"ডালের মধ্যে কিছু পাতা ও ফুলের" চিত্রাঙ্কন।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন?
আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ”এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে প্রতিনিয়ত আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করি।সেই হিসাবে আজ ও আপনাদের মাঝে একটি নতুন চিত্রাঙ্কন নিয়ে হাজির হয়েছি।চিত্রঙ্কনটি হলো ডালের মধ্যে কিছু পাতা ও ফুলের চিত্রাঙ্কন । আশাকরি, এই চিত্রাঙ্কনটিও আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
রং তুলি
জল রং
চিত্রাঙ্কনটির প্রস্তুতপ্রণালী নিচে তুলে ধরা হলোঃ
প্রথম ধাপ
প্রথমে রং তুলির সাহায্যে একটি ডাল এঁকে নিবো।
দ্বিতীয় ধাপ
এরপর আরেকটি ডাল এঁকে নিবো
তৃতীয় ধাপ
এরপর প্রথম ও দ্বিতীয় ডালে কিছু পাতা এঁকে নিবো।
চতুর্থ ধাপ
এরপর নিচের ডালে কিছু ফুল এঁকে নিবো।
পঞ্চম ধাপ
এরপর নিচের ডালে আরও কিছু ফুল এঁকে নিবো।
ষষ্ঠ ধাপ
এরপর নিচের ডালে আরও কিছু পাতা এঁকে নিবো।
সপ্তম ধাপ
এরপর চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলে আমি আমার সিগনেচার দেওয়ার জন্য প্রস্তুত হবো।
চুড়ান্ত ধাপ
এরপর চিত্রাঙ্কনটির পাশে আমার সিগনেচার ও তারিখ দিয়ে নিবো।এভাবেই ডালের মধ্যে কিছু পাতা ও ফুলের চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলো।
পরিশেষে,আমি চেষ্টা করেছি ডালের মধ্যে কিছু পাতা ও ফুলের চিত্রাঙ্কনটি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।আশাকরি,আপনাদের চিত্রাঙ্কনটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো নতুন নতুন চিত্রাঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ এ পযর্ন্তই।
ফটোগ্রাফির বিবরণ
Photographer | @anisshamim |
---|---|
Device | Google Pixel 4a |
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
অসম্ভব সুন্দর একটি চিত্রাংকন করেছেন যেখানে ডালের মধ্যে রংবেরঙের পাতা ও ফুল রয়েছে। খুব চমৎকার হয়েছে আপনার চিত্রাংকনটি। আর যথাযথ বর্ণনা ও ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরাতে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
সত্যিই আপনার চিত্রাঙ্কন টা খুব বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।
ডালের মধ্যে কিছু পাতা ও ফুলের চিত্রাংকন দেখে আমি তো একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। এরকম আর্ট গুলো খুবই নিখুঁতভাবে করা লাগে। আসলে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে দেখছি। আপনার আর্ট গুলো আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে দেখতে। খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন যা দেখে যে কেউ এটি অঙ্কন করতে পারবে খুব সহজেই।
আপনার আকা ছবিটি বেশ সুন্দর হয়েছে। কালারটা অনেকটা জাপানে চেরি ফুলের মত। ধাপগুলোও সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ভাইয়া খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন, দারুন লাগছে। আপনি সব সময় খুব সুন্দর আঁকেন।আজ ডালের মাঝে পাতার চিত্রটি খুব ভাল লাগলো।জল রঙ দিয়ে কালার করাতে আরো বেশি ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
ডালের মধ্যে কিছু পাতা ও ফুলের চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে ।ফুলগুলো গোলাপির হওয়াতে অনেক বেশি ভালো লাগছে। সাথে সবুজ কালারের পাতা এবং আঁকাবাঁকা ডালগুলো যেন মনমুগ্ধকর ।অনেক সুন্দর হয়েছে আপনার আঁকা সুন্দর এই দৃশ্যটি ধন্যবাদ।
আসলে অঙ্কন করায় এখন দেখছি কমিউনিটিতে অনেকেই অনেক বেশি পারদর্শী হয়ে গিয়েছে। সকলেই এত সুন্দর সুন্দর অংকন করছে যে আমি দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি। ডালের উপর আপনার এই অংকন দেখে আমি মুগ্ধ চমৎকার ভাবে আপনি এটা অঙ্কন করেছেন। ধন্যবাদ আপনাকে।
আজ আপনি অনেক সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। ডালের মধ্যে এত সুন্দর সুন্দর পাতা আর যেভাবে উপস্থাপন করেছেন প্রত্যেকটা পর্যায়ে আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি এভাবে আরও অনেক কিছু আমাদের মাঝে তুলে ধরবেন।