সুস্বাদু ও মজাদার রেসিপি "পাউরুটি ও আলুর ভর্তা দিয়ে ডিমের চপ"।।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু



আজ--বুধবার।৬ ই, আশ্বিন।১৪২৯, বঙ্গাব্দ । শরৎকাল ।।


হায় বন্ধুরা


কেমন আছেন?


আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে "পাউরুটি ও আলুর ভর্তা দিয়ে ডিমের চপ"রেসিপি নিয়ে হাজির হয়েছি।"পাউরুটি ও আলুর ভর্তা দিয়ে ডিমের চপ" রেসিপিটি দেখতে যেমন সুন্দর,খেতেও খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

PXL_20220917_152608357.jpgPXL_20220917_152552920.jpg



উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
ডিম ৪ টি
আলু ৩ টি
পাউরুটি ৮ পিছ
পেঁয়াজ ২ টি
ধনিয়া পাতা সামান্য পরিমান
ভাজা মরিচ ফাঁকি সামান্য পরিমান
ঘি ১ চামচ
লবন স্বাদমতো
সয়াবিন তেল ভাজার পরিমাণ

উপকরণের ছবি


PXL_20220917_134256357.jpgPXL_20220917_134511273.jpg
PXL_20220917_135808272.jpgPXL_20220917_135137668.jpg
PXL_20220917_135929232.jpgPXL_20220910_033925436.jpg


রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


PXL_20220921_042816629.jpgPXL_20220917_134611489.jpgPXL_20220917_134753659.jpg


চুলাতে একটি পাতিল বসিয়ে পানি দিয়ে নিবো। এরপর চারটি ডিম ও আলুগুলোকে ছোট পিছ করে পাতিলে দিয়ে সিদ্ধ করে নিবো।

দ্বিতীয় ধাপ


PXL_20220917_143744797.jpgPXL_20220917_143802337.jpg


ডিম ও আলু সিদ্ধ হলে খোসা ছাড়িয়ে নিবো।এরপর একটি প্লেটে রেখে দিবো।

তৃতীয় ধাপ


PXL_20220917_135808272.jpgPXL_20220917_143925795.jpgPXL_20220917_143956644.jpg


পেঁয়াজ, ধনিয়া পাতা, ভাজা মরিচ ফাঁকি ও লবন একসাথে মিশিয়ে নিবো।এরপর সিদ্ধ আলুগুলো ভালো করে মতে সবগুলো একসাথে মিশিয়ে নিবো।

চতুর্থ ধাপ


PXL_20220917_144133888.jpgPXL_20220917_144352675.jpg


এরপর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে আলুর ভর্তা করে নিবো।

পঞ্চম ধাপ


PXL_20220917_144706563.jpgPXL_20220917_144410511.jpg


এরপর আলুর ভর্তা দিয়ে সিদ্ধ ডিমগুলো ঢেকে দিবো।

ষষ্ঠ ধাপ


PXL_20220917_144759275.jpgPXL_20220917_144833232.jpg


সমস্ত ডিমগুলো আলুর ভর্তা দিয়ে ঢেকে দেওয়ার পর একটি বাটিতে রেখে দিবো।

সপ্তম ধাপ


PXL_20220917_145451736.jpgPXL_20220917_145517010.jpg


এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিবো।

অষ্টম ধাপ


PXL_20220917_145215611.jpgPXL_20220917_145644464.jpg


এরপর একটি বড় প্লাস্টিকের বোল নিবো।এরপর বোলে পানি দিয়ে পাউরুটি গুলো দুই পিছ করে ভিজিয়ে নিবো।

নবম ধাপ


PXL_20220917_150623646.MP.jpgPXL_20220917_150628477.jpg


এরপর একহাতে ভিজিয়ে রাখা একপিছ পাউরুটি মধ্যে আগে থেকে আলুর ভর্তা ও ডিম দিয়ে গোল করে রাখা গোলাটি দিয়ে আরেক হাতে আরেকটি ভিজিয়ে রাখা পাউরুটির পিছ নিয়ে নিবো।

দশম ধাপ


PXL_20220917_150718893.MP.jpgPXL_20220917_150720776.jpgPXL_20220917_145849255.jpg


এরপর ভিজানো পাউরুটি দিয়ে ভাল করে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিবো।

একাদশ ধাপ


PXL_20220917_145937935.jpgPXL_20220917_145947426.MP.jpg


এরপর তেলের মধ্যে গোলাকৃত চপটি দিয়ে দিবো। এভাবে এক একটি চপ তেলে দিয়ে দিবো ।



দ্বাদশ ধাপ


PXL_20220917_150453899.MP.jpg


এরপর এক একটি চপ ভালো করে ভেজে নিবো।

শেষ ধাপ


PXL_20220917_150527336.jpgPXL_20220917_152315433.jpg


ভালো করে ভাজা হলে একটি প্লেটে নামিয়ে নিবো। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার রেসিপি "পাউরুটি ও আলুর ভর্তা দিয়ে ডিমের চপ"।

পরিবেশন


পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে "পাউরুটি ও আলুর ভর্তা দিয়ে ডিমের চপ " রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। আমার তৈরি করা "পাউরুটি ও আলুর ভর্তা দিয়ে ডিমের চপ "রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন।আপনাদের উৎসাহমূলক একটি মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।


