সুস্বাদু ও মজাদার রেসিপি "ডিম ভাজা ভুনা"।। [১০% লাজুক শিয়ালের জন্য ]।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।



রোজ--শুক্রবার।১৫ ই, আশ্বিন।১৪২৯, বঙ্গাব্দ । শরৎকাল ।।


হায় বন্ধুরা


কেমন আছেন?


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি।তা হলো"ডিম ভাজা ভুনা" রেসিপি।"ডিম ভাজা ভুনা" রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার হয়েছিল। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।


PXL_20220929_170343839.jpgPXL_20220929_170356412.jpg



উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
ডিম ২ টি
পেঁয়াজ কুঁচি ২ টির
কাঁচা মরিচ ৪-৫ টি
ধনিয়া পাতা সামান্য পরিমান
হলুদ ফাঁকি ১ চামচ
মরিচ ফাঁকি ১ চামচ
আদা বাটা ১/২ চামচ
রসুন বাটা ১/২ চামচ
ধনিয়া ফাঁকি ১/২ চামচ
১০ টমেটো ৪ ফালি
১১ লবন স্বাদমতো
১১ সয়াবিন তেল ৪ চামচ
১২ গরম মসলা ফাঁকি ১/২ চামচ

উপকরণের ছবি


PXL_20220929_163649891.jpgPXL_20220929_163709328.jpg
PXL_20220929_165703347.jpgPXL_20220910_033905419.jpg
PXL_20220814_133530812.jpgPXL_20220910_032531775.jpg
PXL_20220906_140742064.jpgreceived_1411423575988381.jpeg


রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


PXL_20220929_174314400.jpgPXL_20220929_174619689.jpgPXL_20220929_163759054.jpg


প্রথমে একটি বাটি নিয়ে তাতে কুঁচি করে কাটা পেঁয়াজ এবং হলুদ ফাঁকি দিয়ে দিবো।



দ্বিতীয় ধাপ


PXL_20220929_163806203.jpgPXL_20220929_163819511.jpg



এরপর বাটিতে মরিচ ফাঁকি এবং লবণ দিয়ে দিবো।

তৃতীয় ধাপ


PXL_20220929_163844229.jpgPXL_20220929_163918414.jpg


এরপর ধনিয়া পাতা দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিবো এবং এরপর দুটি ডিম ভেঙে দিয়ে পুনরায় ডিমের সাথে মিশিয়ে নিবো।

চতুর্থ ধাপ


PXL_20220929_164435109.jpgPXL_20220929_164021725.jpg


চুলাতে একটি করাই বসাবো এবং করাইয়ে সয়াবিন তেল দিয়ে তেল গরম করে নিবো।

পঞ্চম ধাপ


PXL_20220929_164101560.jpgPXL_20220929_164118364.jpg


বিভিন্ন উপকরণ দিয়ে মিশানো ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিবো।

ষষ্ঠ ধাপ


PXL_20220929_164156828.jpgPXL_20220929_164306963.jpgPXL_20220929_164426674.jpg


ভালো করে ডিম ভেজে নিবো। ভাজা হয়ে গেলে একটি প্লেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিবো।

সপ্তম ধাপ


PXL_20220929_164435109.jpgPXL_20220929_164021725.jpg



পুনরায় চুলাতে করাই বসিয়ে একটু তেল দিয়ে নিবো।

অষ্টম ধাপ


PXL_20220929_164446228.jpgPXL_20220929_164459984.jpg


করাইয়ে কুঁচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দিবো

নবম ধাপ


PXL_20220929_164937050.jpgPXL_20220929_165005145.jpg



পেঁয়াজ ও কাঁচা মরিচ ভালো করে ভেজে নিবো।

দশম ধাপ


PXL_20220929_165018023.jpgPXL_20220929_165043252.jpg



আদা ও রসুন বাটা এবং মরিচ ফাঁকি দিয়ে দিবো।

একাদশ ধাপ


PXL_20220929_165055321.jpgPXL_20220929_165103024.jpg



এরপর হলুদ ফাঁকি ও ধনিয়া ফাঁকি দিয়ে দিবো।

দ্বাদশ ধাপ


PXL_20220929_165111732.jpgPXL_20220929_165138153.jpg



এরপর লবন ও গরম মসলা ফাঁকি দিয়ে দিবো।

ত্রেয়দশ ধাপ


PXL_20220929_165152322.jpgPXL_20220929_165247018.jpgPXL_20220929_165255229.jpg



এরপর সবগুলো মসলা একসাথে কসিয়ে নিবো।

চর্তুদশ ধাপ


PXL_20220929_165308412.jpg



কসানো মসলার মধ্যে একটু পানি দিয়ে নিবো।

পঞ্চদশ ধাপ


PXL_20220929_165335446.jpgPXL_20220929_165330677.jpg


একটু জ্বাল দেওয়ার পর ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিবো।

ষষ্ঠদশ ধাপ


PXL_20220929_165741840.jpg

কেটে রাখা টমেটোর পিছগুলো দিয়ে দিবো।এরপর একটু জ্বাল দিয়ে পানি শুকিয়ে নিবো।




শেষ ধাপ



PXL_20220929_170403557.jpg


এরপর করাই থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে আগে থেকে কুঁচি করে কেটে রাখা ধনিয়া পাতা উপরে দিয়ে দিবো।এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার রেসিপি "ডিম ভাজা ভুনা"।

