এ আমার অধিকার
এ আমার অধিকার
আনিসুর রহমান
আমার প্রতিটি কোষে তার নিঃশব্দ বিচরণ।
প্রতিটি নিশ্বাসের মাঝে তারই সুবাস।
তার কন্ঠস্বর আমায় হাতছানি দিয়ে ডাকছে।
আমি আসবো,আমি আসছি।
আমার ভালোবাসা আজ -
দৃঢ় প্রাচীর দিয়ে গড়েছে এক সুরম্য অট্টালিকা।
এ আমার একার অধিকার।
কোন অভিযোগ নেই,নেই কোন জিজ্ঞাসা।
পৃথিবীতে আজ -
আমারই চাওয়ার পালা,শুধুই আমার।
কোন প্রতিদান প্রয়োজন নেই,
বিনিময়তার কোনো অবকাশ নেই,
আজ শুধু বিশ্বাস ভরা ভালোবাসা।
নেই কোন পিছুটান বা নবজীবনের প্রত্যাশা।
আমাকে বারণ করার কোন অধিকার নেই কারো।
আমি হারাবো না কালের মহাস্রোতে।
হৃদয়ের মৃত্যু হোক,তাতে কি ?
আমি রইবো জন্ম-জন্মান্তরে।
আমি ছিলাম,আছি,থাকবো,
আমার একান্ত ভালোবাসার মাঝে।
শুধু তারই জন্য রচনা করেছি,
স্বপ্নময় সুখের নীড়।
ভালোবাসার চাঁদর মোড়ানো সুখময় স্মৃতি,
চির অম্লান হয়ে রইবে সেই নীড়ে।
এইটা কি পোস্ট করলেন ভাই?লিখেছেন কি আপনি?
না হইল কবিতা না হইছে অন্য কিছু।তবে লেখাগুলো দুর্দান্ত ছিল।একটু গুছিয়ে লেখার চেষ্টা করলে আরো সুন্দর হইতো
ভাইয়া এটা আমার লিখা কবিতা। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আরো সুন্দর করে লিখার আনুপ্রেরনা যোগাবে।
লেখা গুলো ভালো হয়েছে। আরো অনেক সুন্দর সুন্দর কবিতা পাওয়ার আসায় থাকলাম
ধন্যবাদ ভাইয়া ।
ভাইয়া লেখাগুলো সুন্দর হয়েছে লেখা বন্ধ রাখবেন না
চালিয়ে যান আশা করি একসময়আরো ভালো ভালো কবিতা
আমরা আপনার কাছে পাব
Nice