হাসির গল্প "জমজমাট শীত" এর দ্বিতীয় ও শেষ পর্ব।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


রোজ-বৃহস্পতিবার।২৮ই,পৌষ।১৪২৯,বঙ্গাব্দ।হেমন্তকাল।।

হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে হাসির গল্প জমজমাট শীত এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছিলাম।গল্পটি আপনাদের ভালো লেগেছিল।যার দরুন আজ আমি আবারও সেই গল্পটির দ্বিতীয় ও শেষ পর্বটি নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটির এই পর্বও আপনাদের ভালো লাগবে।



consulting-ga96229fa7_1920.png

Source


আমার এক ছোট ভাই বলল,নতুন বছরের প্রথমেই বাড়িওয়ালার সঙ্গে একটা কেওয়াজ বেধে গেল। কেওয়াজও এমন কেওয়াজ না; হাতাহাতিটা শুধু বাকি ছিল। কিন্তু কি করব বলেন, লোকটা এমন বদের বদ, কোন যুক্তিই শুনতে চাচ্ছিল না। অথচ আমি অত্যন্ত যুক্তিযুক্ত একটা কথা বলেছিলাম। তার উচিত ছিল যুক্তিটা মেনে নেওয়া।

আমি তাকে বললাম,মাঝখান থেকে কথা বললে তো হবে না।কি হয়েছে,কি নিয়ে কেওয়াজ বেধেছে,তুই কি বলেছিলি, সবকিছু আমাকে বিস্তারিতভাবে খুলে বল।ছোট ভাই আমার কথার প্রতি উত্তরে বলল,ঘটনা আসলে তেমন কিছু না।বাড়িওয়ালা আমার কাছে এই মাসের ভাড়া নিতে এসেছিল।আমি বাড়িওয়ালাকে এই মাসের বাড়ি ভাড়া ২০০ টাকা কম নিতে বলেছিলাম। বাড়িওয়ালা আমার কথা শুনে চটে গেল।

আমি ছোট ভাইকে বললাম, চটারই তো কথা।নতুন বছরের নতুন মাসে যেখানে তার বাড়তি ভাড়া পাওয়ার কথা ছিল, সেখানে তাকে তুই ২০০ টাকা কম দেওয়ার কথা বলেছিস।এটা হলো কিছু? ছোট ভাই আমার কথার প্রতি উত্তরে বলল,আপনিও দেখছি বাড়িওয়ালার সঙ্গেই সুর মিলিয়ে কথা বলছেন। আরও ছোট ভাই বলল,আমার যুক্তিটা আগে শোনেন ভাই,তারপর বাড়িওয়ালার সঙ্গে আপনি সুর মেলান।

আমি ছোট ভাইকে তার যুক্তিটা শোনাতে বললাম। ছোট ভাই বলল,বাড়িওয়ালা সবসময় বলে বিদ্যুৎ এর দাম বেড়েছে,গ্যাসের দাম বেড়েছে,এইটার দাম বেড়েছে, সেইটার দাম বেড়েছে, এই জন্য ভাড়া ভাড়াতে হবে।আর আমি যদি তার কোন একটা জিনিস ব্যবহার না করি বা নাম মাত্র ব্যবহার করি, তখন কি ২০০ টাকা কম দেওয়ার দাবি করতে পারি না? আমি ছোট ভাইকে বললাম, তুই তার কোন জিনিসটি ব্যবহার করিসনি বা নাম মাত্র ব্যবহার করেছিস?

ছোট ভাই বলল,পানি।গত মাসের শেষদিক থেকে শুরু করে আজ পর্যন্ত যেখানে আমি প্রচন্ড শীতের জন্য এক দিনও গোসল করিনি,এতে অনেক পানি সাশ্রয় হয়েছে।এমনকি এতে অনেকটা বিদ্যুৎ ও সাশ্রয় হয়েছে।সেখানে পানি খরচ না করা বাবদ আমি ২০০ টাকা কম দিতে পারি না?



আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 2 years ago 

আমি ভেবেছিলাম, না জানি কি হয়ে গেছে, তবে সত্যি ভাই লাস্টের এ লাইনটুকুর জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না । বলেছিলেন গল্পটা হাসির কিন্তু আমি তো সিরিয়াস হয়ে যাচ্ছিলাম লাস্টে এই লাইনটুকু সত্যিই হাসাতে বাধ্য করল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59838.11
ETH 2384.78
USDT 1.00
SBD 2.51