স্বরচিত কবিতা "নিষ্ঠুর বসন্ত "।।[১০% লাজুক শিয়ালের জন্য ]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।



রোজ--বুধবার।২০ ই, আশ্বিন।১৪২৯, বঙ্গাব্দ । শরৎকাল ।।


হায় বন্ধুরা


কেমন আছেন?


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি।আশাকরি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

images (17).jpeg

Source


3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1v5hKA8jfHHgL9ABnDXogr1.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif



নিষ্ঠুর বসন্ত


আনিসুর রহমান




ওহে পুষ্পভরা নব বসন্ত
প্রারম্ভে আসিয়া তুমি
পুলকিত হাওয়ায় তানে,
ব্যাকুল করিয়া তুলিলে মোর প্রানে
গাঁথিয়া রহিলে তুমি মোর হৃদয় কুঞ্জরে।


দোয়েল পাখির গানের তানে
পরছে আজ তোমায় বারেবারে মনে,
হরেক রকম ফুলে ফুলে
রহিয়াছ তুমি মোর হৃদয়ের তরে,
এক কাব্যিক মহিমায় প্রানের সুরে।


গ্রীস্ম বর্ষা শরৎ আসে
আসে হেমন্ত শীত,
নাহি আসল এখনও যে মোর
প্রানের বসন্তীস।


পিপাসার্ত এ হৃদয়ে
তৃষ্ণা প্রবল
মিটে না কিছুতেই আর
তোমাকে ছাড়া যে মোর
এ তৃষ্ণা মিটবে শুধু
তোমাকে পাবার তরে।


ওহে নিষ্ঠুর বসন্ত তুই
ভূললি কি করে যে মোরে,
ভাবতে পারিনা তাই
এ নির্জনে ভাই,
তবু্ও খুঁজে বেড়াই
প্রকৃতির প্রান্তরে।


যখন আসবে তুমি
মোর হৃদয়ের টানে,
তখন জানবে তুমি
মিশে গেছি যে আমি
এ মাটিরই প্রানে।


জানিয়ে দিয় তুমি
সব ঋতুর তরে,
তোমার আমার প্রেম
ছিল যে মধুর সুরে,
জন্ম জন্মান্তরে
থাকবেও সে প্রেম
মরনেও পরে।


অবশেষে বলে যাই
ভূলিয়না ওহে ভাই
রাখিয় তোমার করে
ফুলে ফুলে সৌরভে
না হয় যেন ভাই
দোয়েল পাখির গানের সুরে।




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

ওহে পুষ্পভরা নব বসন্ত
প্রারম্ভে আসিয়া তুমি
পুলকিত হাওয়ায় তানে,
ব্যাকুল করিয়া তুলিলে মোর প্রানে
গাঁথিয়া রহিলে তুমি মোর হৃদয় কুঞ্জরে।

পুষ্পে ভরা ষড়ঋতু পুষ্পেই মাতামাতি
পুষ্প নিয়ে ভালোবাসার মাথায় গেঁথে রাখি
স্নিগ্ধ সুবাস পুষ্পের গ্ৰান দোলা দেয় যখন
পুষ্পের স্নিগ্ধ সুবাসে মাতোয়ারা তখন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর ও চমৎকার কবিতার ছন্দে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

Loading...
 2 years ago 

কবিতার ভাষা বরাবরই কম বুঝি আমি। তবে কবিতা পড়তে ভালো লাগে খুবই। আমি কবিতা তেমন লিখতেও পারিনা। আপনারা কি সুন্দর কঠিন কবিতা লিখে ফেলেন দেখি। শুভেচ্ছা নিয়েন ভাই।

 2 years ago 

যেহেতু কবিতা পড়তে ভালো লাগে। তাই আপনি কবিতা পড়তে পড়তে কিছুটা নিজে লিখার জন্য চেষ্টা করবেন। একসময় আপনি ও পারবেন ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

কবিতা কেন যে আমি বুঝিনা। লেখা তো দূরের কথা । এই ব্লগে সবাই প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর কবিতা লেখে পড়তেই ভালো লাগে । আপনার কবিতার ভাষাগুলোর বেশ কঠিন ছিল, কিন্তু পড়ে খুব ভালই লাগলো। সুন্দর হয়েছে কবিতাটি।

 2 years ago 
আমার স্বরচিত কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ও চমৎকার উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59264.94
ETH 2604.33
USDT 1.00
SBD 2.38