PXL_20220917_152608357.jpgPXL_20220917_152552920.jpg



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a



আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



আল্লাহ হাফেজ

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে মজাদার ডিমের চপ তৈরি করেছেন। এগুলো সাধারণত আমরা বিভিন্ন ধরনের দোকানে কিনে খেতাম। আর আজকে আপনার হাতে বানানোর দেখে লোভে পড়ে গেলাম। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 
আমার জানামতে ডিম চপ কিনতে পাওয়া যায়। কিন্তু পাউরুটি দিয়ে এভাবে চপ পাওয়ার কথা নয়।তারপরও যদি কোথাও কিনে খেয়ে থাকেন তবে এটার স্বাদের বিষয়ে আপনার ধারনা আছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এভাবে পাশে থেকে উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
 3 years ago 

ওয়াও ভাই আপনি দেখছি অনেক সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি হচ্ছে সুস্বাদু ও মজাদার রেসিপি পাউরুটি ও আলুর ভর্তা দিয়ে ডিমের চপ। দেখে আমার জিভে জল চলে এসেছে সত্যি বলতে অসাধারণ ছিল প্রতিটি ধাপ। সবথেকে বেশি মজাদার হয় ডিম দিলে আর আপনি সেটি করেছেন অনেক ধন্যবাদ।

 3 years ago 
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।
 3 years ago 

পাউরুটি ও আলু ভর্তা দিয়ে ডিমের চপ দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। রেসিপিটি আগে কখনো তৈরি করে খাওয়া হয়নি। বাসায় একদিন ট্রাই করে দেখব। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হা আপু,রেসিপিটি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা পাবেন।অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ছবি দেখেই বোঝা যাচ্ছে এই খেতে অনেক সুস্বাদু হয়েছে। এভাবে পাউরুটি ও আলু ভর্তা দিয়ে ডিমের চপ কখনো তৈরি করে খাইনি। আমি অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবো রেসিপিটি। এত সুন্দর একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 
হা আপু, বাসায় একদিন রেসিপিটি ট্রাই করে তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা পাবেন ইনশাআল্লাহ।এত সুন্দর ও উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যও শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু।
 3 years ago 

ভাইয়া আপনার রেসিপি দেখে তো লোভ সামলানো দায়।পাউরুটি ও ডিম আলু ভর্তা দিয়ে এতো সুন্দর রেসিপি তৈরী করা যায় সেটা আমার জানা ছিল না।আপনার থেকে একটা ইউনিক রেসিপি শিখতে পারলাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 
আমার তৈরি করা রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 3 years ago 

ভাইয়া প্রথমে বলতে হয় অনেক ইউনিক রেসিপি আর করতে আপনার অনেক পরিশ্রম ও হয়েছে দেখে বুঝা যাচ্ছে। হয়ত খাওয়ার সময় সব কষ্ট ভুলেই গেছেন।যেহেতু খেতে মজা হয়েছিল তাহলে আর দুঃখ কিসের?আমার কাছে বেশ ভাল লেগেছে রেসিপিটা।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 
হা আপু ঠিকই বলেছেন, রেসিপিটি তৈরি করতে একটু জটিল। বিশেষকরে পাউরুটি একটু সাবধানে ভিজাতে হয়।আর এটা ঠিক, খাওয়ার সময় সব কষ্ট দুর হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 3 years ago 

পাউরুটি ও আলুর ভর্তা দিয়ে ডিমের চপ বাহ্ চমৎকার একটি রেসিপি। ডিমের চপ রমজান মাসে বেশি খাওয়া হয়। অনেক দিন পরে আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 
হা ভাইয়া ঠিকই বলেছেন, রোজার সময় বিভিন্ন রকমের ভাজার সাথে ডিমের চপও খাওয়া হয়। কখনও যদি সম্ভব হয় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা পাবেন।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত চমৎকার উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
 3 years ago 

ভাই ডিমের চপ খেয়েছি আবার ডিম আর পাউরুটি দিয়ে টোস্ট খেয়েছি কিন্তু এজিনিস তো কখনো খাওয়া হয়নি।আশা করি অনেক মজার হয়েছে।আর একটা প্রশ্ন পাউরুটির তো প্রচুর তেল শুষে নেওয়ার কথা।নাকি ভিজিয়ে নেওয়ার কারনে তেল কম শুষে নেয়?

 3 years ago 
পাউরুটি না ভিজালে আলুর ভর্তা দিয়ে ডিমের গোলার সাথে এভাবে গোল করা যেতো না এবং পানিতে ভিজানোর কারনে ডুবা তেল দিয়ে ভাজলেও তেল কম শুষে নেয় এবং তেলও কম লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
 3 years ago 

ডিম দিয়ে পাউরুটি ভেজে খেয়েছি আবার ভর্তা দিয়ে ডিম পাউরুটি খেয়েছি। কিন্তু এইভাবে খাওয়া হয়নি ।দেখে লোভনীয়‌ লাগছে খেতে ও নিশ্চয়ই মজা হয়েছে। আপনি ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 
হা ভাইয়া এভাবে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি এভাবে একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন খুবই মজা পাবেন ইনশাআল্লাহ।আপনার জন্য ও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111255.83
ETH 4292.59
SBD 0.84