXL_20220715_145616639.jpg

PXL_20220715_150204792.jpg

PXL_20220715_150123152.jpg

PXL_20220715_150037861.jpg

PXL_20220715_145509801.jpg


আসলে ভেতরের ডেকোরেশনটাও আমার কাছে খুব ভালো লেগেছিল।বন্ধুদের সাথে না আসলে এত চমৎকার আনন্দময় মুহূর্তটা হয়তোবা মিস করতাম।

PXL_20220715_150908872.jpg

PXL_20220715_150817448.MP.jpg

PXL_20220715_150540944.jpg

PXL_20220715_145825627.jpg

PXL_20220715_145529095.jpg

PXL_20220715_145431168.jpg

PXL_20220715_145425480.jpg

সর্বোপরি ঐদিনটায় মেলাতে অনেক আনন্দ করেছিলাম।আসলে আমরা যতই ব্যস্ত থাকি না কেন মাঝে মধ্যে একটু ঘুরতে গেলে মনটা ভালো লাগে।এতে মনের একঘেয়েমি দূর হয় এবং যেকোন কাজে আনন্দ পাওয়া যায়।আবারও অন্য কোন সময় আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।আজ এ পর্যন্তই।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

একঘেয়েমি কোনো কিছু আমার ও ভালো লাগে না এইজন্য ভিন্নতা প্রয়োজন।তাছাড়া বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তগুলি খুবই সুন্দর ও স্মৃতিময় হয়।আমার তো আপনার বন্ধুকে দেখে ভয় লাগছিল।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)
দিদি আমার বন্ধু আমাকে ভয় দেখনোর জন্য প্রায়ই এমন করতো।ওর ছোটবেলার অভ্যাসটা এখন ও পরিবর্তন হয়নি।।আসলে বন্ধুদের সাথে কাটানোর মুহূর্তটা আমার কাছে সর্বোত্তম মুহূর্ত মনে হয়। যা মনের একঘেয়েমি দূর করার জন্য খুবই উপযোগী।আপনাকে ও অসংখ্য ধন্যবাদ দিদি,আপনার এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
 2 years ago 

বন্ধুদের সাথে কাটানো মূহুর্তগুলো সত্যিই সুন্দর হয়।

 2 years ago 

হা ভাই ,বন্ধুদের সাথে কাটানো মুহূর্তটা খুবই সুন্দর ও আনন্দদায়ক হয়ে থাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66