সুস্বাদু ও মজাদার রেসিপি "ডাল চিংড়ির বোরা"।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু


হায় বন্ধুরা

কেমন আছেন?


আশাকরি,আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে সুস্বাদু ও মজাদার "ডাল চিংড়ির বোরা" রেসিপি নিয়ে হাজির হয়েছি।"ডাল চিংড়ির বোরা" রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজাদার হয়েছিল। আশাকরি,রেসিপিটি আপনাদের ভালো লাগবে।

received_460166208889764.jpeg

উপকরণের তালিকা

ক্রমিক নং উপকরণের নাম পরিমাণ
চিংড়ি মাছ ১৫০ গ্রাম
মটর ডাল ২৫০ গ্রাম
আলু কুঁচি ১ টির
পেঁয়াজ কুঁচি ৩ টির
কাঁচা মরিচ ১২-১৫ টি
লবন স্বাদমতো
মেগী মসলা ২ প্যাকেট
সয়াবিন তেল ১ কাপ

উপকরণে ছবি

received_1205064677034460.jpegreceived_771631327355954.jpeg
received_5314760228560023.jpegreceived_461273605841907.jpegreceived_710748303354843.jpeg
received_989614921708687.jpegPXL_20220621_141845048.jpgPXL_20220621_141621219.jpg

রেসিপির প্রস্তুত প্রণালীর প্রতিটি ধাপ নিচে তুলে ধরা হলোঃ



প্রথম ধাপ


received_771631327355954.jpeg


একটি বাটিতে মুগ ডাল নিবো।

দ্বিতীয় ধাপ


PXL_20220723_080053750.jpg


বাটিতে পানি দিয়ে ডাল ভালোভাবে ভিজিয়ে নিবো।

তৃতীয় ধাপ


PXL_20220723_094130117.jpg

২৫-৩০ মিনিট পর বাটির পানি ছেকে ডালগুলো আরেকটি বাটিতে রাখবো। ডালগুলো যাতে ভালোভাবে নরম হয়।

চতুর্থ ধাপ


PXL_20220723_043558129.jpg


এরপর ব্লেন্ডারে চিংড়ি মাছ, ডাল,কাঁচা মরিচ দিয়ে দিবো।

পঞ্চম ধাপ


PXL_20220723_044100226.jpg


এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিবো।

ষষ্ঠ ধাপ


received_577096030461212.jpeg


ব্লেন্ড করা হয়ে গেলে একটি বাটিতে রেখে দিবো।

সপ্তম ধাপ


received_3183648165229122.jpeg

এরপর আরেকটি বাটিতে কুঁচি করে কাটা পেঁয়াজ,আলু ও মেগী মসলা নিবো।

অষ্টম ধাপ


received_492495522639407.jpeg


এরপর উপকরণ তিনটি ভালোভাবে মিশিয়ে নিবো।

নবম ধাপ


received_771261077641625.jpeg

এরপর ব্লেন্ডার করে রাখা চিংড়ি মাছ,মুগ ডাল ও কাঁচা মরিচ এর বাটির উপর মিশানো আলু ও পেঁয়াজ কুচি এবং মেগী মসলার উপকরণ দিয়ে দিবো।

দশম ধাপ


received_7679390288801741.jpeg


সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিবো।

একাদশ ধাপ


received_511737937411989.jpeg


এরপর চুলাতে একটি ফ্রাইপ্যান বসাবো।

দ্বাদশ ধাপ


received_595754062055387.jpeg


এরপর ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে দিবো।

ত্রেয়দশ ধাপ


received_480501920572105.jpeg

এরপর মিশানো উপকরণ থেকে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিবো।

শেষ ধাপ


received_1542256822859153.jpeg

এরপর কিছুক্ষন এপিঠ-ওপিঠ ভালো করে ভেজে নিবো।এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও মজাদার রেসিপি"ডাল চিংড়ির বোরা"।

পরিবেশন


received_460166208889764.jpeg

পরিশেষে আমি চেষ্টা করেছি সুস্বাদু ও মজাদার করে "ডাল চিংড়ি বোরা" রেসিপিটি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে। জানিনা কতটুকু পেরেছি। কিন্তু আমি চেষ্টা করেছি।আমার তৈরি করা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভূল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পযন্তই।

Photographer @anisshamim
Device Google Pixel 4a



আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

চিংড়ি দিয়ে মসুরের ডাল বড়া খেয়েছি,কিন্তু বুটের ডাল দিয়ে খাওয়া হয়নি।তবে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো। ধন্যবাদ

 2 years ago 

হা আপু খেয়ে দেখবেন খুব মজা পাবেন। ইনশাআল্লাহ।

 2 years ago 

জানিনা কতটুকু পেরেছি।

আসলে আপনি যেভাবে তৈরি করেছেন তা দেখে যে কোন মানুষেরই লোভ লেগে যাবে এটাই স্বাভাবিক।

আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকারভাবে ডাল চিংড়ি একত্রিত করে বড়া তৈরি করার একটা পদ্ধতি শেয়ার করেছেন। এ ধরনের রেসিপি গুলো খেতে অনেক ভালোই লাগে আর তেলে ভাজা হয় বলে এগুলো খেতে আরো বেশি সুস্বাদু হয়ে যায়।

 2 years ago 

আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্য আমাকে আরো সুন্দর ও মজাদার রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে।আপনার এত সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুস্বাদু ডাল চিংড়ির বড়া রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে ভাইয়া। মুচমুচে এরকম বড়া খেতে অনেক ভালো লাগে। আপনি কিভাবে চিংড়ি মাছের বড়া রেসিপি তৈরি করেছেন তা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হা আপু চিংড়ি বরা রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়েছিল।এত সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমাদের এলাকায় চিংড়ি মাছ আর মসুরের ডালের সাথে বড়া খুবই জনপ্রিয় তবে বুটের ডাল দিয়ে বড়া তৈরি করে তেমন একটা খাওয়া হয় না। বড়া আমার প্রিয় রেসিপি মধ্যেও একটি আপনার এই রেসিপিটি ছবি দেখে মন চাইছে গরম ভাতের সাথে আলু ভর্তা দিয়ে ভাত খাই 😋
এমন লোভন একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হা ভাইয়া খালি এবং গরম ভাত দুটোর সাথেই বরা খেতে খুবই মজা। আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই মজাদার একটি ডাল চিংড়ির বড়া রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ডাল চিংড়ির পরে আমার কাছে অনেক বেশি সুস্বাদু লাগে। মাঝে মাঝেই রাস্তার পাশের দোকানগুলো থেকে খাওয়া হয়। মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রাস্তার পাশে ও অবশ্য বরা পাওয়া যায় কিন্তু বাসায় তৈরি করে খেতে পারলে সেটা স্বাস্থ্যসম্মত হয়।অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার তৈরি করা রেসিপির জন্য সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ডাল চিংড়ির বড়া বরাবরি আমার অনেক ফেভারিট আপনার প্রস্তুত করা রেসিপিটি দেখেই দেখে দল চলে আসলো ইচ্ছে করছে মুচমুচে বড়া গুলা তুলে খেতে শুরু করি সুন্দর উপস্থাপনা করেছেন প্রস্তুত প্রণালী শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আপনার এত সুন্দর ও চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60497.39
ETH 2637.52
USDT 1.00
SBD 2.56