পরিবেশন


পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে"ডিম ভাজা ভুনা "রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।জানি না কতটুকু পেরেছি।আমার তৈরি করা"ডিম ভাজা ভুনা"রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন।আপনাদের সহযোগিতা মূলক একটি মন্তব্য আমাকে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবে।


PXL_20220929_170343839.jpgPXL_20220929_170356412.jpg



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

মাঝে মাঝে ডিম এভাবে ভেঙে ভাজি করলে অনেক মজা লাগে। আমি ও মাঝে মধ্যে এই রেসিপি তৈরি করি অনেক মজা লাগে। আপনার রেসিপির কালার দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছি।আপনি টমেটো ও ধনের পাতা দেওয়াতে স্বাদ অনেক বেড়েগেছে।ঠিক বলেছেন ভাইয়া রেসিপিটি দেখতে অনেক সুন্দর খেতে ও অনেক মজা।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

এভাবে ডিম রান্না করলে খেতে অনেক মজা হয়।ডিমে টমেটো গুলো ফালি করে কেটে দিয়ে একবার ও রান্না করিনি। আমি ছোট ছোট টুকরো করে কেটে ডিম এর সাথে মিক্স করে রান্না করতাম।আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাইয়া ডিম ভাজা ভূনা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদিন এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব মজা পাবেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

অনেকদিন পরে আমি এই রেসিপিটা দেখতে পেলাম। ডিম ভাজার পরে সেগুলো যদি এভাবে টমেটো দিয়ে ভুনা করা যায় তাহলে সেটা খেতে সত্যিই অনেক ভালো লাগে। খুবই পছন্দের একটা রেসিপি এটা আমার।

 2 years ago 
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার এত সুন্দর মন্তব্য আমাকে আরো সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে।
 2 years ago 

ঠিকই বলেছেন এই রেসিপি টি অনেক মজাদার।আমি শিতকালে বানিয়ে খাই।গরম গরম খেতে অনেক মজার।টমেটো কুচি কুচি করে দিলে আরো অনেক ভাল হয়।ধন্যবাদ সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হা ভাই, গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

দারুন এবং মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে আপনার রেসিপি টা দারুন লাগে। এইভাবে ভাজি করে ভুনা করলে অনেক মজা লাগে।এর মধ্যে টমেটো 🍅 দিলে তো কোন কথাই নেই স্বাদের পরিমাণ টা একটু বেড়ে যায়। রান্নার প্রসেস সমূহ প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 
আমার তৈরি করা রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

আপনার তৈরি করা এই রেসিপিটা ছোটবেলায় খুব খেতাম আমি। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি ছিল। তবে আপনি মসলার যে এত ভ্যারাইটি ব্যবহার করেছেন সেটা দেখে বেশ অবাক হলাম। কখনো এত মসলা একসাথে দিয়ে এটা করে খাইনি। যদিও অতিরিক্ত মসলা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর।

 2 years ago 
ঠিকই বলেছেন দাদা, অতিরিক্ত মসলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।অবশ্য আমাদের বাসায় একটু মসলা বেশি খাওয়া হয়।বিভিন্ন রকমের মসলা রেসিপিতে ব্যবহার করলে একটু স্বাদ বেশি লাগে।বুঝেনই তো দাদা,মুখের স্বাদ বলে কথা।অবশ্য এটাও ঠিক মুখের যা বেশি স্বাদ লাগে তার বেশির ভাগই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরও খাওয়া হয়।অসংখ্য ধন্যবাদ দাদা,এত চমৎকার গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল দাদা।
 2 years ago 

ডিম ভাজা ভুনা এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি। ডিম খেতে আমার খুবই ভালো লাগে। আপনার রেসিপি দেখে লোভনীয় লাগছে। এভাবে বাসায় একদিন তৈরি করে দেখব। অল্প সময়ে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
হা আপু রেসিপিটি তৈরি করতে অল্প সময় লাগে। তাই একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। খুব মজা পাবেন ইনশাআল্লাহ।আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 2 years ago 

বাহ খুব অসাধারণ আপনি অনেক সুন্দর করে ডিম ভাজা ভুনা রেসিপি করেছেন। দেখে আমি লোভ সামলাতে পারছিনা। ডিম বাজির মধ্যে টমেটো দিলে তো স্বাদ অনেক বেড়ে যায়। খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ও চমৎকার মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

ভাইয়া আপনার ডিম ভাজি করার উপকরণের তালিকা দেখে আমি অবাক। আমি তো প্রথমে ভেবেছিলাম বড় কোন মাছ হবে। ভিতরে ঢুকে দেখি সবার প্রিয় সুস্বাদু ডিম ভাজি। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই।

 2 years ago 
আসলে বিভিন্ন রকমের মসলার উপকরন দিয়ে রেসিপি তৈরি করলে খাবার একটু বেশি সুস্বাদু লাগে। অবশ্য বর্তমানে সময়ের স্বল্পতার দরুন আমার প্রায়ই ঝটপট রান্না পছন্দ করি। তাই এভাবে অনেকেই তৈরি করতে চায় না।সর্বোপরি, রেসিপিটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত চমৎকার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65762.46
ETH 2656.88
USDT 1.00
SBD 2.81